গণিত মডেল টেস্ট-২
১) নিচের কোন্ জোড়া সহমৌলিক?
ক) ৮, ১৫ খ) ১৮৯, ২১০ গ) ৫২, ৯৭ ঘ) ৩, ৭
২) ৩০, ৩৬, ৪০ এর ল.সা.গু. নির্ণয় কর।
ক) ২৬০ খ) ৩৯০ গ) ৩০০ ঘ) ৩৬০
৩) ০.০৬৫৭ × .৭৫ = গুণফল নিচের কোনটি?
ক) ০.৩৫২৮৯ খ) .৩৫৭৯৮ গ) ০.০৪৯২৭৫ ঘ) .৭৫০২৮০
৪) দুইটি সংখ্যার যোগফল ৩৬০। সংখ্যা দুইটির অনুপাত ৪ : ৫ হলে
সংখ্যা দুইটি নির্ণয় কর।
ক) ২২০, ১০০ খ) ১৬০, ২০০ গ) ১৬০, ২২০ ঘ) ১০০, ২০০
৫) নিচের কোনটি a3 + b3 এর সূত্র?
ক) (a + b)(a2 – ab + b2) খ) (a –
b) (a2 – ab + b2)
গ) (a + b)(a2 + ab + b2) ঘ) (a –
b)(a2 + ab + b2)
৬) 5x – 4y = 6, x + 2y = 4 হলে x, y এর মান কত?
ক) (2, 1) খ) (2, 2) গ) (1, 2) ঘ) (1, 3)
৭) A = {1,2,3}, B = {2,a}, C = {a,b} হলে A∩(BUC)
=
?
ক) (1,2,3,a,b) খ) (1,2,3) গ) (2) ঘ) (a,b)
৮) কত ছটাকে ১ কাঠা?
ক) ১৬ খ) ১৪৪ গ) ৫৪ ঘ) ৯০
৯) সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫০ হলে, এর বাহুর
সংখ্যা কত?
ক) ৪ খ) ৭ গ) ৯ ঘ) ৮
১০) 1 + 2 + 3 + 4 + ..... + 99 = সমষ্টি কত?
ক) 4950 খ) 4750 গ) 4650 ঘ) 8850
১১) Loga (m/n) = ?
ক) Logam – Logan খ) Logam
+ Logan গ) Logam.logan ঘ) কোনোটিই নয়
১২) ১ ইঞ্চি = কত সে.মি.?
ক) ৩৯.৩৭ খ) ২.৫৪ গ) .৬২ ঘ) ১.৬১
১৩) চতুর্ভুজের চার কোণের অনুপাত ১:২:২:৩ হলে বৃহত্তর কোণের
পরিমাণ হবে?
ক) ১০০০ খ) ১১৫০ গ) ১৩৫০
ঘ) ২২৫০
১৪) কোন ত্রিভুজের দুইটি বাহু ও এদের বিপরীত কোণ দেওয়া থাকলে,
সর্বাধিক কয়টি ত্রিভুজ আঁকা যাবে?
ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪
১৫) একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য ২৫ সে.মি ও ২৭ সে.মি.
এবং পরিসীমা ৮৪ সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর।
ক) ৩২৭.৫০ বর্গসে.মি. খ) ৩০০.২৬ সে.মি. গ) ২৭৫ বর্গ সে.মি.
ঘ) ৩২৭.২৬ সে.মি.
১৬) পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
ক) ৯ খ) ১২ গ) ১৪ ঘ) ১৫
১৭) নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
ক)০.৩ খ)√০.৩ গ) ১/৩ ঘ) ২/৫
১৮) X, a সেটে প্রকাশ করা যায় নিচের কোন্ চিহ্ন দ্বারা?
ক) X Ɇ a খ) X ϵ a গ)
X < a ঘ) X C A
১৯) a3 – 3a2 + 3a – 1 এর উৎপাদক কত?
ক) (a – 1)(a2 – 2a + 1) খ) (a + b)3
গ) (a – 3)(a – 2) ঘ) (a – 3)2(a + 2)
২০) বার্ষিক 5(1/2) হার সুদে 600 টাকায় 3 বছরের সুদ কত?
ক) 89 খ) 99 গ) 79 ঘ) 69
No comments:
Post a Comment