প্রশ্ন: জেলার প্রধানকে কি বলা হয়?
উত্তর: ডেপুটি কমিশনার (DC)
প্রশ্ন: বঙ্গদেশে প্রথম জেলা গঠিত হয় কবে? 
উত্তর: ১৬৬৬ সালে। 
প্রশ্ন: প্রথম গঠিত জেলা কোনটি? 
উত্তর: চট্টগ্রাম (১৬৬৬ সালে)। 
প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে জেলা কতটি? 
উত্তর: ৬৪টি। 
প্রশ্ন: বেঙ্গল ডিস্ট্রিক্ট অ্যাক্ট আইন পাস হয় কবে? 
উত্তর: ১৮৩৬ সালে। 
প্রশ্ন: ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক শব্দটি আইনিভাবে চালু হয় কবে? 
উত্তর: ১৮৩৬ সালে। 
প্রশ্ন: বাংলাদেশের উপকূলীয় জেলা কতটি? 
উত্তর: ১৯টি – কক্সবাজার, বাগেরহাট, বরগুনা, বরিশাল, ভোলা, চাঁদপুর, চট্টগ্রাম,
ফেনী, গোপালগঞ্জ, যশোর, ঝালকাঠি, খুলনা, লক্ষ্মীপুর, নড়াইল, নোয়াখালী, পিরোজপুর, সাতক্ষীরা,
শরীয়তপুর ও পটুয়াখালী। 
প্রশ্ন: স্বাধীনতার পূর্বে বাংলাদেশে কতটি জেলা ছিল? 
উত্তর: ১৯টি- ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, কুমিল্লা, পার্বত্য
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, রাজশাহী, রংপুর, বগুড়া, দিনাজপুর, পাবনা, খুলনা, যশোর,
কুষ্টিয়া, বরিশাল ও পটুয়াখালী। 
প্রশ্ন: পার্বত্য চট্টগ্রামে কতটি জেলা রয়েছে? 
উত্তর: ৩টি- বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি। 
প্রশ্ন: ঢাকা জেলা প্রাচীনকালে কোন্ জনপদের অন্তর্ভূক্ত ছিল? 
উত্তর: বঙ্গ। 
প্রশ্ন: মৌলভীবাজারকে পর্যটন জেলা ঘোষণা করা হয় কবে? 
উত্তর: ১ জুলাই ২০০৮। 
প্রশ্ন: দেশের কোন্ জেলাকে প্রথম ‘ডিজিটাল জেলা’ ঘোষণা করা হয়? 
উত্তর: যশোর (ঘোষণা ২০ ডিসেম্বর ২০১২)। 
প্রশ্ন: আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? 
উত্তর: রাঙামাটি (৬১১৬.১১ বর্গকিমি বা ২৩৬১.০০ বর্গমাইল)। 
প্রশ্ন: আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? 
উত্তর: নারায়ণগঞ্জ (৬৮৪.৩৭ বর্গকিমি বা ২৬৪.০০ বর্গমাইল)। 
প্রশ্ন: স্বাধীনতার পর কোন্ কোন্ জেলা ভেঙ্গে কোন্ কোন্ জেলা গঠিত হয়? 
উত্তর: 
চট্টগ্রাম: চট্টগ্রাম ও কক্সবাজার। 
রংপুর: রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট। 
ঢাকা: ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও নরসিংদী। 
রাজশাহী: রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাপাইনবাবগঞ্জ। 
সিলেট: সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ। 
যশোর: যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল। 
দিনাজপুর: দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও। 
ময়মনসিংহ: ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা। 
কুমিল্লা: কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর। 
বরিশাল: বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর। 
ফরিদপুর: ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী। 
নোয়াখালী: নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর। 
বগুড়া: বগুড়া ও জয়পুরহাট। 
পাবনা: পাবনা ও সিরাজগঞ্জ। 
খুলনা: খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা। 
রাঙামাটি: রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। 
কুষ্টিয়া: কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা। 
পটুয়াখালী: পটুয়াখালী ও বরগুনা। 
টাঙ্গাইল: টাঙ্গাইল। 
জামালপুর: জামালপুর ও শেরপুর। 
No comments:
Post a Comment