Bangladesh Map |
প্রশ্ন: বাংলাদেশের সীমারেখা কি?
উত্তর: বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ,
মেঘালয় ও আসাম; পূর্বে আসাম, ত্রিপুরা ও মিজোরাম এবং মিয়ানমার; দক্ষিণে বঙ্গোপসাগর
এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।
প্রশ্ন: বাংলাদেশের আয়তন কত?
উত্তর: ১,৪৭,৫৭০ বর্গ কিমি বা ৫৬,৯৭৭ বর্গমাইল।
প্রশ্ন: ১ নটিক্যাল মাইলে কত কিমি?
উত্তর: ১.৮৫২ কিমি।
প্রশ্ন: আয়তনে বাংলাদেশ বিশ্বে কততম?
উত্তর: ৯০তম [সূত্র: ছোটদের বিশ্বকোষ, প্রথম
খণ্ড, পৃ. ৫৯৯]; ৯১তম [সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস]; ৯৫তম [সূত্র: সেন্ট্রাল ইন্টেলিজেন্স
এজেন্সি]।
প্রশ্ন: দক্ষিণ এশিয়ায় আয়তনে বাংলাদেশ কততম?
উত্তর: চতুর্থ।
প্রশ্ন: বাংলাদেশের উত্তরে ভারতের কোন্
কোন্ প্রদেশ অবস্থিত?
উত্তর: পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়।
প্রশ্ন: বাংলাদেশের পূর্বে ভারতের কোন্
কোন্ প্রদেশ অবস্থিত?
উত্তর: আসাম, ত্রিপুরা ও মিজোরাম।
প্রশ্ন: বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমানা
কি?
উত্তর: আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার।
প্রশ্ন: বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন্
প্রদেশ অবস্থিত?
উত্তর: পশ্চিমবঙ্গ।
প্রশ্ন: বাংলাদেশের দক্ষিণের সীমানা কি?
উত্তর: বঙ্গোপসাগর।
প্রশ্ন: বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন্
প্রদেশ রয়েছে?
উত্তর: আন্দামান ও নিকোবর
দ্বীপপুঞ্জ।
No comments:
Post a Comment