Showing posts with label বাংলাদেশের পরিচিতি. Show all posts
Showing posts with label বাংলাদেশের পরিচিতি. Show all posts

Friday, October 5, 2018

ছিটমহল

Chitmohol


প্রশ্ন: ছিটমহল কি?
উত্তর: একটি স্বাধীন দেশের অভ্যন্তরে পাশ্ববর্তী বা সীমান্তবর্তী অন্য কোনো স্বাধীন দেশের বিচ্ছিন্নভাবে থেকে যাওয়া ভূখণ্ড।

প্রশ্ন: স্ট্রিপম্যাপ কি?
উত্তর: কোনো সীমান্ত এলাকার অর্ধ মাইল এলাকাজুড়ে তৈরি করা বিশদ তথ্যসংবলিত মানচিত্রকে ‘স্ট্রিপম্যাপ’ (সূক্ষ্ণ রেখাভিত্তিক মানচিত্র) বলা হয়। এ মানচিত্রের স্কেল ১৬ ইঞ্চিতে এক মাইল।

প্রশ্ন: বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি কবে, কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৬ মে ১৯৭৪; নয়াদিল্লি, ভারত।

প্রশ্ন: বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তিতে কে, কে স্বাক্ষর করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের ইন্দিরা গান্ধী।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদে স্থলসীমান্ত চুক্তি পাস হয় কবে?
উত্তর: ২৩ নভেম্বর ১৯৭৪।

প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে স্থলসীমান্ত চুক্তি পাস হয়?
উত্তর: ৩য় সংশোধনী।

প্রশ্ন: ভারতীয় আইনসভার স্থলসীমান্ত চুক্তি পাস হয় কবে?
উত্তর: রাজ্যসভায় ৬মে ২০১৫ ও লোকসভায় ৭ মে ২০১৫।

প্রশ্ন: ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে স্থলসীমান্ত চুক্তি পাস হয়?
উত্তর: ১০০তম সংশোধনী।

প্রশ্ন: বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি কার্যকর হয় কবে?
উত্তর: ৬ জুন ২০১৫।

প্রশ্ন: বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় বা বিলুপ্ত হয় কবে?
উত্তর: ১ আগস্ট ২০১৫ (৩১ জুলাই ২০১৫ মধ্য রাতে)।

প্রশ্ন: বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে ছিটমহল ইস্যূতে বাংলাদেশ কতটি ছিটমহল লাভ করে এবং প্রাপ্ত ভূমির পরিমাণ কত?
উত্তর: ১১১টি ছিটমহল যার আয়তন ১৭,১৬০.৬৩ একর বা ৬৯.৪৪৭ বর্গকিমি বা ২৬.৮১৩ বর্গমাইল।

প্রশ্ন: বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে ছিটমহল ইস্যূতে ভারত কতটি ছিটমহল লাভ করে এবং প্রাপ্ত ভূমির পরিমাণ কত?
উত্তর: ৫১টি ছিটমহল যার আয়তন ৭,১১০.০২ একর বা ২৮.৭৭৩ বর্গকিমি বা ১১.১০৯ বর্গমাইল।

প্রশ্ন: বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে অপদখলীয় জমি ইস্যুতে বাংলাদেশ কি পরিমাণ জমি লাভ করে?
উত্তর: ২,২৬৭.৬৮২ একর বা ৯.১৮ বর্গকিমি বা ৩.৫৪ বর্গমাইল।

প্রশ্ন: প্রশ্ন: বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে অপদখলীয় জমি ইস্যুতে ভারত কি পরিমাণ জমি লাভ করে?
উত্তর: ২,৭৭৭.০৩৮ একর বা ১১.২৪ বর্গকিমি বা ৪.৩৪ বর্গমাইল।


দহগ্রাম-আঙ্গরপোতা

প্রশ্ন: বাংলাদেশের ভূখণ্ড দহগ্রাম-আঙ্গরপোতার অবস্থান কোথায়?
উত্তর: কুচবিহার, ভারত।

প্রশ্ন: তিনবিঘা করিডোর কি?
উত্তর: দহগ্রাম-আঙ্গরপোতার সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডে যোগাযোগের জন্য ১৭৮ মিটার × ৮৫ মিটার পরিমাপের একটি প্যাসেজ ডোর রয়েছে, যা তিনবিঘা করিডোর নামে পরিচিত।

প্রশ্ন: বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী বেরুবাড়ীর বদলে ভারত থেকে কোন্ স্থানটি বাংলাদেশ লাভ করে?
উত্তর: তিন বিঘা করিডোর (মাপ ১৭৮ মিটার × ৮৫ মিটার)।

প্রশ্ন: দহগ্রাম ও আঙ্গরপোতা বাংলাদেশের কোন্ উপজেলার অন্তর্গত?
উত্তর: পাটগ্রাম (লালমনিরহাট)।

প্রশ্ন: দহগ্রাম ইউনিয়নের উদ্বোধন করা হয় হবে?
উত্তর: ১৯ আগস্ট ১৯৮৯ (আয়তন ৩৫ বর্গমাইল)।

প্রশ্ন: ভারত কবে বাংলাদেশের জন্য তিন বিঘা করিডোর খুলে দেয়?
উত্তর: ২৬ জুন ১৯৯২ [ তবে ২৪ ঘণ্টার জন্য খুলে দেয়া হয় ৬ সেপ্টেম্বর ২০১১]।

প্রশ্ন: তিনবিঘা করিডোর কোন্ নদীর তীরে অবস্থিত?
উত্তর: তিস্তা নদী।

Thursday, October 4, 2018

বাংলাদেশের আয়তন ও সীমা

Bangladesh Map


প্রশ্ন: বাংলাদেশের সীমারেখা কি?
উত্তর: বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম; পূর্বে আসাম, ত্রিপুরা ও মিজোরাম এবং মিয়ানমার; দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।

প্রশ্ন: বাংলাদেশের আয়তন কত?
উত্তর: ১,৪৭,৫৭০ বর্গ কিমি বা ৫৬,৯৭৭ বর্গমাইল।

প্রশ্ন: ১ নটিক্যাল মাইলে কত কিমি?
উত্তর: ১.৮৫২ কিমি।

প্রশ্ন: আয়তনে বাংলাদেশ বিশ্বে কততম?
উত্তর: ৯০তম [সূত্র: ছোটদের বিশ্বকোষ, প্রথম খণ্ড, পৃ. ৫৯৯]; ৯১তম [সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস]; ৯৫তম [সূত্র: সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি]।

প্রশ্ন: দক্ষিণ এশিয়ায় আয়তনে বাংলাদেশ কততম?
উত্তর: চতুর্থ।

প্রশ্ন: বাংলাদেশের উত্তরে ভারতের কোন্ কোন্ প্রদেশ অবস্থিত?
উত্তর: পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়।

প্রশ্ন: বাংলাদেশের পূর্বে ভারতের কোন্ কোন্ প্রদেশ অবস্থিত?
উত্তর: আসাম, ত্রিপুরা ও মিজোরাম।

প্রশ্ন: বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমানা কি?
উত্তর: আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার।

প্রশ্ন: বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন্ প্রদেশ অবস্থিত?
উত্তর: পশ্চিমবঙ্গ।

প্রশ্ন: বাংলাদেশের দক্ষিণের সীমানা কি?
উত্তর: বঙ্গোপসাগর।

প্রশ্ন: বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন্ প্রদেশ রয়েছে?
উত্তর: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 

Wednesday, October 3, 2018

বাংলাদেশের ভৌগলিক অবস্থান

Bangladesh Map


প্রশ্ন: বাংলাদেশোর ভৌগলিক অবস্থান কি?
উত্তর: ২০৩৪/ থেকে ২৬৩৮/ উত্তর অক্ষাংশ এবং ৮৮০১/ থেকে ৯২৪১/ পূর্ব দ্রাঘিমাংশ। পূর্ব পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি ৪৪০ কিমি এবং উত্তর-উত্তর পশ্চিম থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কিমি।

প্রশ্ন: বাংলাদেশের উত্তর-পূর্ব কোণের উপজেলা কোনটি?
উত্তর: জকিগঞ্জ (সিলেট)।

প্রশ্ন: বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণের উপজেলা কোনটি?
উত্তর: টেকনাফ (কক্সবাজার)।

প্রশ্ন: আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে?
উত্তর: ১৮০ দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে সম্পূর্ণভাবে জলভাগের উপর দিয়ে উত্তর-দক্ষিণে প্রসারিত কাল্পনিক রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে।

প্রশ্ন: কবে, কোন্ সম্মেলনে ১৮০ দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে স্থির করা হয়?
উত্তর: ১৮৮৪ সালে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ‘দ্রাঘিমা ও সময়’ সম্পর্কিত সম্মেলনে।

প্রশ্ন: ‘ট্রপিক অব ক্যানসার’ কি?
উত্তর: ২৩.৫ উত্তর অক্ষাংশ।

প্রশ্ন: বাংলাদেশের কোন্ কোন্ জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?
উত্তর: চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি।

প্রশ্ন: বাংলাদেশের ওপর দিয়ে যে গুরুত্বপূর্ণ ভৌগলিক রেখা অতিক্রম করেছে, তার নাম কি?
উত্তর: কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যানসার এবং ৯০ পূর্ব দ্রাঘিমা রেখা।

প্রশ্ন: বাংলাদেশের কোন্ কোন্ জেলার উপর দিয়ে ৯০ দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে?
উত্তর: শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর ও বরগুনা।

প্রশ্ন: বাংলাদেশের কোন্ জেলা কর্কটক্রান্তি রেখা ও ৯০ দ্রাঘিমাংশের কেন্দ্রবিন্দুতে অবস্থিত?
উত্তর: ফরিদপুর।

প্রশ্ন: ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত?
উত্তর: চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।

প্রশ্ন: বাংলাদেশ কোন্ ভৌগলিক অঞ্চলের অন্তর্গত?
উত্তর: ওরিয়েন্টাল।