ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন |
জলপথ আবিষ্কার
প্রশ্ন: ভাস্কো-দা-গামার
আগে কোন্ নাবিক উত্তমাশা অন্তরীপ হয়ে জলপথে পূর্ব দিকে আসার আভাস দেন?
উত্তর: বার্থলোমিউ দিয়াজ।
প্রশ্ন: ভাস্কো-দা-গামা
সর্বপ্রথম ভারতের কোন্ বন্দরে আসেন?
উত্তর: কালিকট বন্দরে
(২৭ মে ১৪৪৮)। [সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম ও দশমে শ্রেণী]
প্রশ্ন: Cape of Good Hope বলতে কি বুঝায়?
উত্তর: উত্তমাশা অন্তরীপ।
প্রশ্ন: উত্তমাশা অন্তরীপ
কোথায় অবস্থিত?
উত্তর: আফ্রিকা মহাদেশের
দক্ষিণ উপকূলে।
প্রশ্ন: ভাস্কো-দা-গামা
কত সালে উত্তমাশা অন্তরীপ ঘুরে ভারতে পৌঁছেন?
উত্তর: ২৭ মে ১৪৪৮।
প্রশ্ন: বাংলায় ইউরোপীয়
বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?
উত্তর: পর্তুগিজ।
পর্তুগিজদের আগমন
প্রশ্ন: পর্তুগিজরা চট্টগ্রাম
বন্দরের নাম দিয়েছিল কি?
উত্তর: পোর্টো গ্রান্ডে।
প্রশ্ন: পর্তুগিজ বণিকরা
সর্বপ্রথম কবে, কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে?
উত্তর: ১৫১৪ সালে; উড়িষ্যার
পিপিলাই বা পিপলি নামক স্থানে।
প্রশ্ন: পর্তুগিজ সমর
অধিনায়ক জাও-ডি-সিলভিয়া কবে নৌবহর নিয়ে চট্টগ্রামে আসেন?
উত্তর: ১৫১৭ সালে।
প্রশ্ন: বাংলার কোন সুলতান
পর্তুগিজদের চট্টগ্রাম ও সপ্তগ্রামে (হুগলি) বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন?
উত্তর: সুলতান মাহমুদ
শাহ (১৫৩৬ সালে)।
প্রশ্ন: কেন সুলতান মাহমুদ
শাহ পর্তুগিজদের কুঠি নির্মাণে অনুমতি দেন?
উত্তর: শেরশাহের বিরুদ্ধে
পর্তুগিজদের সাহায্য পাওয়ার জন্য।
প্রশ্ন: পর্তুগিজরা কবে
চট্টগ্রাম ও সাঁতগাঁওয়ে শুল্কঘাঁটি কুঠি নির্মাণের অনুমতি পায়?
উত্তর: ১৫৩৮ সালে।
প্রশ্ন: পর্তুগিজরা কবে,
কোথায় স্থায়ীভাবে বাণিজ্য কুঠি স্থাপন করে?
উত্তর: ১৫৭৯ সালে, হুগলি
বন্দরে।
প্রশ্ন: কার অনুমতিক্রমে
পর্তুগিজরা হুগলিতে স্থায়ীভাবে বাণিজ্য কুঠি স্থাপন করে?
উত্তর: আকবর।
প্রশ্ন: আইন-ই-আকবরী’র
বর্ণনানুসারে কত সালে হুগলি ও সপ্তগ্রাম পর্তুগিজদের দখলে ছিল?
উত্তর: ১৫৮৭ সালে।
প্রশ্ন: পর্তুগিজ জলদস্যুদের
অধিকারভূক্ত ছিল চট্টগ্রামের কোন্ স্থান?
উত্তর: সন্দ্বীপ।
প্রশ্ন: আরাকানের রাজা
কবে পর্তুগিজদের দিয়াঙ্গার ঘাঁটিটি বিধ্বস্ত করেন?
উত্তর: ১৬০৭ সালে।
প্রশ্ন: পর্তুগিজ ধর্ম
প্রচারকরা কোন্ ধর্ম প্রচার করতেন?
উত্তর: খ্রিস্টান ধর্ম।
প্রশ্ন: আরাকানের রাজা
কবে সন্দ্বীপের ফিরিঙ্গী অধিনায়ক গঞ্জলিসকে বিতাড়িত করে সন্দ্বীপ দখল করেন?
উত্তর: ১৬১৬ সালে।
প্রশ্ন: সম্রাট শাহজাহানের
আদেশে মোগল বাহিনী কখন হুগলি আক্রমণ করে পর্তুগিজদের বিতাড়িত করেন?
উত্তর: ১৬৩২ সালে।
প্রশ্ন: ভারতে ইউরোপীয়দের
প্রথম দুর্গ ছিল কোনটি?
উত্তর: কোচিন।
প্রশ্ন: ভারতবর্ষে পর্তুগিজদের
প্রথম গভর্নর কে ছিলেন?
উত্তর: ফ্রান্সিসকো ডি
আলমেইদা।
প্রশ্ন: ভারতে পর্তুগিজ
পুরুষ ও ভারতীয় নারীদের মধ্যে মিশ্র বিবাহের প্রবর্তীক কে?
উত্তর: আলবুকার্ক।
প্রশ্ন: পর্তুগিজরা বাংলাদেশে
কি নামে পরিচিত ছিল?
উত্তর: ফিরিঙ্গী।
প্রশ্ন: কে বাংলা থেকে
পর্তুগিজদের বিতাড়িত করেন?
উত্তর: কাসিম খান জুয়িনী।
প্রশ্ন: কে চট্টগ্রাম
দখল করে সেখান থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন?
উত্তর: শায়েস্তা খান।
ডাচ বা ওলন্দাজদের আগমন
প্রশ্ন: নেদারল্যান্ডসের
(হল্যান্ড) অধিবাসী ডাচ বা ওলন্দাজরা কবে ভারতবর্ষে আসে?
উত্তর: ১৬০২ সালে।
প্রশ্ন: কবে কোন্ যুদ্ধে
ওলন্দাজরা ইংরেজদের কাছে পরাজিত হয়?
উত্তর: ১৭৫৯ খ্রিস্টাব্দে,
বিদারার যুদ্ধে।
প্রশ্ন: কখন, কোথায় ওলন্দাজরা
প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন?
উত্তর: ১৬২৫ সালে, হুগলির
কাছে চুঁচড়ায়।
প্রশ্ন: মসলার ব্যবসায়
কারা শ্রেষ্ঠ ছিল?
উত্তর: ওলন্দাজ বণিকগণ।
প্রশ্ন: ইন্দোনেশিয়াতে
কারা উপনিবেশ স্থাপন করেছিল?
উত্তর: ডাচ বা ওলন্দাজরা।
প্রশ্ন: ওলন্দাজরা কবে
ভারতবর্ষ ত্যাগ করে?
উত্তর: ১৮০৫ সালে।
ডেনিশদের আগমন
প্রশ্ন: ডেনমার্কের অধিবাসী
দিনেমাররা কবে, কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে?
উত্তর: ভারতের তাঞ্জোর
জেলার ত্রিবাঙ্কুর (১৬২০ সালে) এবং বাংলার শ্রীরামপুরে (১৬৭৬ সালে)।
প্রশ্ন: দিনেমাররা কবে,
কার কাছে বাণিজ্য কুঠি বিক্রি করে ভারতবর্ষ ত্যাগ করে?
উত্তর: ১৮৪৫ সালে; ইংরেজদের
কাছে।
ইংরেজদের আগমন
প্রশ্ন: ব্রিটিশ বা ইস্ট
ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়?
উত্তর: ১৬০০ সালে।
প্রশ্ন: ইংরেজরা কখন সর্বপ্রথম
বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপনে উদ্যোগ শুরু করে?
উত্তর: ১৬১৬ সালে।
প্রশ্ন: কবে, কোন সম্রাটের
সাথে চুক্তির মাধ্যমে ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করে?
উত্তর: ১৬২৩ সালে; মোগল
সম্রাট জাহাঙ্গীর।
প্রশ্ন: ইংরেজ কোম্পানি
কখন বাংলাদেশে যথার্থভাবে ব্যবসা-বাণিজ্যের সূত্রপাত ঘটায়?
উত্তর: ১৬৬১-৬২ সালে।
প্রশ্ন: বাংলাদেশে ইংরেজদের
সাথে মোগলদের সংঘর্ষ বাঁধে কখন?
উত্তর: ১৬৮৬ সালে।
প্রশ্ন: কত সালে ইংরেজ
ও মোগলদের মধ্যে শান্তি স্থাপিত হয়?
উত্তর: ১৬৯০ সালে।
প্রশ্ন: ব্যবসায়িক সম্ভাব্যতা
যাচাইয়ের জন্য র্যালফ কিচ কবে ভারতবর্ষ ও ব্রহ্মদেশ পর্যটন করেন?
উত্তর: ১৫৯১ সালে।
প্রশ্ন: ইংল্যান্ডের রানী
এলিজাবেথের নিকট থেকে অনুরোধপত্র নিয়ে কোন্ ইংরেজ সম্রাট আকবরের দরবারে আসেন?
উত্তর: জন মিলড্রেন হল।
প্রশ্ন: কলিকাতা নগরীর
পত্তন হয় কার নেতৃত্বে?
উত্তর: জব চার্নক।
প্রশ্ন: ক্যাপ্টেন হকিন্স
কার সুপারিশপত্র নিয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আগমন করেন?
উত্তর: ইংল্যন্ডের রাজা
প্রথম জেমসের (১৬০৮ সালে)।
প্রশ্ন: ক্যাপ্টেন হকিন্সের
আবেদনক্রমে সম্রাট জাহাঙ্গীর কোথায় ইংরেজদের বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন?
উত্তর: সুরাটে (বাণিজ্য
কুঠি স্থাপিত হয় ১৬১২ সালে)।
প্রশ্ন: বন্দিবাসের যুদ্ধে
ইংরেজ সেনাপতি কে ছিলেন?
উত্তর: আয়ারকুট।
প্রশ্ন: কে কবে রাজা প্রথম
জেমসের দূত হয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন?
উত্তর: টমাস রো, ১৬১৫
সালে।
প্রশ্ন: ১৬১৮ থেকে ১৬২১
সালের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃপক্ষ কোন্ দুজন ইংরেজকে বাংলার বাণিজ্য সম্ভাবনা
তদন্তের জন্য পাটনায় প্রেরণ করে?
উত্তর: হিউগেন ও পার্কার।
প্রশ্ন: কোন মুঘল সম্রাটের
সাথে এক চুক্তির ফলে ইংরেজ কোম্পানি বাংলাদেশ ও মুঘল সাম্রাজ্যের সর্বত্র বিনা শুল্কে
বাণিজ্য করার অধিকার লাভ করে?
উত্তর: সম্রাট জাহাঙ্গীর।
প্রশ্ন: ১৬৮৭ সালে কোন
ইংরেজ ক্যাপ্টেনের নেতৃত্বে একটি নৌবহর ইংল্যান্ড থেকে ভারতবর্ষে উপস্থিত হয়ে চট্টগ্রাম
আক্রমণ করে?
উত্তর: ক্যাপ্টেন হিথের
নেতৃত্বে।
প্রশ্ন: কোন্ ইংরেজের
নেতৃত্বে সুতানটিতে ইংরেজ বসতি স্থাপিত হয়?
উত্তর: জব চার্নক-এর নেতৃত্বে।
প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া
কোন্পানি মাদ্রাজ থেকে পৃথকভাবে বাংলাকে একটি স্বতন্ত্র প্রেসিডেন্সিতে পরিণত করে?
উত্তর: ১৭০০ সালে।
প্রশ্ন: ভারতে ব্রিটিশ
শাসনের সূত্রপাত ঘটে কোন্ দুর্গকে কেন্দ্র করে?
উত্তর: ফোর্ট উইলিয়াম
দুর্গ (নির্মাণ ১৭০০ সালে)।
প্রশ্ন: ফোর্ট উইলিয়াম
দুর্গটি নির্মিত হয় কোথায়?
উত্তর: কলকাতায়।
প্রশ্ন: কোন্ মুঘল সম্রাট
ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিজস্ব মুদ্রা প্রবর্তনের অধিকার প্রদান করেন?
উত্তর: সম্রাট ফররুখ শিয়ার।
প্রশ্ন: বঙ্গ দেশে ইংরেজদের
প্রথম বাণিজ্য কুঠি নির্মিত হয় কোথায়?
উত্তর: উড়িষ্যার অন্তর্গত
পিপিলাই বা পিপলি নামক গ্রামে; ১৬৩৩ সালে।
প্রশ্ন: বাংলার সুবেদার
শাহ সুজার অনুমোদন লাভ করে কবে ইংরেজরা হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করে?
উত্তর: ১৬৫৮ সালে।
ফরাসিদের আগমন
প্রশ্ন: ফরাসি ইস্ট ইন্ডিয়া
কোম্পানি কবে গঠিত হয়?
উত্তর: ১৬৬৪ সালে।
প্রশ্ন: কে ফরাসি ইস্ট
ইন্ডিয়া গঠন করেন?
উত্তর: ফরাসি রাজ চতুর্দশ
লুই-এর অর্থ সচিব কোলবাট।
প্রশ্ন: ফরাসিরা সর্বপ্রথম
ভারতের কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে?
উত্তর: সুরাটে (১৬৬৭ সালে)।
প্রশ্ন: ফরাসিরা কবে,
কোথায় দ্বিতীয় বাণিজ্য কুঠি স্থাপন করে?
উত্তর: ১৬৬৯ সালে, মুসলিপট্টমে।
প্রশ্ন: ইউরোপের জাতিগুলোর
মধ্যে সর্বশেষ কোন্ জাতি ভারতে বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল?
উত্তর: ফরাসি।
প্রশ্ন: ফরাসিরা বাংলা,
বিহার, উড়িষ্যায় বাণিজ্য অধিকার লাভ করে কবে?
উত্তর: ১৬৯৩ সালে।
প্রশ্ন: ফরাসিরা কবে পণ্ডিচেরিতে
উপনিবেশ স্থাপন করে?
উত্তর: ১৬৭৩ সালে।
প্রশ্ন: কার নেতৃত্বে
ফরাসিরা প্রথম সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল?
উত্তর: ফ্রাঁসোয়া ক্যারন।
প্রশ্ন: কবে, কার কাছ
থেকে ফরাসি চন্দননগরে কুঠি স্থাপনের অধিকার পায়?
উত্তর: ১৬৭৪ সালে; বাংলার
শাসনকর্তা শায়েস্তা খান।
প্রশ্ন: ওলন্দাজরা কবে
ফরাসিদের কাছ থেকে পণ্ডিচেরি দখল করে?
উত্তর: ১৬৯৩ সালে (১৬৯৭
সালে রাইসউইক সন্ধির মাধ্যমে আবার ফেরত পায়)।
No comments:
Post a Comment