বাংলা মডেল টেস্ট-২
১) ‘ব্যর্থ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) ব্য + অর্থ খ) ব + অর্থ গ) বি + অর্থ ঘ) বী + অর্থ
২) ক্ষুদ্রার্থে ‘ইকা’ প্রত্যয়যোগে গঠিত-
ক) নায়িকা খ) সেবিকা গ) মালিকা ঘ) শ্যালিকা
৩) ‘আগাপাছতলা’র ব্যাসবাক্য-
ক) আগা থেকে গাছের তলা পর্যন্ত খ) আগু, পিছু ও তলা গ) আগা থেকে
পাছ ও তলা পর্যন্ত ঘ) আগে, পেছনে ও তলায়
৪) ‘ধর্মের কল বাতাসে নড়ে’ – ‘ধর্মের কল’ এর কারক ও বিভক্তি
ক) করণে ৭মী খ) অধিকরণে ৭মী গ) কর্তৃ ৭মী ঘ) অপাদানে ৭মী
৫) ‘হেলাল’ শব্দের অর্থ কি?
ক) রাক্য খ) আদিত্য গ) অংশুমান ঘ) ফাল্গুনী
৬) ‘রাত্রির শেষভাগ’ এক কথায়-
ক) মহানিশা খ) যামিনী গ) পররাত্র ঘ) রাত্রিশেষ
৭) ‘কুর্ম অবতার’ বোঝায়-
ক) অসহায় খ) সংকীর্ণচিত্ত গ) অভিজাত ঘ) অলস
৮) ‘There was once a bald-headed man’ – বাক্যটির বঙ্গানুবাদ-
ক) এক ছিল নির্বোধ লোক খ) এক ছিল অজ্ঞ লোক গ) এক ছিল টেকো লোক
ঘ) এক ছিল জ্ঞানী লোক
৯) কোনটি ভিন্নার্থক শব্দ-
ক) বৈশ্বানর খ) প্রভঞ্জন গ) পাবক ঘ) কৃশান
১০) বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে কত সাল থেকে?
ক) ১৮০১ খ) ১৯০১ গ) ২০০১ ঘ) ১৮৭৫
১১) ‘সদ্যেজাত’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
ক) সদ্য+জাত খ) সদ্যঃ+জাত গ) সদ্যা+জাত ঘ) সদ্য+জাত
১২) কোনটি ক্লিব লিঙ্গ?
ক) কন্যা খ) স্বামী গ) বৃক্ষ ঘ) ননদ
১৩) ‘হলুদবাটা’ সমাসবদ্ধ শব্দের ব্যাসবাক্য-
ক) হলুদের বাটা খ) হলুদকে বাটা গ) বাটা যে হলুদ ঘ) বাটা হয়েছে
যে হলুদ
১৪) ‘বিদ্যুতে আলো হয়’ এ বাক্যে ‘বিদ্যুতে’ শব্দটি কোন কারকের
দৃষ্টান্ত?
ক) করণ খ) অধিকরণ গ) অপাদান ঘ) কর্ম
১৫) ‘বীচি’ শব্দের সমার্থক শব্দ-
ক) অঙ্কুর খ) তরঙ্গ গ) নদী ঘ) আঁটি
১৬) ‘যে বিষয়ে কোন বিবাদ বা বিরোধ নেই।’ কথাটি সংক্ষেপ করলে
হবে-
ক) সর্বসম্মত খ) অবিসংবাদী গ) ঐকমত্য ঘ) নির্বিরোধী
১৭) ‘রাবণের চিতা’ এর অর্থ-
ক) অনিষ্টে ইষ্ট লাভ খ) চির অশান্তি গ) অরাজকতা ঘ) অসম্ভব বিষয়
১৮) ‘He shed crocodile tears’
ক) সে কুমিরের মতো কাঁদল খ) সে কুম্ভীরাশ্রু বর্ষণ করল গ) সে
মায়া কান্না কাঁদল ঘ) সে খামাখা চোখের জল ফেলল
১৯) ভুল বিপরীত শব্দযুগল-
ক) ঐহিক > পারত্রিক খ) গাম্ভীর্য > চাপল্য গ) আসক্ত
> বিরক্ত ঘ) গুপ্ত > সুপ্ত
২০) এখন টক শোর কল্যাণে সবাই
পণ্ডিত ও বুদ্ধিজীবীর ভূমিকায় অবতীর্ণ হইয়াছেন। উপদেশও বর্ষণ করছেন। কিন্তু তার বেশিরভাগই
অর্থহীন বিস্বাদ ও তিক্ত। চলিত ভাষারীতিতে এই বাক্যে ভুল কয়টি?
ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি
উত্তর: ১. গ, ২. গ, ৩. গ, ৪. গ, ৫. ক, ৬. গ, ৭. গ, ৮. ক, ৯.
খ, ১০. ক, ১১. খ, ১২. গ, ১৩. গ, ১৪. ক, ১৫. খ, ১৬. খ, ১৭. খ, ১৮. গ, ১৯. ঘ, ২০. ক
No comments:
Post a Comment