Sunday, November 18, 2018

বিভাগ-পূর্ব রাজনীতি


১৯০৯ সালের মর্লি-মিন্টোর সংস্কার আইন

প্রশ্ন: মর্লি মিন্টো সংস্কার আইন বাস্তবায়িত হয়েছিল কবে?
উত্তর: ১৯০৯ সালে।

প্রশ্ন: ১৯০৯ সালে ভারতের বড় লাট কে ছিলেন?
উত্তর: লর্ড মিন্টো।

প্রশ্ন: ১৯০৯ সালের ভারত সংস্কার আইন কি নামে পরিচিত ছিল?
উত্তর: মর্লি মিন্টো সংস্কার আইন।

প্রশ্ন: মর্লি মিন্টো সংস্কার আইন গঠন করা হয় কত সালে?
উত্তর: ১৯০৯ সালে।

প্রশ্ন: মর্লি মিন্টো সংস্কার আইনে কেন্দ্রীয় আইন সভায় সদস্য সংখ্যা ১৬ থেকে কত জনে বৃদ্ধি করা হয়?
উত্তর: ৬০ জনে।


লক্ষ্ণৌ চুক্তি

প্রশ্ন: লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তর: ১৯১৬ সালে।

প্রশ্ন: লক্ষ্ণৌ চুক্তি কোন্ শহরে সম্পাদিত হয়?
উত্তর: লক্ষ্ণৌতে।

প্রশ্ন: লক্ষ্ণৌ চুক্তিতে কেন্দ্রীয় আইন পরিষদের মুসলমানদের আসন সংখ্যা কত রাখার প্রস্তাব করা হয়?
উত্তর: এক-তৃতীয়াংশ।

প্রশ্ন: লক্ষ্ণৌ কোথায় অবস্থিত?
উত্তর: উত্তর প্রদেশ, ভারত।


১৯১৯ সালের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন

প্রশ্ন: ১৯১৯ সালের ভারত শাসন আইন আর কি নামে পরিচিত
উত্তর: মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন।

প্রশ্ন: মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট প্রণীত হয় কত সালে?
উত্তর: ১৯১৮ সালে।

প্রশ্ন: মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের ধারা কয়টি?
উত্তর: ১১টি।

প্রশ্ন: বড় লাটের কার্য-নির্বাহী পরিষদে একজন ভারতীয় প্রতিনিধি গ্রহণ করার ব্যবস্থা করা হয় কোন্ আইনে?
উত্তর: মর্লি-মিন্টো সংস্কার আইনে।

প্রশ্ন: মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনকে কি বলা হয়?
উত্তর: ১৯১৯ সালের ভারত শাসন আইন।

প্রশ্ন: প্রাদেশিক আইনসভায় কত ভাগ সদস্য মনোনয়ন করার ব্যবস্থা রাখা হয়?
উত্তর: ৩০%।

প্রশ্ন: প্রদেশের আইন সভায় সর্বোচ্চ কতজন সদস্য রাখার শর্ত থাকে?
উত্তর: ১২৫ জন।

প্রশ্ন: ‘হোমরুল লীগ’ গঠন করেন কোন্ নেত্রী?
উত্তর: অ্যানি বেসান্ত।

প্রশ্ন: অ্যানি বেসান্ত কোন্ দলের মাধ্যমে স্বায়ত্তশাসনের দাবি উত্থাপন করেন?
উত্তর: হোমরুল লীগ।


খিলাফত ও অসহযোগ আন্দোলন

প্রশ্ন: প্রথম সর্বভারতীয় গণআন্দোলন কোনটি?
উত্তর: খিলাফত ও অসহযোগ আন্দোলন।

প্রশ্ন: ব্রিটিশ সরকার রাওলাট আইন পাস করে কবে?
উত্তর: ১৯১৯ সালে।

প্রশ্ন: কোন্ আইনের প্রতিবাদে আন্দোলন হয়েছিল?
উত্তর: রাওলাট আইন।

প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক কার বিরুদ্ধে চলে যায়?
উত্তর: ইংল্যান্ডের।

প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধে কার পরাজয় হয়?
উত্তর: জার্মানি ও তুরস্কের।

প্রশ্ন: ‘খিলাফত দিবস’ কবে পালিত হয়?
উত্তর: ১৭ অক্টোবর ১৯১৯।

প্রশ্ন: খিলাফত আন্দোলনের দাবি ছিল কয়টি?
উত্তর: ৪টি।

প্রশ্ন: কোনটি হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ ব্রিটিশবিরোধী আন্দোলন।
উত্তর: খিলাফত আন্দোলন।

প্রশ্ন: কবে, কোথায় খিলাফত সভা অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৮ ডিসেম্বর ১৯১৯; ঢাকায়।

প্রশ্ন: ‘সোলতান’ ও ‘আল ইসলাম’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: মনিরুজ্জামান ইসলামবাদী।

প্রশ্ন: ১৯২২ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর প্রদেশের চৌরিচৌরা থানায় কি ঘটনা ঘটেছিল?
উত্তর: উত্তেজিত জনতা থানায় আগুন লাগিয়ে ২১ জন পুলিশকে পুড়িয়ে মারে।

প্রশ্ন: প্রথশ বিশ্বযুদ্ধে তুরস্ক কার পক্ষে যোগ দেয়?
উত্তর: জার্মানির পক্ষে।

প্রশ্ন: কার নেতৃত্বে নবজাগরণের সূচনা হয়?
উত্তর: কামাল আতাতুর্কের।

প্রশ্ন: কামাল আতাতুর্ক কে ছিলেন?
উত্তরধ তুরস্কের নেতা।

প্রশ্ন: ১৯৩০ সালে গান্ধীজীর আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলনের দাবি কি ছিল?
উত্তর: পূর্ণ স্বরাজ্য প্রতিষ্ঠা।


বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন

প্রশ্ন: মাস্টারদা সূর্যসেন চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করেন কবে?
উত্তর: ১৮ এপ্রিল ১৯৩০।

প্রশ্ন: মাস্টারদা সূর্যসেনকে ফাঁসি দেয়া হয় কবে?
উত্তর: ১২ জানুয়ারি ১৯৩৪ [জন্ম ২২ মার্চ ১৮৯৪]।

প্রশ্ন: বিপ্লবী ‘প্রীতিলতা ওয়াদ্দেদার’ কিসের সাথে জড়িত ছিলেন?
উত্তর: ব্রিটিশবিরোধী আন্দোলনের সাথে।

প্রশ্ন: ঢাকার খিলাফত কমিটির সম্পাদক ছিলেন কে?
উত্তর: চৌধুরী গোলাম কুদ্দুস।

প্রশ্ন: প্রকৃতপক্ষে বিপ্লবীদের উদ্দেশ্য কি ছিল?
উত্তর: ব্রিটিশ শক্তিকে উৎখাত করা।

প্রশ্ন: গুপ্ত হত্যার সন্ত্রাস ও বীরত্বপূর্ণ আত্মদান কোন্ পর্যায়ের সশস্ত্র বিপ্লবের বৈশিষ্ট্য ছিল?
উত্তর: প্রথম পর্যায়ের।

প্রশ্ন: বিপ্লবী কর্মীরা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয় কার আদর্শ ও বক্তব্যে?
উত্তর: স্বামী বিবেকানন্দের।

প্রশ্ন: ত্রিপুরা জেলার ম্যাজিস্ট্রেট স্টিভেনস প্রাণ হারান তার খাস কামরায় অষ্টম শ্রেনীর দুই ছাত্রীর গুলিতে। এদের নাম কি কি?
উত্তর: সুনীতি চৌধুরী ও শান্তি ঘোষ।

প্রশ্ন: ১৯৩২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক সনদ গ্রহণ করতে গিয়ে বীনা দাস গুলি ছোঁড়েন কাকে উদ্দেশ্য করে?
উত্তর: ছোটলাট স্ট্যানলি জেকসনকে।

প্রশ্ন: সশস্ত্র বিপ্লবী আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল ঢাকার সমিতির?
উত্তর: অনুশীলন সমিতির।

প্রশ্ন: প্রীতিলতা ওয়াদ্দেদার কে ছিলেন?
উত্তর: নারী বিপ্লবী।

প্রশ্ন: বাংলার সশস্ত্র আন্দোলন কখন হয়েছিল?
উত্তর: ১৯১১-১৯৩০।

প্রশ্ন: ‘মাভেরিক’ কি?
উত্তর: একটি পত্রিকা।

প্রশ্ন: বাংলায় সশস্ত্র আন্দোলনকে প্রধানত কয়টি পর্যায়ে ভাগ করা যায়?
উত্তর: দুটি।

প্রশ্ন: সাধনা সংগঠন কোন্ এলাকায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ময়মনসিংহ।

প্রশ্ন: ম্যাজিনি কোন্ দেশের নাগরিক?
উত্তর: ইতালি।

প্রশ্ন: মিস মার্গারেট নোবল কোন্ দেশের নাগরিক ছিলেন?
উত্তর: আইরিশ।

প্রশ্ন: জাপানের কোন্ অধ্যাপক বাংলার সশস্ত্র বিপ্লবকে সমর্থন করেন?
উত্তর: ওকাকুরা।

প্রশ্ন: ঢাকার ‘অনুশীলন সমিতির’ প্রতিষ্ঠাতা ও পরিচালক কে ছিলেন?
উত্তর: পুলিন বিহারী দাস।

প্রশ্ন: বরিশাল ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়?
উত্তর: ১৯১৩ সালে।

প্রশ্ন: বালেশ্বর বুড়িবালাম নদীর তীরে ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধে নিহত হন কে?
উত্তর: বাঘা যতীন।

প্রশ্ন: বাংলা ১৯২০ সালে মিটফোর্ড মেডিকেল স্কুল প্রাঙ্গণে কে নিহত হন?
উত্তর: এফ. জে. লৌম্যান।

প্রশ্ন: রাইটার্স বিল্ডিং কোথায় অবস্থিত?
উত্তর: কলকাতায়।

প্রশ্ন: বিনয়বসু, দীনেশগুপ্ত ও সূর্যসেন কে ছিলেন?
উত্তর: বিপ্লবী নেতা।

প্রশ্ন: সূর্যসেন পেশায় কি ছিলেন?
উত্তর: শিক্ষক।

প্রশ্ন: কে ‘মাস্টারদা’ নামে সুপরিচিত ছিলেন?
উত্তর: সূর্যসেন।

প্রশ্ন: বিপ্লবীরা কোন্ বর্ণের লোক ছিলেন?
উত্তর: হিন্দু মধ্যবিত্ত ও উচ্চ বর্ণের।


স্বরাজ ও বেঙ্গল প্যাক্ট

প্রশ্ন: স্বরাজ দলের নেতা কে ছিলেন?
উত্তর: চিত্তরঞ্জন দাস।

প্রশ্ন: চিত্তরঞ্জন দাস ছিলেন বাস্তববাদী রাজনীতিবাদী। তিনি কি অনুভব করেছিলেন?
উত্তর: সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দাবিসমূহ মানতে হবে।

প্রশ্ন: কত সালে মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টি গঠন করেন?
উত্তর: ১৯২৩ সালে।

প্রশ্ন: স্বরাজ দলের সম্পাদক কে ছিলেন?
উত্তর: চিত্তরঞ্জন দাস।

প্রশ্ন: চিত্তরঞ্জন দাস ১৯২৩ সালে মুসলমানদের সাথে যে চুক্তি করে তার নাম কি?
উত্তর: বেঙ্গল প্যাক্ট।

প্রশ্ন: চিত্তরঞ্জন দাস কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯২৫ সালে।


সাইমন কমিশন

প্রশ্ন: কত জন সদস্য নিয়ে সাইমন কমিশন গঠিত হয়?
উত্তর: ৮ জন।

প্রশ্ন: সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় কত সালে?
উত্তর: ১৯৩০ সালে।

প্রশ্ন: সাইমন কমিশন কোন্ নামে পরিচিত?
উত্তর: সাদা কমিশন।

প্রশ্ন: সাইমন কমিশনে ভারতীয়দের সংখ্যা কত ছিল?
উত্তর: ছিল না।


নেহেরু রিপোর্ট ও জিন্নাহর চৌদ্দ দফা

প্রশ্ন: ১৯২৯ সালে চৌদ্দ দফা দাবি উপস্থাপন করেন কে?
উত্তর: মুহাম্মদ আলী জিন্নাহ।

প্রশ্ন: কে ‘পূর্ণ স্বরাজ্য’ প্রতিষ্ঠার জন্য ১৯৩০ সালে আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন?
উত্তর: মহাত্মা গান্ধী।

প্রশ্ন: কত সালে আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়?
উত্তর: ১৯৩০ সালে।

প্রশ্ন: ডান্ডি স্থানটি ভারতের কোথায় অবস্থিত?
উত্তর: গুজরাটে।

প্রশ্ন: ভারতে আইন অমান্য আন্দোলন চলেছিল কত বছর?
উত্তর: তিন বছর।


গোল টেবিল বৈঠক

প্রশ্ন: গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর: লন্ডনে।

প্রশ্ন: সাম্প্রদায়িক বাটোয়ারা প্রাধান্য দেয় কিসে?
উত্তর: সম্প্রদায়গত সুবিধার।

প্রশ্ন: কয়টি প্রদেশ নিয়ে পাকিস্তান গঠনের প্রস্তাব করা হয়?
উত্তর: ৫টি।

প্রশ্ন: মুহাম্মদ আলী জিন্নাহ কত সালে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন?
উত্তর: ১৯৩৪ সালে।

প্রশ্ন: হিন্দু-মুসলমানদের মিলনের অগ্রদূত ছিলেন কে?
উত্তর: জিন্নাহ।

প্রশ্ন: কে মুহাম্মদ আলী জিন্নাহকে হিন্দু-মুসলমান মিলনের অগ্রদূত বলেন?
উত্তর: গোখলে।


১৯৩৫ সালের ভারত শাসন আইন

প্রশ্ন: ভারত শাসন আইন প্রণীত হয় কবে?
উত্তর: ১৯৩৫ সালে।

প্রশ্ন: ১৯৩৫ সালের ভারত শাসন আইন এদেশের কোন্ শাসনব্যবস্থার প্রবর্তন করে?
উত্তর: যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা।

প্রশ্ন: ১৯৩৫ সালের ভারত শাসন আইন প্রণয়ন হয় কিভাবে?
উত্তর: সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে।

প্রশ্ন: ‘ভারত শাসন আইনকে’ জওহরলাল নেহেরু কী নামে অভিহিত করেন?
উত্তর: দাসত্ব।

প্রশ্ন: র‌্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা শর্ত প্রবর্তন করেন কবে?
উত্তর: ১৯৩২ সালে।

প্রশ্ন: বাংলার কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য প্রথম রাজনীতিবিদ কে ছিলেন?
উত্তর: এ. কে. ফজলুল হক।

প্রশ্ন: ভারতের রাজনীতির উল্লেখযোগ্য পরিবর্তনের মূলে কি ছিল?
উত্তর: ১৯৩৫ সালের ভারত শাসন আইন।

প্রশ্ন: বাংলার কৃষক সম্প্রদায়ের অধিকাংশ কি ছিল?
উত্তর: মুসলমান।

প্রশ্ন: প্রথম জীবনে এ. কে. ফজলুল হক কি করতেন?
উত্তর: সরকারি চাকরি।

প্রশ্ন: কে ১৯১৪ সালে জামালপুর জেলার কামারের চরে কৃষক সম্মেলন আয়োজন করেন?
উত্তর: খোশ মুহম্মদ সরকার।

প্রশ্ন: কামারের চর জায়গাটি কোথায়?
উত্তর: জামালপুরে।

প্রশ্ন: ১৯৩৬ সালে নবগঠিত কৃষক প্রজা পার্টির সভাপতি কে ছিলেন?
উত্তর: এ. কে. ফজলুল হক।

প্রশ্ন: কত সালে ফজলুল হক বাংলার শিক্ষামন্ত্রী নিযুক্ত হন?
উত্তর: ১৯২৪ সালে।

প্রশ্ন: কলকাতায় হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা হয় কত সালে?
উত্তর: ১৯২৬ সালে।

প্রশ্ন: নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠিত হয় কবে?
উত্তর: ১৯২৯ সালে।

প্রশ্ন: নিখিল বঙ্গ প্রজা সমিতির প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর: স্যার আব্দুর রহিম।

প্রশ্ন: ১৯৩৫ সালে প্রজা সমিতির সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ময়মনসিংহে।

প্রশ্ন: নিখিল বঙ্গ প্রজা সমিতির নতুন কি নামকরণ করা হয়?
উত্তর: কৃষক প্রজা পার্টি।

প্রশ্ন: কৃষক প্রজা পার্টি গঠিত হয়েছিল কোথায়?
উত্তর: ঢাকায়।

প্রশ্ন: কৃষক প্রজা পার্টির সম্পাদক কে ছিলেন?
উত্তর: শামসুদ্দিন আহমেদ।

প্রশ্ন: কৃষক-প্রজা পার্টির মূল দাবি কি ছিল?
উত্তর: বিনা ক্ষতিপূরণে জমিদারী প্রথার অবসান।

No comments:

Post a Comment