ভাজ্য,
ভাজক ও ভাগশেষ
মনে
করি,        a        ÷       b       =       c
                   ভাজ্য                ভাজক
             ভাগফল 
ভাজ্য
(Dividend) : যে রাশিকে ভাগ করা হয়, তাকে ভাজ্য বলে। 
ভাজক
(Divisor) : যে রাশি দ্বারা ভাগ করা হয়, তাকে ভাজক বলে। 
ভাগফল
(Quotient) : ভাগফল একটি পূর্ণ সংখ্যা হলে দ্বারা নিঃশেষে বিভাজ্য বলা হয়। 
বিভাজ্যতা
(Divisibility) : 
২
দ্বারা বিভাজ্য সংখ্যা : একক স্থানীয় অঙ্ক ০ বা জোড় সংখ্যা হবে। 
যেমন:
 ৫৪৪, ২ দ্বারা বিভাজ্য।                 কারণ একক স্থানীয় অঙ্ক ২ (জোড় সংখ্যা)
            ৫৪৫, ২ দ্বারা অবিভাজ্য।              কারণ একক স্থানীয় অঙ্ক ৫ (বিজোড় সংখ্যা)
৪
দ্বারা বিভাজ্য সংখ্যা : একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা
বিভাজ্য হবে। আবার একক ও দশক উভয় স্থানের অঙ্ক ০ হলে প্রদত্ত সৎখ্যা ৪ দ্বারা বিভাজ্য
হবে। 
যেমন:
 ৫৪৪, ৪ দ্বারা বিভাজ্য।                 কারণ ৪৪, ৪ দ্বারা বিভাজ্য।  
            ৫৪৫, ৪ দ্বারা অবিভাজ্য।              কারণ ৪৫, ৪ দ্বারা অবিভাজ্য। 
৫
দ্বারা বিভাজ্য সংখ্যা : সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ০ বা ৫ হবে। 
যেমন:
 ৩২০, ৫ দ্বারা বিভাজ্য।                কারণ একক স্থানীয় অঙ্ক ০। 
            ৩২৫, ৫ দ্বারা বিভাজ্য।                কারণ একক স্থানীয় অঙ্ক ৫। 
            ৩১৯, ৫ দ্বারা অবিভাজ্য।             কারণ একক স্থানীয় অঙ্ক ৯। 
৩
দ্বারা বিভাজ্য সংখ্যা: সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি ৩ দ্বারা বিভাজ্য। 
যেমন:
 ৩১৮, ৩ দ্বারা বিভাজ্য।                কারণ ৩ + ১ + ৮ = ১২, ৩ দ্বারা বিভাজ্য।
            ৩১৯, ৩ দ্বারা অবিভাজ্য।             কারণ ৩ + ১ + ৯ = ১৩, ৩ দ্বারা অবিভাজ্য।
৯
দ্বারা বিভাজ্য সংখ্যা : সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি ৯ দ্বারা বিভাজ্য হবে। 
যেমন:
 ২৮৮, ৯ দ্বারা বিভাজ্য।                 কারণ ২ + ৮ + ৮ = ১৮, ৯ দ্বারা বিভাজ্য।
            ২৮৯, ৯ দ্বারা অবিভাজ্য।  কারণ ২ + ৮ + ৯ = ১৯, ৯ দ্বারা অবিভাজ্য। 
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১) ৩৬
সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে? 
ক)
৬টি 
খ)
৮টি 
গ)
৯টি 
ঘ)
১০টি 
উত্তর:
গ) ৯টি 
সমাধান:
৩৬     = ২ × ১৮
                        = ২ × ২ × ৯ 
                        = ২ × ২ × ৩ × ৩
                        = ২২ × ৩২
সুতরাং
নির্ণেয় ভাজক সংখ্যা = (২ + ১) × (২ + ১) = ৯
২) ৭২
সংখ্যাটির মোট ভাজক আছে কতটি? 
ক)
৯টি 
খ)
১০টি 
গ)
১১টি 
ঘ)
১২টি 
উত্তর:
ঘ) ১২টি 
সমাধান:
৭২       = ২ × ৩৬
                        = ২ × ২ × ১৮ 
                        = ২ × ২ × ২ × ৯
                        = ২ × ২ × ২ × ৩ × ৩
                        = ২৩ × ৩২
সুতরাং
নির্ণেয় ভাজক সংখ্যা = (৩ + ১) × (২ + ১) = ১২
৩) ৫৪০
সংখ্যাটির কতগুলো ভাজক আছে? 
ক)
১৮টি 
খ)
২০টি 
গ)
২২টি 
ঘ)
২৪টি 
উত্তর:
ঘ) ২৪টি 
সমাধান:
৫৪০    = ২ × ২৭০
                        = ২ × ২ × ১৩৫ 
                        = ২ × ২ × ৩ × ৪৫ 
                        = ২ × ২ × ৩ × ৩ × ১৫ 
                        = ২ × ২ × ৩ × ৩ × ৩ × ৫ 
                        = ২২ × ৩৩
× ৫১ 
সুতরাং
নির্ণেয় ভাজক সংখ্যা = (২ + ১) × (৩ + ১) × (১ + ১) = ২৪
যেকোনো
সংখ্যার মৌলিক উৎপাদকগুলো বের করে তাদেরকে সূচকের সাহায্যে প্রকাশ করতে হবে। ভাজক সংখ্যা
হবে প্রত্যেকটি উৎপাদকের সূচকের সঙ্গে ১ যোগ করে প্রাপ্ত সংখ্যাগুলোর ধারাবাহিক গুণফলের
সমান। 
৪) ১০০৮
এর কতটি ভাজক আছে? 
ক)
২০টি
খ)
২৪টি 
গ)
২৮টি 
ঘ)
৩০টি 
উত্তর:
ঘ) ৩০টি 
সমাধান:
১০০৮  = ২ × ৫০৪ 
                        = ২ × ২ × ২৫২ 
                        = ২ × ২ × ২ × ১২৬ 
                        = ২ × ২ × ২ × ২ × ৬৩ 
                        = ২ × ২ × ২ × ২ × ৩ × ২১
                        = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩
× ৭ 
                        = ২৪ × ৩২
× ৭১ 
সুতরাং
নির্নেয় ভাজক সংখ্যা = (৪ + ১) × (২ + ১) × (১ + ১) = ৩০ 
৫) নিঃশেষে
বিভাজ্য না হলে কোনটি নির্ভুল? 
ক)
ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ 
খ)
ভাজ্য = (ভাগশেষ × ভাগফল) + ভাজক 
গ)
ভাজ্য = (ভাজক + ভাগশেষ) + ভাগফল 
ঘ)
ভাজ্য = (ভাজক + ভাগফল) + ভাগশেষ 
উত্তর:
ক) ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ 
৬) ১২
ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য? 
ক)
২১
খ)
২২ 
গ)
২৩ 
ঘ)
২৪ 
উত্তর:
খ) ২২টি 
সমাধান:
১ থেকে ৯৬ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে = ৯৬ ÷ ৪ = ২৪টি 
কিন্তু
এর মধ্যে ৪ ও ৮ আছে যা ১২ অপেক্ষা ছোট ও ৪ দ্বারা বিভাজ্য। 
সুতরাং
১২ ও ৯৬ এর মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা = ২৪ – ২ = ২২টি 
৭) নিচের
কোনটি ৪ দ্বারা বিভাজ্য? 
ক)
২১৪১৩৩ 
খ)
৫১০০৫৬ 
গ)
৩২২৫৬৯ 
ঘ)
৯৫২২১৭
উত্তর:
খ) ৫১০০৫৬ 
সমাধান:
একক  দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা
৪ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। এখানে, ৫১০০৫৬ এর শেষ দুটি অঙ্ক অর্থাৎ
৫৬ যা ৪ দ্বারা বিভাজ্য। (৫৬ ÷ ৪ = ১৪) 
৮) নিচের
কোনটি ২ এবং ৭ দ্বারা বিভাজ্য? 
ক)
৩৬৫ 
খ)
৩৬২ 
গ)
৩৬১ 
ঘ)
কোনটিই নয়। 
উত্তর:
কোনোটিই নয়। 
ব্যাখ্যা
: ৩৬১ এবং ৩৬৫ সংখ্যাদ্বয় ২ দ্বারা বিভাজ্য নয়। 
৩৬২
সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য হলেও ৭ দ্বারা বিভাজ্য নয়। 
৯) ৯
দ্বারা বিভাজ্য ৩ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক ৩, তৃতীয় অঙ্ক ৮ হলে মধ্যম
অঙ্কটি কত? 
ক)
৬ 
খ)
৭ 
গ)
৮ 
ঘ)
৯ 
উত্তর:
খ) ৭ 
সমাধান:
ক)
৩ + ৬ + ৮ = ১৭;    ৯ দ্বারা বিভাজ্য নয়। 
খ)
৩ + ৭ + ৮ = ১৮;     ৯ দ্বারা বিভাজ্য। 
গ)
৩ + ৮ + ৮ = ১৯;     ৯ দ্বারা বিভাজ্য নয়। 
ঘ)
৩ + ৯ + ৮ = ২০;     ৯ দ্বারা বিভাজ্য নয়। 
১০) ৩২
এবং ৬৪ এর ভাজক সংখ্যার পার্থক্য কত? 
ক)
৩ 
খ)
২ 
গ)
১ 
ঘ)
০ 
উত্তর:
গ) ১ 
সমাধান:
৩২ = ২ × ২ × ২ × ২ × ২ = ২৫                        ভাজক
সংখ্যা = ৫ + ১ = ৬
৬৪
= ২ × ২ × ২ × ২ × ২ × ২ = ২৬                              ভাজক সংখ্যা = ৬ + ১ = ৭ 
পার্থক্য
= ৭ – ৬ = ১ 
১১) নিম্নলিখিত
সংক্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়? 
ক)
২০৪৮ 
খ)
১০২৪ 
গ)
৫১২ 
ঘ)
৪৮ 
উত্তর:
খ) ১০২৪ 
সমাধান:
পূর্ণ বর্গসংখ্যার ভাজক সংখ্যা বিজোড়। উপরিউক্ত সংখ্যাগুলোর মধ্যে শুধুমাত্র ১০২৪ পূর্ণবর্গ
সংখ্যা।