Thursday, November 15, 2018

জাতীয়তাবাদী আন্দোলন ও বঙ্গভঙ্গ


ইন্ডিয়া লীগ

প্রশ্ন: ভারতীয় জনগণের রাজনৈতিক জাগরণের প্রথম ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
উত্তর: ইন্ডিয়া লীগ গঠন।

প্রশ্ন: ইন্ডিয়া লীগের প্রতিষ্ঠাতা ছিলেন কে?
উত্তর: শিশিরকুমার ঘোষ, কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়সহ কয়েকজন বিশিষ্ট নেতা।


ইন্ডিয়ান এসোসিয়েশন

প্রশ্ন: ইন্ডিয়ান এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৮৭৬ সালে।

প্রশ্ন: কোন্ আইনের মাধ্যমে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা প্রদান করা হয়েছিল?
উত্তর: ‘ইলবার্ট বিল’- এর মাধ্যমে।

প্রশ্ন: ‘ইন্ডিয়ান এসোসিয়েশন’ কে, কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ১৮৭৬ সালে।

প্রশ্ন: ইন্ডিয়ান এসোসিয়েশনের সাফল্য কি ছিল?
উত্তর: ভারতীয় দাবি দাওয়ার প্রেক্ষিতে ‘সিভিল সার্ভিস বিধি’ সংশোধন এবং শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে জাতীয় চেতনার সঞ্চার।


কংগ্রেস

প্রশ্ন: ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২৮ ডিসেম্বর ১৮৮৫।

প্রশ্ন: কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: অবসরপ্রাপ্ত ইংরেজ সিভিলিয়ান অ্যালান অক্টোভিয়ান হিউম।

প্রশ্ন: কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়?
উত্তর: ২৮-৩১ ডিসেম্বর ১৮৮৫, ভারতের মুম্বাইয়ে। সভাপতিত্ব করেন বাঙালি ব্যারিস্টার উমেশ ব্যানার্জি।

প্রশ্ন: কোন্ কোন্ অঞ্চল নিয়ে ‘বাংলা প্রেসিডেন্সি’ গঠিত হয়েছিল?
উত্তর: বাংলা, বিহার ও উড়িষ্যার সমগ্র এলাকা এবং ছোট নাগপুর।

প্রশ্ন: কংগ্রেস কোন্ নীতিতে ব্রিটিশবিরোধী আন্দোলন করতে থাকে?
উত্তর: ‘অখণ্ড ভারত’ নীতিতে।

প্রশ্ন: ভারতে সাধারণ নির্বাচনের নির্দেশ কে, কবে দেন?
উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী মি. ক্লিমেন্ট এটলি; ১৯৪৬ সালে।


বঙ্গভঙ্গ ও বঙ্গভঙ্গ রদ

প্রশ্ন: বিহার ও উড়িষ্যা সমন্বয়ে বঙ্গপ্রদেশ গঠিত হয় কবে?
উত্তর: ১৭৬৫ সালে।

প্রশ্ন: বঙ্গপ্রদেশের আয়তন কত ছিল?
উত্তর: ১,৮৯,০০০ বর্গমাইল।

প্রশ্ন: বঙ্গপ্রদেশের আয়তন হ্রাসের সুপারিশ করেন কে?
উত্তর: চার্লস গ্র্যান্ট।

প্রশ্ন: বঙ্গভঙ্গের সুনির্দিষ্ট প্রস্তাব সরকারিভাবে উত্থাপিত হয় কত সালে?
উত্তর: ১৯০৩ সালে।

প্রশ্ন: কে বঙ্গভঙ্গকে সমর্থন জানায়?
উত্তর: নওয়াব সলিমুল্লাহ।

প্রশ্ন: বঙ্গভঙ্গের কারণ কি?
উত্তর: কলকাতা থেকে বিশাল আয়তনের বঙ্গ প্রদেশটির প্রশাসনকার্য পরিচালনা দুঃসাধ্য হয়ে ওঠে এবং এজন্য এটিকে বিভক্ত করার প্রয়োজন হয়ে পড়ে।

প্রশ্ন: বঙ্গভঙ্গ কার্যকর হয় কবে?
উত্তর: ১৬ অক্টোবর ১৯০৫।

প্রশ্ন: বঙ্গভঙ্গ করেন কে?
উত্তর: লর্ড কার্জন।

প্রশ্ন: বঙ্গভঙ্গের মাধ্যমে কতটি প্রদেশ সৃষ্টি করা হয় এবং কি কি?
উত্তর: ২টি – ‘পূর্ববঙ্গ ও আসাম’ এবং পশ্চিমবঙ্গ।

প্রশ্ন: নবগঠিত ‘পূর্ববঙ্গ ও আসাম’ প্রদেশের রাজধানী করা হয় কোন্ স্থানকে?
উত্তর: ঢাকা (অনুষঙ্গী সদর দফতর করা হয় চট্টগ্রাম)।

প্রশ্ন: ‘পূর্ববঙ্গ ও আসাম’ প্রদেশের আয়তন কত ছিল?
উত্তর: ১,০৬,৫৪০ বর্গমাইল।

প্রশ্ন: পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী করা হয় কোন্ স্থানকে?
উত্তর: কলকাতা।

প্রশ্ন: বঙ্গভঙ্গের সময় বিহার ও উড়িষ্যা কোন্ প্রদেশের অন্তর্ভূক্ত ছিল?
উত্তর: পশ্চিমবঙ্গ।

প্রশ্ন: বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর কোন্ গানটি রচনা করেন?
উত্তর: আমার সোনার বাংলা (১৯০৫ সালে)।

প্রশ্ন: বাংলাদেশের কোন্ জেলাকে আসামের অন্তর্ভুক্ত করা হয়েছিল?
উত্তর: সিলেট (১৮৫৩ সালে)।

প্রশ্ন: কোন্ তারিখে বঙ্গভঙ্গের প্রতিবাদে হরতাল পালন করা হয়?
উত্তর: ১৬ অক্টোবর ১৯০৫।

প্রশ্ন: বঙ্গভঙ্গ রদ করা হয় কখন?
উত্তর: ১২ ডিসেম্বর ১৯১১।

প্রশ্ন: ব্রিটিশবিরোধী আন্দোলনের কেন্দ্র কোথায় ছিল?
উত্তর: কলকাতা।

প্রশ্ন: বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন শুরু করে কারা?
উত্তর: কংগ্রেস সমর্থক এবং উচ্চবিত্ত ও উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়।

প্রশ্ন: কে প্রথম বঙ্গভঙ্গকে মুসলমানদের স্বার্থের স্বপক্ষে বলে মত প্রকাশ করেন?
উত্তর: নবাব সলিমুল্লাহ।

প্রশ্ন: বঙ্গভঙ্গকে আশীর্বাদ হিসেবে গণ্য করে কোন্ সংসদ?
উত্তর: কলকাতার মুসলিম সাহিত্য সংসদ।

প্রশ্ন: সিমলা ডেপুটেশনে মুসলমান প্রতিনিধিগণ কার সাথে সাক্ষাৎ করেন?
উত্তর: লর্ড মিন্টোর সাথে।

প্রশ্ন: ‘পূর্ববঙ্গ ও আসাম’ প্রদেশে কোন্ ধর্মীয় সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?
উত্তর: মুসলমানরা।

প্রশ্ন: বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ করেন কোন্ ভাইসরয়?
উত্তর: লর্ড হার্ডিঞ্জ।

প্রশ্ন: ‘বেঙ্গল বা বাংলা প্রদেশ’ কবে সৃষ্টি হয়?
উত্তর: পূর্ব ও পশ্চিম বাংলাকে একত্রিত করে কলকাতাকে রাজধানী করে বঙ্গভঙ্গ রদের পর থেকে।

প্রশ্ন: কোন্ ভাইসরয় ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কবে?
উত্তর: ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ, ১৯১১ সালে।


বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলন

বয়কট ও স্বদেশী আন্দোলন
প্রশ্ন: স্বদেশী আন্দোলন পরিচালিত হয়েছিল কাদের বিরুদ্ধে?
উত্তর: ব্রিটিশদের বিরুদ্ধে।

প্রশ্ন: বয়কট কি?
উত্তর: বিদেশি (বিলেতি) দ্রব্য বর্জন ও স্বদেশী দ্রব্য গ্রহণ।

প্রশ্ন: বঙ্গভঙ্গের প্রতিবাদে যে আন্দোলন গড়ে ওঠে তাকে সাধারণভাবে কি বলা হয়?
উত্তর: স্বদেশী আন্দোলন।

প্রশ্ন: স্বদেশী আন্দোলন কয়টি পর্যায়ে বিভক্ত ছিল?
উত্তর: চারটি।

প্রশ্ন: স্বদেশী আন্দোলন কত সালে গড়ে ওঠে?
উত্তর: ১৯০৫ সালে।

প্রশ্ন: ‘স্বদেশ বান্ধব’ কোন্ স্থানের সংগঠন?
উত্তর: বরিশালের।

প্রশ্ন: সাধনা সংগঠন কোন্ এলাকায় প্রতিষ্ঠিত হয?
উত্তর: ময়মনসিংহ।

প্রশ্ন: কে বাংলার চারণ কবি ছিলেন?
উত্তর: মুকুন্দ দাস।

প্রশ্ন: ‘পরোনা রেশমী চুরি, বঙ্গনারী, কভু হাতে আর পরোনা’ – এ গানটি কে গাইতেন?
উত্তর: মুকুন্দ দাস।


স্বদেশী আন্দোলন

প্রশ্ন: ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি যে গাড়িতে বোমা মেরেছিলেন তাতে নিহত হয় কারা?
উত্তর: এক ইংরেজ স্ত্রী ও কন্যা।

প্রশ্ন: বৈপ্লবিক আন্দোলন কত সাল হতে পরিচালিত হয়?
উত্তর: ১৯০৬ সালে।

প্রশ্ন: ব্রিটিশদের দৃষ্টিতে সশস্ত্র বিপ্লবী আন্দোলন কি?
উত্তর: সন্ত্রাসী আন্দোলন।

প্রশ্ন: বঙ্গভঙ্গের বিরুদ্ধে বৈপ্লবিক আন্দোলন কে শুরু করে?
উত্তর: কংগ্রেস।

প্রশ্ন: এন্ড্রু ফ্রেজার কত সালে বাংলার গভর্নর ছিলেন?
উত্তর: ১৯০৮ সালে।

প্রশ্ন: কিংসফোর্ড কে ছিলেন?
উত্তর: ম্যাজিস্ট্রেট।

প্রশ্ন: বিহারে মোজাফফরপুরে কার গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে কে?
উত্তর: ক্ষুদিরাম।

প্রশ্ন: কাকে হত্যা প্রচেষ্টার জন্য ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল?
উত্তর: কিংসফোর্ডকে।

প্রশ্ন: ফাঁসির ভয়ে কে আত্মহত্যা করেন?
উত্তর: প্রফুল্ল চাকী।

প্রশ্ন: লর্ড হার্ডিঞ্জ কোন্ নীতি গ্রহণ করেছিলেন?
উত্তর: আপোষ নীতি।

প্রশ্ন: ১৯১০ সালের শেষের দিকে ভারতের নতুন ভাইসরয় হিসেবে ক্ষমতা গ্রহণ করেন কে?
উত্তর: লর্ড হার্ডিঞ্জ।

প্রশ্ন: ১৯১১ সালে দরবার কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: দিল্লিতে।

প্রশ্ন: ব্রিটিশ ভারতের রাজধানী কোথায় ছিল?
উত্তর: দিল্লি।

প্রশ্ন: ১৯১১ সালে সম্রাট পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে কি ঘোষণা দেয়া হয়?
উত্তর: বঙ্গভঙ্গ রদ আইন।

প্রশ্ন: বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে?
উত্তর: রাজা পঞ্চম জর্জ।

প্রশ্ন: বঙ্গভঙ্গ রদ ঘোষিত হয় কোথায়?
উত্তর: দিল্লিতে।


অহিংস ও অসহযোগ আন্দোলন

প্রশ্ন: অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক কে?
উত্তর: মহাত্মা গান্ধী (মোহনদাস করমচাঁদ গান্ধী)।

প্রশ্ন: মোহনদাস করমচাঁদ গান্ধী কবে ভারতের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন?
উত্তর: ১৯১৭ সালে।

প্রশ্ন: গণ-আন্দোলন রচনায় গান্ধীর কৌশল কি ছিল?
উত্তর: অহিংস অসহযোগ, অহিংস আইন অমান্য ও বিলেতি দ্রব্য বর্জন।

প্রশ্ন: অসহযোগ আন্দোলনের সময়কাল কত?
উত্তর: ১৯২০-১৯২২ সাল।

প্রশ্ন: অসহযোগ আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল?
উত্তর: ব্রিটিশ সরকারের সাথে অসহযোগিতার মাধ্যমে অচলাবস্থা সৃষ্টি করে সরকারকে জনগণের দাবি মেনে নিতে বাধ্য করা।

প্রশ্ন: গান্ধীজী অসহযোগ আন্দোলন বন্ধ করতে বাধ্য হন কেন?
উত্তর: আন্দোলনের নামে হিংসাত্মক ঘটনা ঘটানোর প্রেক্ষিতে।

প্রশ্ন: কোন্ কোন্ অঞ্চল নিয়ে ‘বাংলা প্রেসিডেন্সি’ গঠিত হয়েছিল?
উত্তর: বাংলা, বিহার ও উড়িষ্যার সমগ্র এলাকা এবং ছোট নাগপুর।

প্রশ্ন: ব্রিটিশবিরোধী আন্দোলন ‘ভারত ছাড় (Quit India)’ কার নেতৃত্বে ও কবে শুরু হয়?
উত্তর: গান্ধীর নেতৃত্বে; ১৯৪২ সালের আগস্ট মাসে।


খিলাফত আন্দোলন

প্রশ্ন: খিলাফত আন্দোলন কি?
উত্তর: ব্রিটিশবিরোধী ভারত উপমহাদেশের মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে তুর্কি সাম্রাজ্য রক্ষার জন্য যে আন্দোলন করে তাই খিলাফত আন্দোলন।

প্রশ্ন: খিলাফত আন্দোলনের প্রধান নেতা কে কে ছিলেন?
উত্তর: মওলানা মুহাম্মদ আলী ও মওলানা শওকত আলী।

প্রশ্ন: পবিত্র মক্কা ও মদিনা খ্রিস্টানদের করতলগত হওয়ার আশঙ্কায় ভারতের মুসলমানরা খিলাফত দিবস পালন করে কবে?
উত্তর: ৭ অক্টোবর ১৯১৯।

প্রশ্ন: কোন্ আন্দোলন ভারত উপমহাদেশের মুসলমানদের মধ্যে একতা দৃঢ় করে রাজনৈতিক সচেতনতার জন্ম দেয়?
উত্তর: খিলাফত আন্দোলন।


মুসলিম লীগ

প্রশ্ন: মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ৩০ ডিসেম্বর ১৯০৬।

প্রশ্ন: মুসলিম লীগের প্রকৃত নাম কি ছিল?
উত্তর: নিখিল ভারত মুসলিম লীগ।

প্রশ্ন: কার উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: নওয়াব সলিমুল্লাহ।

প্রশ্ন: মুসলিম লীগের প্রথম অধিবেশন কোথায়, কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়?
উত্তর: ঢাকায়, নওয়াব ভিকারুলমূলক-এর সভাপতিত্বে।


জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড

প্রশ্ন: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় কবে?
উত্তর: ১৩ এপ্রিল ১৯১৯।

প্রশ্ন: কার নির্দেশে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়?
উত্তর: জেনারেল ডায়ারের নির্দেশে।

প্রশ্ন: কোন্ হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ রবীন্দ্রনাথ ‘নাইট’ উপাধি প্রত্যাখ্যান করেন?
উত্তর: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড।

প্রশ্ন: জালিয়ানওয়ালাবাগ জায়গাটি কোথায় অবস্থিত?
উত্তর: অমৃতসর, পাঞ্জাব।

No comments:

Post a Comment