Wednesday, October 10, 2018

বাংলাদেশের উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

Tribal

প্রশ্ন: বাংলাদেশের মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা কত?
উত্তর: ১৫,৮৬,১৪১ [পঞ্চম আদমশুমারি ২০১১]।

প্রশ্ন: বাংলাদেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পুরুষ ও নারী জনসংখ্যা কত?
উত্তর: পুরুষ ৭,৯৭,৪৭৭ (৫০.২৮%) ও নারী ৭,৮৮,৬৬৪ (৪৯.৭২%)।

প্রশ্ন: বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মোট জনসংখ্যার কত ভাগ?
উত্তর: ১.১০% [পঞ্চম আদমশুমারি ২০১১]।

প্রশ্ন: বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কত?
উত্তর: ৪৫টি।

প্রশ্ন: বাংলাদেশের কোন্ দুটি উপজাতি বা নৃ-গোষ্ঠীর পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক?
উত্তর: খাসি/খাসিয়া ও গারো।

প্রশ্ন: কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইসলাম ধর্মাবলম্বী?
উত্তর: পাঙন।

প্রশ্ন: মগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাহাড়ি এলাকায় কি নামে পরিচিত?
উত্তর: মারমা।

প্রশ্ন: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মগ সমতল এলাকায় কি নামে পরিচিত?
উত্তর: রাখাইন।

প্রশ্ন: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মগ কোন্ বংশোদ্ভূত?
উত্তর: মঙ্গোলীয়।

প্রশ্ন: মগদের আদিনিবাস কোথায় ছিল?
উত্তর: আরাকান (মিয়ানমার)।

প্রশ্ন: খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?
উত্তর: পুঞ্জি।

প্রশ্ন: পার্বত্য চট্টগ্রামে কতটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসতি রয়েছে?
উত্তর: ১১টি। এরা হলো – মারমা, চাকমা, মুরং, ত্রিপুরা, লুসাই, খুমি, বম, খিয়াং, চাক, পাংখোয়া ও তঞ্চঙ্গ্যা। এ ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে একমাত্র বান্দরবান জেলাতে।

প্রশ্ন: পার্বত্য চট্টগ্রামের সার্কেল কতটি?
উত্তর: ৩টি – চাকমা সার্কেল, বোমাং সার্কেল ও মং সার্কেল।

প্রশ্ন: চাকমা সার্কেলের প্রধান কে?
উত্তর: চাকমা রাজা।

প্রশ্ন: বোমাং সার্কেলের প্রধান কে?
উত্তর: বোমাং রাজা।

প্রশ্ন: মং সার্কেলের প্রধান কে?
উত্তর: মং রাজা।

No comments:

Post a Comment