সাধারণ জ্ঞান মডেল টেস্ট-৩ 
১) কোন্ ইউরোপীয় বণিক ভারতে আসার পথ আবিষ্কার করেন? 
ক) ম্যাজেলান খ) স্যার রোনাল্ড রিগান গ) ভাস্কো-দা-গামা ঘ)
ক্রিস্টোফার কলম্বাস 
২) “আমার ভাইয়ের রক্তে রাঙানো” গানটির সুরকার কে? 
ক) আব্দুল লতিফ খ) আব্দুল আহাদ গ) আলতাফ মাহমুদ ঘ) মাহমুদুন্নবী
৩) মনপুরা ‘৭০’ কি? 
ক) একটি উপজেলা খ) একটি নদী বন্দর গ) একটি উপন্যাস ঘ) একটি
চিত্র শিল্প 
৪) মুক্তিযুদ্ধ জাদুঘরটি কোন্ সালে স্থাপিত হয়? 
ক) ১৯৯৪ খ) ১৯৯৬ গ) ১৯৯৫ ঘ) ১৯৯৩ 
৫) বাংলা পিডিয়া প্রকাশিত হয়- 
ক) বাংলা একাডেমি থেকে খ) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ) শিল্পকলা
একাডেমি থেকে ঘ) এশিয়াটিক সোসাইটি থেকে 
৬) বঙ্গবন্ধু নভোথিয়েটারের স্থপতি কে? 
ক) আবদুল্লাহ খালেদ খ) শামীম সিকদার গ) আলী ইমাম ঘ) কামরুল
হাসান 
৭) বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? 
ক) সেন্টমার্টিন খ) সাতগ্রাম গ) মুজিবনগর ঘ) চৌদ্দগ্রাম 
৮) সাগরকন্যা কোন্ এলাকার ভৌগলিক নাম ? 
ক) টেকনাফ খ) কক্সবাজার গ) পটুয়াখালী ঘ) খুলনা 
৯) কুমিল্লার পূর্ব নাম কি? 
ক) নাসিরাবাদ খ) সুধারাম গ) ত্রিপুরা ঘ) সূবর্ণগ্রাম 
১০) বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? 
ক) ১৬ ডিসেম্বর খ) ২৬ মার্চ গ) ২১ ফেব্রুয়ারি ঘ) ৭ মার্চ 
১১) কোন্ দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? 
ক) আমেরিকা খ) নিউজিল্যান্ড গ) বাহামা ঘ) সুইজারল্যান্ড 
১২) ‘মেসোপটেমিয়া’ এলাকায় বেশিরভাগ বর্তমানে কোন্ দেশ? 
ক) ইরাক খ) ইরান গ) তুরস্ক ঘ) সিরিয়া 
১৩) বিশ্বের কোন্ সভ্যতায় প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টাকে বিভক্ত
করা হয়? 
ক) ক্যালডীয় খ) পারস্য গ) রোমান ঘ) গ্রিক 
১৪) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল – এর সদর দপ্তর কোথায়?
ক) বার্লিন খ) প্যারিস গ) লন্ডন ঘ) ওয়াশিংটন ডি.সি. 
১৫) HDI এর ধারণাটি কোন্ সংস্থার উদ্ভাবন? 
ক) বিশ্বব্যাংক খ) UNDP গ) FAO ঘ) WHO 
১৬) প্যাংগাসিয়ামি জনগোষ্ঠী নিম্নের কোন্ দেশে বসবাস করে? 
ক) ইন্দোনেশিয়া খ) থাইল্যান্ড গ) দি ফিলিপিনস ঘ) কের্নিয়া 
১৭) ‘তাস’ কোন্ দেশের সংবাদ সংস্থা? 
ক) ফিলিপাইন খ) চীন গ) রাশিয়া ঘ) ইসরাইল 
১৮) লাইব্রেরি অব কংগ্রেস অবস্থিত- 
ক) লন্ডন খ) প্যারিস গ) ওয়াশিংটন ঘ) আমস্টার্ডাম 
১৯) গারুদা কোন্ দেশের বিমান সংস্থা? 
ক) গ্রিক খ) জার্মানি গ) ইন্দোনেশিয়া ঘ) নেদারল্যান্ড 
২০) বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত- 
ক) কুয়ালালামপুর খ) নিউইয়র্ক গ) টোকিও ঘ) লন্ডন 
উত্তর: ১. গ, ২. গ, ৩. ঘ, ৪. খ, ৫. ঘ, ৬. গ, ৭. খ, ৮. গ, ৯.
গ, ১০. খ, ১১. খ, ১২. ক, ১৩. ক, ১৪. ক, ১৫. খ, ১৬. গ, ১৭. গ, ১৮. গ, ১৯. গ, ২০. গ 

No comments:
Post a Comment