Thursday, January 24, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: সাধারণ জ্ঞান মডেল টেস্ট-২

সাধারণ জ্ঞান মডেল টেস্ট-২ 



১) বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
ক) ন্যাশনাল খ) এবি গ) আইএফআইসি ঘ) সিটি ব্যাংক

২) আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস কোনটি?
ক) ২৮ মে খ) ১৭ এপ্রিল গ) ৩০ জুন ঘ) ২৮ ফেব্রুয়ারি

৩) কর্ণফুলি নদীর উপর সেতুর নাম-
ক) কর্ণফুলি সেতু খ) শাহ আমানত সেতু গ) কিংস সেতু ঘ) চট্টগ্রাম সেতু

৪) বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
ক) রাজশাহী খ) ঢাকা গ) চট্টগ্রাম ঘ) খুলনা

৫) বাংলাদেশের নিচের কোন্ স্থানটি সাবমেরিন ল্যান্ডিং স্টেশন?
ক) মহেশখালী খ) দুলাহাজরা গ) ঝিলংকা ঘ) নারিকেল বীথি

৬) ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ও গভর্নর জেনারেল কে ছিলেন?
ক) লর্ড কার্জন খ) লর্ড মাউন্টব্যাটেন গ) লর্ড বেন্টিঙ্ক ঘ) লর্ড ওয়াডেল

৭) ৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
ক) ঢাকা খ) লাহোর গ) দিল্লি ঘ) চট্টগ্রাম

৮) মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ এর রচয়িতা কে?
ক) খলিল জিবরান খ) রবার্ট ফ্রস্ট গ) ওয়াল্ট হোয়হেটম্যান গ) অ্যালেন গিনসবার্গ

৯) নিচের এদের মধ্যে কে বীরশ্রষ্ঠ?
ক) কামালউদ্দীন খ) মুন্সী আ. রহীম গ) নুরুল ইসলাম ঘ) মহিউদ্দিন জাহাঙ্গীর

১০) বাংলাদেশকে প্রথম স্বীকৃতিকারী দেশ কোনটি?
ক) ভুটান খ) শ্রীলংকা গ) মায়ানমার ঘ) রাশিয়া

১১) আরব লীগের সদর দপ্তর-
ক) দামেস্ক খ) কায়রো গ) তেহরান ঘ) বাগদাদ

১২) ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় কবে?
ক) ১৯৩৩ খ) ১৯৪৩ গ) ১৯৪৫ ঘ) ১৯৪৭

১৩) ফেয়ার ফেক্স কী?
ক) সংবাদ সংস্থা খ) পরিবেশ সংস্থা গ) গোয়েন্দা সংস্থা ঘ) মানবাধিকার কমিশন

১৪) START-2 কী?
ক) টিভিতে প্রচারিত সিরিয়াল খ) বাণিজ্য সংক্রান্ত চুক্তি গ) কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি ঘ) কোনটিই নয়

১৫) ইরানের ইসলামি বিপ্লবের স্থপতি-
ক) আমতুল্লাহ আলী খামেনী খ) আয়তুল্লাহ খোমেনী গ) প্রেসিডেন্ট খাতামী ঘ) আলী আকবর রাফসান জানী

১৬) ২য় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়?
ক) ৪ জুলাই ১৯১৪ খ) ১ সেপ্টেম্বর ১৯৩৯ গ) ৪ জুলাই ১৯৪০ ঘ) ১ সেপ্টেম্বর ১৯৪০

১৭) যে দিনটি মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়?
ক) ১০ ডিসেম্বর খ) ৫ জুন গ) ১৪ অক্টোবর ঘ) ১১ মার্চ

১৮) আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ-
ক) চীন খ) রাশিয়া গ) ভারত ঘ) কানাডা

১৯) নিচের কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত?
ক) মুদারল্যান্ড খ) অ্যাঞ্জেল গ) নায়েগ্রা ঘ) গ্রেট মালস

২০) ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে কোন্ মার্কিন প্রেসিডেন্ট জড়িত ছিলেন?
ক) উড্রো উইলসন খ) বিল ক্লিনটন গ) রিচার্ড নিক্সন ঘ) রোনাল্ড রিগান



উত্তর: ১. খ, ২. ক, ৩. খ, ৪. ক, ৫. গ, ৬. খ, ৭. খ, ৮. ঘ, ৯. ঘ, ১০. ক, ১১. খ, ১২. গ, ১৩. গ, ১৪. গ, ১৫. খ, ১৬. খ, ১৭. ক, ১৮. খ, ১৯. খ, ২০. গ

No comments:

Post a Comment