Thursday, October 11, 2018

বাংলাদেশে বসবাসকারী প্রধান প্রধান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী


চাকমা
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম নৃ-গোষ্ঠী কোনটি?
উত্তর: চাকমা (দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সাঁওতাল)।

প্রশ্ন: চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কি?
উত্তর: ফেবো (প্রকাশিত হয় ১৯ ফেব্রুয়ারি ২০০৪)।

প্রশ্ন: চাকমা সমাজের প্রধান কে?
উত্তর: চাকমা রাজা।

প্রশ্ন: ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’ সংগঠনটি গঠন করেন কে?
উত্তর: কামিনী মোহন দেওয়ান (১৯১৭) [সূত্র: আদিবাসী জনগোষ্ঠী, এশিয়াটিক সোসাইটি; পৃষ্ঠা-৫৯]।

প্রশ্ন: ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’ পুনঃগঠন করেন কে?
উত্তর: মানবেন্দ্র নারায়ণ লারমা (২৪ জুন ১৯৭২)।

প্রশ্ন: পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয় কবে?
উত্তর: ১৮৬০ সালে।

প্রশ্ন: চাকমারা গ্রামকে কি বলে?
উত্তর: আদাম।

প্রশ্ন: চাকমারা গ্রামের প্রধানকে কি বলে?
উত্তর: কার্বারী।


ত্রিপুরা
প্রশ্ন: ত্রিপুরা জাতি কোন্ বংশোদ্ভুত?
উত্তর: মঙ্গোলীয়।

প্রশ্ন: ত্রিপুরারা কোন ভাষায় কথা বলে?
উত্তর: কক-বরক্।

প্রশ্ন: ত্রিপুরাদের জাতিসত্ত্বা কতটি দফা বা গোত্রে বিভক্ত?
উত্তর: ৩৬টি।

প্রশ্ন: ত্রিপুরাদের প্রধান উৎসবের নাম কি?
উত্তর: বৈসুক। অন্যান্য উৎসব হলো – কের, গোমতী পূজা, খাচীপূজা, হাবা, রাজপূন্যাহ, কাথারক, চুমলাই।

প্রশ্ন: ত্রিপুরা রমণীদের জাতীয় পোশাক কি?
উত্তর: রিনাই ও রিসা।

সাঁওতাল
প্রশ্ন: সাঁওতালরা মূলত কতটি গোত্র বা টোটেমে বিভক্ত?
উত্তর: ১২টি।

প্রশ্ন: সাঁওতালরা তাদের বসবাসের নির্দিষ্ট এলাকাকে কি বলে অভিহিত করে?
উত্তর: দেশ (প্রধানকে বলে দেশপ্রধান)।

প্রশ্ন: সাঁওতালদের বিচারব্যবস্থার সর্বোচ্চ আদালত এর নাম কি?
উত্তর: ল’বীর বা জঙ্গল মহাসভা।

প্রশ্ন: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষক বিদ্রোহ কবে সংগঠিত হয়?
উত্তর: ১৯৫০ সালে।

প্রশ্ন: সাঁওতালদের প্রধান খাদ্য কি?
উত্তর: ভাত।

প্রশ্ন: সাঁওতালদের সমাজে কোন্ বিবাহের প্রচলন রয়েছে?
উত্তর: বিধবা বিবাহ।

প্রশ্ন: সাঁওতালী ভাষায় বিধবাকে কি বলা হয়?
উত্তর: রান্ডি।

প্রশ্ন: সাঁওতালদের প্রধান উৎসব কি?
উত্তর: সোহরাই উৎসব।

প্রশ্ন: সাঁওতালদের ভাষার নাম কি?
উত্তর: সাঁওতালী (এর কোনো লিখিত বর্ণমালা নেই)।

মণিপুরী
প্রশ্ন: মণিপুরী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কবে প্রথম বাংলাদেশে আসে?
উত্তর: ১৭৬৫ সালে।

প্রশ্ন: মণিপুরীদের মধ্যে কতটি শ্রেণী রয়েছে?
উত্তর: ২টি। বিষ্ণুপ্রিয়া ও মৈ তৈ।

প্রশ্ন: বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা কোন ভাষাভাষ?
উত্তর: ইন্দো-এরিয়ান।

প্রশ্ন: মৈ তৈ মণিপুরী কোন্ জনগোষ্ঠীর লোক?
উত্তর: মঙ্গোলীয়।

প্রশ্ন: মণিপুরীদের মধ্যে কতটি ভাষা প্রচলিত রয়েছে?
উত্তর: ২টি। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা ও মৈ তৈ মণিপুরী ভাষা।

প্রশ্ন: মণিপুরীদের প্রধান উৎসব কী?
উত্তর: রাসোৎসব (মহা রাসলীলা)।

প্রশ্ন: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবে, কোথায় পরিভ্রমণ করতে এসে মণিপুরীদের রাসনৃত্য উপভোগ করেন?
উত্তর: ১৯১৯ সালে; শ্রীহট্টে (বর্তমান সিলেট)।

প্রশ্ন: কবে, কোথায় ‘ভানুবিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী কৃষক প্রজা আন্দোলন’ সংগঠিত হয়?
উত্তর: ১৯৪০ সালে, কমলগঞ্জ, সিলেট।

No comments:

Post a Comment