Thursday, January 3, 2019

নেত্রকোনা (Netrokona) জেলা

নেত্রকোনা জেলা



প্রশ্ন: জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১ ফেব্রুয়ারি ১৯৮৪।

প্রশ্ন: আয়তন কত?
উত্তর: ২,৭৯৪.২৮ বর্গকিলোমিটার।

প্রশ্ন: সীমা কি?
উত্তর: পূর্বে সুনামগঞ্জ জেলা, পশ্চিমে ময়মনসিংহ জেলা, উত্তরে মেঘালয় রাজ্যের গারো পাহাড় এবং দক্ষিণে কিশোরগঞ্জ জেলা।

প্রশ্ন: উপজেলার সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ১০টি- নেত্রকোনা সদর, মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরি, কেন্দুয়া, দুর্গাপুর, কলমাকান্দা, আটপারা, বারহাট্টা, পূর্বধলা।

প্রশ্ন: পৌরসভা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- নেত্রকোনা, মোহনগঞ্জ, মদন, কেন্দুয়া ও দুর্গাপুর।

প্রশ্ন: ইউনিয়ন কতটি?
উত্তর: ৮৬টি।

প্রশ্ন: গ্রাম কতটি?
উত্তর: ২,২৮২টি।

প্রশ্ন: সাক্ষরতা আন্দোলনের নাম কি?
উত্তর: উজ্জ্বীবিত।

প্রশ্ন: নদ-নদী কি কি?
উত্তর: কংস, বাউলাই, ধনু, মুগরা, সমেশ্বর, পাটকুরা প্রভৃতি।

প্রশ্ন: ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি কি?
উত্তর: গারো পাহাড়, কেন্দুয়ার রোয়াইল বাড়ি দুর্গ, খোজার দিঘি, দুর্গাপুরের সুসং মহারাজার বাড়ি, কমল রানীর দিঘি, আটপাড়ার কৃষ্ণপুর বৌদ্ধমঠ, সালকি মাটিকাটা গ্রামের পুরাকীর্তি প্রভৃতি।

প্রশ্ন: উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে কে?
উত্তর: হুমায়ূন আহমেদ (কথা সাহিত্যিক), বিচারপতি সাহাবুদ্দীন আহমদ (সাবেক রাষ্ট্রপতি), মোহাম্মদ জাফর ইকবাল (বিজ্ঞান লেখক), নির্মলেন্দু গুণ (কবি), যতীন সরকার, খালেকদাদ চৌধুরী (সাহিত্যিক), হেলাল হাফিজ (কবি), কমরেড মনি সিংহ(১১ নং সেক্টর কমান্ডার), কর্নেল আবু তাহের (বীর উত্তম) [জন্ম চট্টগ্রাম] প্রমুখ।

প্রশ্ন: জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি ও কি কি?
উত্তর: ৫টি- ১৫৭. নেত্রকোনা-১, ১৫৮. নেত্রকোনা-২, ১৫৯. নেত্রকোনা-৩, ১৬০. নেত্রকোনা-৪ ও ১৬১. নেত্রকোনা-৫।

No comments:

Post a Comment