বিজ্ঞান ও প্রযুক্তি মডেল টেস্ট-২
১) বিবর্তনবাদ ব্যাখ্যা করেন-
ক) ডারউইন খ) এরিস্টটল গ) মেন্ডেল ঘ) নিউটন
২) পাঁচটি গর্ভাশয় রয়েছে কোন্ ফুলের স্তবকে?
ক) বেলি খ) জবা গ) ধুতুরা ঘ) ডালিয়া
৩) ব্রোঞ্জ কোন্ দুটি ধাতুর সমন্বয়ে গঠিত?
ক) তামা ও লোহা খ) তামা ও টিন গ) সিলভার ও দস্তা ঘ) সিলভার
ও অ্যালুমিনিয়াম
৪) কোন্ অধাতু বিদ্যুৎ পরিবহণ করে?
ক) সালফার খ) গ্রাফাইট গ) ফসফরাস ঘ) সিলিকন
৫) যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার
ওজন-
ক) কমে খ) বাড়ে গ) অর্ধেক হয় ঘ) একই থাকে
৬) গাছের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কোন্ টিস্যুর জন্য?
ক) কোলেনকাইমা টিস্যু খ) স্থায়ী টিস্যু গ) জটিল টিস্যু ঘ) ভাজক
টিস্যু
৭) গাড়ির টায়ার রাবারের তৈরি, কারণ-
ক) রাবার শক্ত ও স্থিতিস্থাপক
খ) রাবার স্থিতিস্থাপক ও রাস্তাকে আকড়ে ধরে রাখতে পারে
গ) রাবার সহজে ক্ষয়প্রাপ্ত হয় না
ঘ) রাস্তা ও টায়ারের মধ্যে ঘর্ষণ কম হয়
৮) বরফ পানিতে ভাসে, কারণ বরফের তুলনায় পানির-
ক) ঘনত্ব কম খ) ঘনত্ব বেশি গ) তাপমাত্রা বেশি ঘ) দ্রবণীয়তা
বেশি
৯) গাছের খাদ্য সরবরাহ করে কে?
ক) ফ্লোয়েম টিস্যু খ) জাইলেম টিস্যু গ) ক্লোরেনকাইমা টিস্যু
ঘ) প্যারেনকাইমা টিস্যু
১০) নদীর তীরে ভেজা বালুর উপর দিয়ে হেঁটে যাবার সাথে সাথে পদচিহ্ন
মুছে যায় কেন?
ক) পায়ের চিহ্ন শক্তভাবে পড়ে না বলে
খ) পাশের বালুকারাশি সাথে সাথে স্থান পূরণ করে
গ) সারফেস টেনসনের দরুন বালু নিজ স্থানে চলে আসে
ঘ) পানিতে পদচিহ্ন স্থায়ী হয় না
১১) পৃথিবী একটি বিরাট চুম্বক। এ ভূ-চুম্বকের উত্তর মেরু থাকে-
ক) উত্তর দিকে খ) উত্তর দক্ষিণ মেরু বরাবর গ) কেন্দ্রস্থলে
ঘ) দক্ষিণ দিকে
১২) ম্যাগনেসিয়ামের অভাব হলে কী হয়?
ক) পাতার দুটি শিরার মাঝের অংশ হলুদ হয়
খ) পাতা, ফুল, ফল ঝরে যায়
গ) বয়স্ক পাতা প্রথম হলুদ হয়
ঘ) সবগুলোই
১৩) কোনটির অভাবে ফুলে কুঁড়ি জন্মাতে অসুবিধা হয়?
ক) নাইট্রোজেন খ) লৌহ গ) ফসফরাস ঘ) বোরন
১৪) হাইড্রোফিলিক পদার্থ বলতে কী বোঝায়?
ক) যে পদার্থ পানি শোষণ করে খ) যে পদার্থ পানি ত্যাগ করে গ)
যে পদার্থ পানিতে ডুবে থাকে ঘ) যে পদার্থ পানিতে ভেসে থাকে
১৫) কোন্ পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি?
ক) বাতাস খ) পেট্রোল গ) লোহা ঘ) কার্বন-ডাই-অক্সাইড
১৬) পানির স্ফুটনাঙ্ক কত?
ক) ১০০০ সে. খ) ১২০০ সে. গ) ৪০
সে. ঘ) ০.৬০ সে.
১৭) ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল কোন্ দেশের অধিবাসী?
ক) নরওয়ে খ) সুইডেন গ) ডেনমার্ক ঘ) নেদারল্যান্ড
১৮) কোনো কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত
হয়। এ প্রক্রিয়াকে বলা হয়-
ক) গলন খ) ঊর্ধ্বপাতন গ) বাষ্পীভবন ঘ) রাসায়নিক পরিবর্তন
১৯) কোনটি মৌলিক পদার্থ নয়?
ক) সোনা খ) রূপা গ) তামা ঘ) ইস্পাত
২০) একটি এ্যাটমে কণিকার সংখ্যা কয়টি?
ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) ছয়টি
উত্তর: ১. ক, ২. খ, ৩. খ, ৪. খ, ৫. খ, ৬. ঘ, ৭. ক, ৮. খ, ৯.
ক, ১০. গ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. গ, ১৬. ক, ১৭. খ, ১৮. খ, ১৯. ঘ, ২০. ক
No comments:
Post a Comment