জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচী ও কেন্দ্রতালিকা ২০১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭ সালের মাস্টার্স নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও
সিজিপিএ উন্নয়ন (নতুন সিলেবাস) এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার সময়সূচী ও কেন্দ্রতালিকা প্রকাশ হয়েছে।
নির্ধারিত
দিনসমূহে
বেলা
১-৩০
মিঃ
হতে
প্রশ্নপত্রে
উল্লেখিত
সময়কাল
অনুসারে
পরীক্ষা
অনুষ্ঠিত
হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে
বিশ্ববিদ্যালয়ের
ওয়েবসাইটের
পাশাপাশি
আমার প্রিয়
বাংলাদেশ থেকেও পাওয়া যাবে। কোন কারণ দর্শানো ব্যতিরেকে
বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ
পরীক্ষা
অনুষ্ঠানের
তারিখ
ও
সময়সূচী
পরিবর্তন
করতে
পারবেন
বলেও
অবহিত
করা
হয়েছে।
No comments:
Post a Comment