বাংলা মডেল টেস্ট-১
১) ‘সন্ধি’ শব্দটি গঠিত হয়েছে কোন্ প্রক্রিয়ায়?
ক) উপসর্গ খ) সন্ধি গ) সমাস ঘ) প্রত্যয়
২) লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনট?
ক) সাহেব খ) বেহাই গ) কবিরাজ ঘ) সঙ্গী
৩) ‘হা-ভাত’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) হাও ভাত খ) ভাতের অভাব গ) হাতে ভাত ঘ) যেই হাত সেই ভাত
৪) ‘লঙ্ঘি এ সিন্ধুর প্রলয়ের নৃত্যে’ – এ বাক্যের ‘সিন্ধু’
কারক ও বিভক্তি হবে-
ক) অধিকরণে শূন্য খ) অপাদানে শূন্য গ) অধিকরণে ৬ষ্ঠী ঘ) অপাদানে
৭মী
৫) ‘পৃথিবীর’ সমার্থক শব্দ-
ক) ক্ষিতিধর খ) বিসজ গ) ক্ষিতি ঘ) অচল
৬) যা অবশ্যই ঘটবে –
ক) ভবিতব্য খ) অনিবার্য গ) অপ্রতিরোধ্য ঘ) অবশ্যম্ভাবী
৭) ‘চল্লিশের কোঠা’ বলতে কী বোঝানো হয়?
ক) একচল্লিশ খ) পঁয়তাল্লিশ গ) ঊনচল্লিশ ঘ) ঊনপঞ্চাশ
৮) ‘It takes two make a quarrel’ – বাক্যটির যথার্থ অনুবাদ-
ক) এক হাতে তালি বাজে না খ) দুই হাতে তালি বাজে গ) বিবাদ তৈরিতে
দুজন লাগে ঘ) দুইজনে ঝগড়া হয়
৯) সঠিক বিপরীত শব্দযুগল –
ক) অনন্ত-সান্ত খ) আশ্রয়-প্রশয় গ) উত্তম-মধ্যম ঘ) জলচর-খেচর
১০) ‘টীকা ভাষ্য না থাকলে কোনো রচনা ভালো করিয়া বোঝা যায় নাই’।
চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা-
ক) চার খ) পাঁচ গ) তিন ঘ) দুই
১১) নিচের কোনটর সন্ধিবিচ্ছেদ সঠিকভাবে হয় নি?
ক) ষষ্ + থ = ষষ্ঠ খ) যথা + ইষ্ট = যথেষ্ট গ) শরৎ + চন্দ্র
= শরচ্চন্দ্র ঘ) মৃত্যু + জয় = মৃত্যুঞ্জয়
১২) ‘সাধু’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
ক) সাধ্বি খ) সাধ্বী গ) সাধিকা ঘ) সাধনী
১৩) ‘কর্ণকুহরে’ কোন্ সমাস?
ক)তৎপুরুষ খ) কর্মধারয় গ) দ্বন্দ্ব ঘ) বহুব্রীহি
১৪) বর্ষাকালে সাপের ভয় – ‘সাপের’ কোন্ কারকে কোন্ বিভক্তি?
ক) সম্প্রদানে ষষ্ঠী খ) অপাদানে ষষ্ঠ গ) অধিকরণে ষষ্ঠী ঘ)করণে
ষষ্ঠী
১৫) ‘নীর’ শব্দের সমার্থক শব্দ-
ক) অগ্নি খ) চন্দ্র গ) গৃহ ঘ) বারি
১৬) যার আকার কুৎসিত-
ক) কুশ্রী খ) বিশ্রী গ) কদর্য ঘ) কদাকার
১৭) ‘ইদুঁর কপালে’ বাড়ধারাটির অর্থ-
ক) মন্দভাগ্য খ) ছোট কপাল গ) সৌভাগ্যবান ঘ)কিম্ভূত চেহারা
১৮) `Canvas’ শব্দের অর্থ-
ক) প্রচার খ) ক্যাম্বিস কাপড় গ) ভোট চাওয়া ঘ) বিক্রি করা
১৯) ‘ভূত’ এর বিপরীত শব্দ-
ক) বর্তমান খ) ভাবী গ) প্রেত ঘ) সম্ভব
২০) ‘রাত্রি নিশিথে যাঁহারা টক শোর অনুষ্ঠানে অংশ নিয়া থাকেন,
আলোচনার ধরন দেখে মনে হয় পৃথিবীর যাবতীয় বিদ্যাসমূহই তাঁদের আয়ত্তাধীন রহিয়াছে’- চলতি
গদ্যে রচিত বাক্যটির ভুলের সংখ্যা-
ক) সাত খ) আট গ) নয় ঘ) দশ
No comments:
Post a Comment