Bangladesh Map |
প্রশ্ন:
বাংলাদেশোর ভৌগলিক অবস্থান কি?
উত্তর: ২০০৩৪/ থেকে
২৬০৩৮/ উত্তর অক্ষাংশ এবং ৮৮০০১/ থেকে
৯২০৪১/ পূর্ব দ্রাঘিমাংশ। পূর্ব পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি ৪৪০
কিমি এবং উত্তর-উত্তর পশ্চিম থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি
৭৬০ কিমি।
প্রশ্ন: বাংলাদেশের উত্তর-পূর্ব কোণের উপজেলা
কোনটি?
উত্তর: জকিগঞ্জ (সিলেট)।
প্রশ্ন: বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণের
উপজেলা কোনটি?
উত্তর: টেকনাফ (কক্সবাজার)।
প্রশ্ন: আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে?
উত্তর: ১৮০০ দ্রাঘিমা রেখাকে
অবলম্বন করে সম্পূর্ণভাবে জলভাগের উপর দিয়ে উত্তর-দক্ষিণে প্রসারিত কাল্পনিক রেখাকে
আন্তর্জাতিক তারিখ রেখা বলে।
প্রশ্ন: কবে, কোন্ সম্মেলনে ১৮০০
দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে স্থির করা হয়?
উত্তর: ১৮৮৪ সালে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে
‘দ্রাঘিমা ও সময়’ সম্পর্কিত সম্মেলনে।
প্রশ্ন: ‘ট্রপিক অব ক্যানসার’ কি?
উত্তর: ২৩.৫০ উত্তর অক্ষাংশ।
প্রশ্ন: বাংলাদেশের কোন্ কোন্ জেলার ওপর
দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?
উত্তর: চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি,
ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি।
প্রশ্ন: বাংলাদেশের ওপর দিয়ে যে গুরুত্বপূর্ণ
ভৌগলিক রেখা অতিক্রম করেছে, তার নাম কি?
উত্তর: কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব
ক্যানসার এবং ৯০০ পূর্ব দ্রাঘিমা রেখা।
প্রশ্ন: বাংলাদেশের কোন্ কোন্ জেলার উপর
দিয়ে ৯০০ দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে?
উত্তর: শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ,
ফরিদপুর, মাদারিপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর ও বরগুনা।
প্রশ্ন: বাংলাদেশের কোন্ জেলা কর্কটক্রান্তি
রেখা ও ৯০০ দ্রাঘিমাংশের কেন্দ্রবিন্দুতে অবস্থিত?
উত্তর: ফরিদপুর।
প্রশ্ন: ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত?
উত্তর: চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
প্রশ্ন: বাংলাদেশ কোন্ ভৌগলিক অঞ্চলের অন্তর্গত?
উত্তর: ওরিয়েন্টাল।
No comments:
Post a Comment