Tuesday, October 9, 2018

বাংলাদেশের জনসংখ্যা

Population


প্রশ্ন: ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কোন্ হারে?
উত্তর: জ্যামিতিক হারে (১, ২, ৪, ৮, ১৬, ...... )।

প্রশ্ন: ম্যালথাসের মতে খাদ্যের উৎপাদন বাড়ে কোন্ হারে?
উত্তর: গাণিতিক হারে (১, ২, ৩, ৪, ৫, ৬, ...... )।

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে উঁচু জনবসতি কোথায়?
উত্তর: পাসিংপাড়া (উচ্চতা ৩,০৬৪ ফুট)। এটি কেওক্রাডং পর্বতে মুরং আদিবাসী অধ্যুষিত জনবসতি।

প্রশ্ন: বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
উত্তর: ১৫ কোটি ৮৯ লাখ [ অর্থনৈতিক সমীক্ষা ২০১৭]; ১৪ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন [পঞ্চম আদমশুমারি ২০১১] ও ১৬ কোটি ৪৭ লাখ [UNEPA 2017]।

প্রশ্ন: জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বের কততম দেশ?
উত্তর: অষ্টম (এশিয়ায় পঞ্চম ও সার্কভূক্ত দেশের মধ্যে তৃতীয়) [UNEPA 2017]।

প্রশ্ন: বাংলাদেশের নারী-পুরুষের অনুপাত কত?
উত্তর: ১০০:১০০.৩ [অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ ও আদমশুমারি ২০১১]।

প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর: ১.৩৭% [অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ ও পঞ্চম আদমশুমারি ২০১১]।

প্রশ্ন: প্রতি বর্গকিমি-এ বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর: ১,০৭৭ জন [অর্থনৈতিক সমীক্ষা ২০১৭] ও ১,০১৫ জন [পঞ্চম আদমশুমারি ২০১১]।

প্রশ্ন: প্রতি হাজারে স্থুল জন্মহার কত?
উত্তর: ১৮.৮ জন [অর্থনৈতিক সমীক্ষা ২০১৭]।

প্রশ্ন: প্রতি হাজারে স্থুল মৃত্যুহার কত?
উত্তর: ৫.১ জন [অর্থনৈতিক সমীক্ষা ২০১৭]।

প্রশ্ন: বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
উত্তর: ৭০.৯ বছর [অর্থনৈতিক সমীক্ষা ২০১৭]।

প্রশ্ন: বাংলাদেশের পুরুষের গড় আয়ুষ্কাল কত?
উত্তর: ৬৯.৪ বছর [অর্থনৈতিক সমীক্ষা ২০১৭]।

প্রশ্ন: বাংলাদেশের নারীদের গড় আয়ুষ্কাল কত?
উত্তর: ৭২.৩ বছর [অর্থনৈতিক সমীক্ষা ২০১৭]।

প্রশ্ন: বাংলাদেশের শহরে জনসংখ্যা কতভাগ?
উত্তর: ৩৪.৩% [মানব উন্নয়ন রিপোর্ট ২০১৬]

প্রশ্ন: কোনো দেশের জনসংখ্যাকে আনুষ্ঠানিকভাবে গণনা করাকে কি বলে?
উত্তর: আদমশুমারি।

প্রশ্ন: আদমশুমারি পরিচালনা করে কোন্ সংস্থা?
উত্তর: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

প্রশ্ন: স্বাধীনতার পর প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৪ সালে।

প্রশ্ন: অবিভক্ত বাংলায় প্রথম কখন আদমশুমারি শুরু হয়?
উত্তর: ১৮৭২ সালে।

প্রশ্ন: বাংলায় প্রথম দশ বছর ভিত্তিক আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৮৭২ সালে।

প্রশ্ন: আদমশুমারি কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
উত্তর: ১০ বছর।

প্রশ্ন: পঞ্চম আদমশুমারি ও গৃহণনা কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৫-১৯ মার্চ ২০১১।

প্রশ্ন: পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট কবে প্রকাশ করা হয়?
উত্তর: ১৬ জুলাই ২০১২।

প্রশ্ন: প্রথম জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় কবে?
উত্তর: ১৯৭৬।

No comments:

Post a Comment