ক্ষুদ্র নৃ-গোষ্ঠী |
প্রশ্ন: মারমাদের সমাজ কাঠামো ও শাসন ব্যবস্থার
কেন্দ্রস্থলে বোমাং সার্কেলের প্রধান কে?
উত্তর: বোমাং রাজা বা বোমাং চিফ।
প্রশ্ন: মং সার্কেলের প্রধান কে?
উত্তর: মং রাজা বা মং চিফ।
প্রশ্ন: মারমাদের লিপিতে বর্ণ সংখ্যা কত?
উত্তর: ৪৫টি (এর মধ্যে ব্যঞ্জনবর্ণ ৩৩টি
ও স্বরবর্ণ ১২টি)।
প্রশ্ন: মারমাদের প্রধান পেশা কি?
উত্তর: জুম চাষ।
প্রশ্ন: রাখাইন কোন্ জনগোষ্ঠীর লোক?
উত্তর: মঙ্গোলীয়।
প্রশ্ন: রাখাইনদের আদিনিবাস কোথায় ছিল?
উত্তর: আরাকান (মিয়ানমার)।
প্রশ্ন: বাংলাদেশি অনেকে রাখাইনদেরকে কি
বলে অভিহিত করে?
উত্তর: মগ।
প্রশ্ন: জলকেলি কাদের উৎসব?
উত্তর: রাখাইন।
প্রশ্ন: রাখাইনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব
কী?
উত্তর: বুদ্ধপূর্ণিমা।
প্রশ্ন: রাখাইন বা মগদের ধর্মীয় ভাষা কোনটি?
উত্তর: পালি।
প্রশ্ন: নৃবিজ্ঞানীদের মতে, গারোরা কোন্
শ্রেণিভূক্ত?
উত্তর: মঙ্গোলীয়।
প্রশ্ন: গারোদের ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি
কি?
উত্তর: জুম চাষ।
প্রশ্ন: গারোদের ভাষার স্থানীয় নাম কী?
উত্তর: মান্দি ভাষা বা গারো ভাষা।
প্রশ্ন: পাঙন বা পাঙালরা কোন্ ধর্মাবলম্বী?
উত্তর: ইসলাম।
প্রশ্ন: পাঙন সমাজ কোন্ তান্ত্রিক?
উত্তর: পিতৃতান্ত্রিক।
প্রশ্ন: পাঙনরা কোন্ ভাষায় কথা বলে?
উত্তর: মৈ তৈ মণিপুরীদের ভাষায়।
প্রশ্ন: হাজংদের প্রধান খাদ্য কি?
উত্তর: ভাত।
প্রশ্ন: হাজংরা কোন্ ধর্মে বিশ্বাসী?
উত্তর: হিন্দু।
প্রশ্ন: কোন্ উপজাতির মধ্যে বিবাহ বিচ্ছেদ,
বহু বিবাহ ও বিধবা বিবাহের প্রচলন রয়েছে?
উত্তর: হাজং।
প্রশ্ন: খিয়াং অর্খ কি?
উত্তর: ইচ্ছা।
প্রশ্ন: খিয়াংরা নিজেদের কি বলে?
উত্তর: হ্যউ (Hiou)।
প্রশ্ন: খিয়াংরা কোথা থেকে এসেছে?
উত্তর: আরাকান-ইয়োমা উপত্যকা হতে এসেছে।
প্রশ্ন: খিয়াংদের প্রধান ধর্মীয় উৎসব কি?
উত্তর: সাংলান।
No comments:
Post a Comment