`qvgq cig `qvjy Avjøvn&i bv‡g
১) আলীফ-লাম-মীম
২) ইহা সেই কিতাব;
ইহাতে কোন সন্দেহ নাই, মুত্তাকীদের জন্য ইহা পথ-নির্দেশ
৩) যাহারা অদৃশ্যে
ঈমান আনে, সালাত কায়েম করে ও তাহাদেরকে যে জীবনোপকরণ দান করিয়াছি তাহা হইতে ব্যয় করে
৪) এবং তোমার
প্রতি যাহা নাযিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাযিল হইয়াছে তাহাতে যাহারা ঈমান আনে
ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী
৫) তাহারাই তাহাদের
প্রতিপালক নির্দেশিত পথে রহিয়াছে এবং তাহারাই সফলকাম
৬) যাহারা কুফরী
করিয়াছে তুমি তাদেরকে সতর্ক কর বা না কর, তাহাদের পক্ষে উভয়ই সমান; তাহারা ঈমান আনিবে
না।
৭) আল্লাহ তাহাদের
হৃদয় ও কর্ণ মোহর করিয়া দিয়াছেন, তাহাদের চক্ষুর উপর আবরণ রহিয়াছে এবং তাহাদের জন্য
রহিয়াছে মহাশাস্তি।
৮) আর মানুষের
মধ্যে এমন লোকও রহিয়াছে যাহারা বলে, ‘আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান আনিয়াছি’, কিন্তু
তাহারা মু’মিন নয়;
৯) আল্লাহ এবং
মু’মিনগণকে তাহারা প্রতারিত করিতে চাহে। অথচ তাহারা যে নিজেদেরকে ভিন্ন কাহাকেও প্রতারিত
করে না, ইহা তাহারা বুঝিতে পারে না।
১০) তাহাদের অন্তরে
ব্যাধি রহিয়াছে। অতঃপর আল্লাহ তাহাদের ব্যাধি বৃদ্ধি করিয়াছেন ও তাহাদের জন্য রহিয়াছে
কষ্টদায়ক শাস্তি, কারণ তাহারা মিথ্যাবাদী।
ভিডিও দেখুন:
No comments:
Post a Comment