Monday, October 8, 2018

বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু

weather and climate


প্রশ্ন: আবহাওয়া বলতে কি বোঝায়?
উত্তর: ভূ-পৃষ্ঠের কোনো স্থানের কয়েকদিনের (কমপক্ষে এক সপ্তাহ) বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে উক্ত স্থানের আবহাওয়া বলে।

প্রশ্ন: জলবায়ু কি?
উত্তর: কোনো নির্দিষ্ট অঞ্চলের অন্তত ৩০-৩৫ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে।

প্রশ্ন: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ইংরেজি নাম কি?
উত্তর: Bangladesh Meteorological Department (BMD).

প্রশ্ন: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন্ মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রশ্ন: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: আগাওগাঁও, ঢাকা।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র কোথায়, কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: চট্টগ্রামে, ১৯৫৪ সালে।

প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে কতটি ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে?
উত্তর: ৪টি- চট্টগ্রাম, ঢাকা, রংপুর ও সিলেট।

প্রশ্ন: বাংলাদেশে কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র কতটি?
উত্তর: ১২টি।

প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে কতটি রাডার স্টেশন রয়েছে?
উত্তর: ৫টি (এর মধ্যে ৩টি ডপলার রাডার স্টেশন)।

প্রশ্ন: বাংলাদেশের রাডার স্টেশনগুলো কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা, রংপুর, কক্সবাজার, খেপুপাড়া (পটুয়াখালী), মৌলভীবাজার।

প্রশ্ন: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র কতটি?
উত্তর: ২টি- ঢাকা ও চট্টগ্রাম।

প্রশ্ন: বাংলাদেশ কোন্ অঞ্চলের অন্তর্গত?
উত্তর: ক্রান্তীয় অঞ্চলের।

প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু সাধারণভাবে কি নামে পরিচিত?
উত্তর: ক্রান্তীয় মৌসুমী জলবায়ু।

প্রশ্ন: বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য কি?
উত্তর: তাপ, বায়ুর চাপ, আর্দ্রতা, নাতিশীতোষ্ণতা এবং সুস্পষ্ট ঋতুগত বৈচিত্র্য।

প্রশ্ন: মৌসুমী বায়ুর প্রভাবে এ দেশে কখন বৃষ্টিপাত হয়?
উত্তর: জুন মাস থেকে অক্টোবর পর্যন্ত।

প্রশ্ন: বাংলাদেশ কোন্ ঋতুর দেশ হিসেবে পরিচিত?
উত্তর: ষড়ঋতুর।

প্রশ্ন: বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত?
উত্তর: ২৬.০১ সেলসিয়াস। [সূত্র: মাধ্যমিক ভূগোল]

প্রশ্ন: জানুয়ারি মাসে বাংলাদেশের গড় তাপমাত্রা কত?
উত্তর: ১৮ সেলসিয়াস (সর্বোচ্চ ২৯ সে. ও সর্বনিম্ন ১১ সে.)।

প্রশ্ন: শীতকালে বায়ুপ্রবাহের দিক কি?
উত্তর: উত্তর-পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয়?

প্রশ্ন: কোন্ সময়ে বাংলাদেশে বায়ুর আর্দ্রতা কম থাকে?
উত্তর: শীতকালে।

প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু মোটামুটি কিরূপ?
উত্তর: সমভাবাপন্ন।

প্রশ্ন: বাংলাদেশের গড় বৃষ্টিপাত কত?
উত্তর: ২০৩ সেন্টিমিটার [সূত্র: মাধ্যমিক ভূগোল]।

প্রশ্ন: বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোন্ স্টেশনে রেকর্ড করা হয়?
উত্তর: সিলেট।

প্রশ্ন: বাংলাদেশের কোন্ অঞ্চল বেশি খরাপ্রবণ?
উত্তর: উত্তর-পশ্চিম অঞ্চল।



দেশের ৪৩ আবহাওয়া স্টেশন
ঢাকা বিভাগ: 
ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও নিকলী (কিশোরগঞ্জ)

ময়মনসিংহ বিভাগ: 
ময়মনসিংহ ও নেত্রকোনা

চট্টগ্রাম বিভাগ: 
চট্টগ্রাম, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদী কোর্ট, ফেনী, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া ও টেকনাফ

সিলেট বিভাগ: 
সিলেট ও শ্রীমঙ্গল

রাজশাহী বিভাগ:
রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, বদলগাছি ও তারাশ

রংপুর বিভাগ: 
রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, তেঁতুলিয়া, ডিমলা ও রাজারহাট

খুলনা বিভাগ: 
খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুমারখালী

বরিশাল বিভাগ: 
বরিশাল, পটুয়াখালী, খেপুপাড়া ও ভোলা



স্পারসো (SPARRSO)
প্রশ্ন: স্পারসো কি?
উত্তর: মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন সংস্থা। এটি ঘূর্ণিঝড় এবং দুর্যোগের ক্ষেত্রেও বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র।

প্রশ্ন: SPARRSO এর পূর্ণ রূপ কি?
উত্তর: Space Research and Remote Searching Organization.

প্রশ্ন: স্পারসো কোন্ মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রশ্ন: স্পারসো কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৮০ সালে।

প্রশ্ন: স্পারসো-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: আগারগাঁও, ঢাকা।

No comments:

Post a Comment