ঢাকা বিভাগ 
প্রশ্ন: ঢাকা বিভাগের প্রতিষ্ঠা কবে? 
উত্তর: ১৮২৯ সালে। 
প্রশ্ন: ঢাকা বিভাগের আয়তন কত? 
উত্তর: ২০,৫০৯ বর্গ কিলোমিটার। 
প্রশ্ন: ঢাকা বিভাগের সীমারেখা কি? 
উত্তর: উত্তরে জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা জেলা; দক্ষিণে বাগেরহাট, পিরোজপুর,
বরিশাল ও চাঁদপুর জেলা; পূর্বে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলা;
পশ্চিমে নড়াইল, মাগুড়া, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলা। 
প্রশ্ন: ঢাকা বিভাগের জনসংখ্যা কত? 
উত্তর: ৩,৭৮,৯৩,৯২৩ জন। 
প্রশ্ন: ঢাকা বিভাগের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 
উত্তর: ১.৫৩%। 
প্রশ্ন: ঢাকা বিভাগের নারী-পুরুষের অনুপাত কত? 
উত্তর: ১০০ : ১০৫। 
প্রশ্ন: ঢাকা বিভাগের জনসংখ্যার ঘনত্ব কত? 
উত্তর: ১,৯৭৩ জন। 
প্রশ্ন: ঢাকা বিভাগের সাক্ষরতার হার কত? 
উত্তর: ৫২.৮৮%। 
প্রশ্ন: ঢাকা বিভাগের জেলা কতটি ও কি কি? 
উত্তর: ১৩টি- ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল,
কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ী। 
প্রশ্ন: ঢাকা বিভাগের উপজেলার সংখ্যা কত? 
উত্তর: ৮৮টি। 
প্রশ্ন: ঢাকা বিভাগের পৌরসভার সংখ্যা কত? 
উত্তর: ৬৩টি। 
প্রশ্ন: ঢাকা বিভাগের ইউনিয়নের সংখ্যা কত? 
উত্তর: ৮৭৬টি। 
প্রশ্ন: ঢাকা বিভাগের আয়তনে বৃহত্তম জেলা কোনটি? 
উত্তর: টাঙ্গাইল। 
প্রশ্ন: ঢাকা বিভাগের আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি? 
উত্তর: নারায়ণগঞ্জ। 
প্রশ্ন: ঢাকা বিভাগের জনসংখ্যার বৃহত্তম জেলা কোনটি? 
উত্তর: ঢাকা (১,২৫,১৭,৩৬১ জন)। 
প্রশ্ন: ঢাকা বিভাগের জনসংখ্যার ক্ষুদ্রতম জেলা কোনটি? 
উত্তর: রাজবাড়ী (১০,৯১,২৬৩ জন)। 
প্রশ্ন: ঢাকা বিভাগের কোন্ জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি? 
উত্তর: গাজীপুর (৫.২১%)। 
প্রশ্ন: ঢাকা বিভাগের কোন্ জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার কম? 
উত্তর: গোপালগঞ্জ (০.০৬%)। 
প্রশ্ন: ঢাকা বিভাগের জনসংখ্যার ঘনত্ব বেশি কোন্ জেলায়? 
উত্তর: ঢাকা (৮,২২৯ জন)। 
প্রশ্ন: ঢাকা বিভাগের জনসংখ্যার ঘনত্ব কম কোন্ জেলায়? 
উত্তর: গোপালগঞ্জ (৭৯৮ জন)। 
প্রশ্ন: ঢাকা বিভাগের সাক্ষরতার হার বেশি কোন্ জেলায়? 
উত্তর: ঢাকা (৭০.৫%)। 
প্রশ্ন: ঢাকা বিভাগের সাক্ষরতার হার কম কোন্ জেলায়? 
উত্তর: কিশোরগঞ্জ (৪০.৯%)। 
চট্টগ্রাম বিভাগ 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের প্রতিষ্ঠা কবে? 
উত্তর: ১৮২৯ সালে। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের অবস্থান কি? 
উত্তর: ২০০৪৩/ থেকে ২৪০১৬/ উত্তর
অক্ষাংশ এবং ৯০০৩২/ থেকে ৯২০৪১/ পূর্ব
দ্রাঘিমাংশ। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের সীমারেখা কি? 
উত্তর: উত্তরে নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলা; দক্ষিণে বঙ্গোপসাগর
ও মিয়ানমারের আরাকান প্রদেশ; পূর্বে ভারতের মিজোরাম ও ত্রিপুরা রাজ্য; মিয়ানমারের চিন
প্রদেশ এবং পশ্চিমে ভোলা, শরিয়তপুর ও মুন্সিগঞ্জ জেলা। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের আয়তন কত? 
উত্তর: ৩৩,৯০৯ বর্গ কিলোমিটার। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের জনসংখ্যা কত? 
উত্তর: ২,৯৫,৫৩,৮৫৭ জন। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 
উত্তর: ১.৬৩%। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের নারী-পুরুষের অনুপাত কত? 
উত্তর: ১০০ : ৯৬। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের জনসংখ্যার ঘনত্ব কত? 
উত্তর: ৮৩৮ জন। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের সাক্ষরতার হার কত? 
উত্তর: ৫২.৭%। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের জেলা কতটি ও কি কি? 
উত্তর: ১১টি- চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর,
নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের উপজেলার সংখ্যা কত? 
উত্তর: ১০৩টি। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের পৌরসভার সংখ্যা কত? 
উত্তর: ৬৪টি। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের ইউনিয়নের সংখ্যা কত? 
উত্তর: ৯৪৭টি। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের আয়তনে বৃহত্তম জেলা কোনটি? 
উত্তর: রাঙামাটি। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি? 
উত্তর: ফেনী। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের জনসংখ্যার বৃহত্তম জেলা কোনটি? 
উত্তর: চট্টগ্রাম (৭৯,১৩,৩৬৫ জন)। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের জনসংখ্যার ক্ষুদ্রতম জেলা কোনটি? 
উত্তর: বান্দরবান (৪,০৪,০৯৩ জন)। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের কোন্ জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি? 
উত্তর: বান্দরবান (২.৬৪%)। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের কোন্ জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার কম? 
উত্তর: গোপালগঞ্জ (০.৬১%)। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের জনসংখ্যার ঘনত্ব বেশি কোন্ জেলায়? 
উত্তর: কুমিল্লা (১,৭১২ জন)। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের জনসংখ্যার ঘনত্ব কম কোন্ জেলায়? 
উত্তর: বান্দরবান (৮৭ জন)। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের সাক্ষরতার হার বেশি কোন্ জেলায়? 
উত্তর: ফেনী (৫৯.৬%)। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের সাক্ষরতার হার কম কোন্ জেলায়? 
উত্তর: বান্দরবান (৩৫.৯%)। 
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের দারিদ্র্যের হার কত? 
উত্তর: ২৬.২%। [বাংলাদেশ খানা আয়-ব্যয় জরিপ ২০১০]
রাজশাহী বিভাগ 
প্রশ্ন: রাজশাহী বিভাগের প্রতিষ্ঠা কবে? 
উত্তর: ১৮২৯ সালে। 
প্রশ্ন: রাজশাহী বিভাগের অবস্থান কি? 
উত্তর: ২৩০৪৮/ থেকে ২৫০১৬/ উত্তর
অক্ষাংশ এবং ৮৮০০১/ থেকে ৮৯০৪৮/ পূর্ব
দ্রাঘিমাংশ। 
প্রশ্ন: রাজশাহী বিভাগের সীমারেখা কি? 
উত্তর: উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দিনাজপুর ও গাইবান্ধা জেলা; দক্ষিণে রাজবাড়ী
ও কুষ্টিয়া জেলা; পূর্বে জামালপুর, টাঙ্গাইল ও মানিজগঞ্জ জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ
রাজ্য। 
প্রশ্ন: রাজশাহী বিভাগের আয়তন কত? 
উত্তর: ১৮,১৫৩ বর্গ কিলোমিটার। 
প্রশ্ন: রাজশাহী বিভাগের জনসংখ্যা কত? 
উত্তর: ১,৯২,২৫,৯০৯ জন। 
প্রশ্ন: রাজশাহী বিভাগের জেলা কতটি ও কি কি? 
উত্তর: ৮টি- রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও
জয়পুরহাট। 
প্রশ্ন: রাজশাহী বিভাগের আয়তনে বৃহত্তম জেলা কোনটি? 
উত্তর: নওগাঁ। 
প্রশ্ন: রাজশাহী বিভাগের আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি? 
উত্তর: জয়পুরহাট। 
প্রশ্ন: রাজশাহী বিভাগের জনসংখ্যার বৃহত্তম জেলা কোনটি? 
উত্তর: বগুড়া (৩৫,৩৯,২৯৪ জন)। 
প্রশ্ন: রাজশাহী বিভাগের জনসংখ্যার ক্ষুদ্রতম জেলা কোনটি? 
উত্তর: জয়পুরহাট (৯,৫০,৪৪১ জন)। 
প্রশ্ন: রাজশাহী বিভাগের কোন্ জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি? 
উত্তর: পাবনা (১.৪৭%)। 
প্রশ্ন: রাজশাহী বিভাগের কোন্ জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার কম? 
উত্তর: জয়পুরহাট (০.৭৫%)। 
প্রশ্ন: রাজশাহী বিভাগের জনসংখ্যার ঘনত্ব বেশি কোন্ জেলায়? 
উত্তর: সিরাজগঞ্জ (১,২৯০ জন)। 
প্রশ্ন: রাজশাহী বিভাগের জনসংখ্যার ঘনত্ব কম কোন্ জেলায়? 
উত্তর: নওগাঁ (৭৫৭ জন)। 
প্রশ্ন: রাজশাহী বিভাগের সাক্ষরতার হার বেশি কোন্ জেলায়? 
উত্তর: জয়পুরহাট (৫৭.৫%)। 
প্রশ্ন: রাজশাহী বিভাগের সাক্ষরতার হার কম কোন্ জেলায়? 
উত্তর: সিরাজগঞ্জ (৪২.১%)। 
প্রশ্ন: রাজশাহী বিভাগের দারিদ্র্যের হার কত? 
উত্তর: ৩৫.৭%। [বাংলাদেশ খানা আয়-ব্যয় জরিপ ২০১০]
খুলনা বিভাগ 
প্রশ্ন: খুলনা বিভাগের প্রতিষ্ঠা কবে? 
উত্তর: ১ অক্টোবর ১৯৬০ সালে। 
প্রশ্ন: খুলনা বিভাগের অবস্থান কি? 
উত্তর: ২১০৬০/ থেকে ২৪০১৩/ উত্তর
অক্ষাংশ এবং ৮৮০৩৪/ থেকে ৮৯০৫৮/ পূর্ব
দ্রাঘিমাংশ। 
প্রশ্ন: খুলনা বিভাগের সীমারেখা কি? 
উত্তর: উত্তরে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা; দক্ষিণে বঙ্গোপসাগর ও সুন্দরবন; পূর্বে
রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, পিরোজপুর ও বরগুনা জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।
প্রশ্ন: খুলনা বিভাগের আয়তন কত? 
উত্তর: ২২,২৮৪ বর্গ কিলোমিটার। 
প্রশ্ন: খুলনা বিভাগের জনসংখ্যা কত? 
উত্তর: ১,৬৩,০৯,৩০৪ জন। 
প্রশ্ন: খুলনা বিভাগের জেলা কতটি ও কি কি? 
উত্তর: ১০টি- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া,
মেহেরপুর ও চুয়াডাঙ্গা। 
প্রশ্ন: খুলনা বিভাগের আয়তনে বৃহত্তম জেলা কোনটি? 
উত্তর: খুলনা। 
প্রশ্ন: খুলনা বিভাগের আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি? 
উত্তর: মেহেরপুর। 
প্রশ্ন: খুলনা বিভাগের জনসংখ্যার বৃহত্তম জেলা কোনটি? 
উত্তর: যশোর (২৮,৭৬,৩৮১ জন)। 
প্রশ্ন: খুলনা বিভাগের কোন্ জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি? 
উত্তর: চুয়াডাঙ্গা (১.১৩%)। 
প্রশ্ন: খুলনা বিভাগের কোন্ জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার কম? 
উত্তর: বাগেরহাট (-০.৪৭%)। 
প্রশ্ন: খুলনা বিভাগের জনসংখ্যার ঘনত্ব বেশি কোন্ জেলায়? 
উত্তর: কুষ্টিয়া (১,২১০ জন)। 
প্রশ্ন: খুলনা বিভাগের জনসংখ্যার ঘনত্ব কম কোন্ জেলায়? 
উত্তর: বাগেরহাট (৩৭৩ জন)। 
প্রশ্ন: খুলনা বিভাগের সাক্ষরতার হার বেশি কোন্ জেলায়? 
উত্তর: নড়াইল (৬১.৩%)। 
প্রশ্ন: খুলনা বিভাগের সাক্ষরতার হার কম কোন্ জেলায়? 
উত্তর: চুয়াডাঙ্গা (৪৫.৯%)। 
প্রশ্ন: খুলনা বিভাগের দারিদ্র্যের হার কত? 
উত্তর: ৩২.১%। [বাংলাদেশ খানা আয়-ব্যয় জরিপ ২০১০]
বরিশাল বিভাগ 
প্রশ্ন: বরিশাল বিভাগের প্রতিষ্ঠা কবে? 
উত্তর: ১ জানুয়ারি ১৯৯৩ সালে। 
প্রশ্ন: বরিশাল বিভাগের অবস্থান কি? 
উত্তর: ২১০৪৮/ থেকে ২২০২৯/ উত্তর
অক্ষাংশ এবং ৮৯০৫২/ থেকে ৯০০২২/ পূর্ব
দ্রাঘিমাংশ। 
প্রশ্ন: বরিশাল বিভাগের সীমারেখা কি? 
উত্তর: উত্তরে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর জেলা; দক্ষিণে বঙ্গোপসাগর; পূর্বে
লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা এবং পশ্চিমে বাগেরহাট জেলা। 
প্রশ্ন: বরিশাল বিভাগের আয়তন কত? 
উত্তর: ১৩,২২৫ বর্গ কিলোমিটার। 
প্রশ্ন: বরিশাল বিভাগের জনসংখ্যা কত? 
উত্তর: ৮৬,৫২,৩২৪ জন। 
প্রশ্ন: বরিশাল বিভাগের জেলা কতটি ও কি কি? 
উত্তর: ৬টি- বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা। 
প্রশ্ন: বরিশাল বিভাগের আয়তনে বৃহত্তম জেলা কোনটি? 
উত্তর: ভোলা। 
প্রশ্ন: বরিশাল বিভাগের আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি? 
উত্তর: ঝালকাঠি। 
প্রশ্ন: বরিশাল বিভাগের জনসংখ্যার বৃহত্তম জেলা কোনটি? 
উত্তর: বরিশাল (২৪,১৪,৭৩০ জন)। 
প্রশ্ন: বরিশাল বিভাগের জনসংখ্যার ক্ষুদ্রতম জেলা কোনটি? 
উত্তর: ঝালকাঠি (৭,০৯,৯১৫ জন)। 
প্রশ্ন: বরিশাল বিভাগের কোন্ জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি? 
উত্তর: পটুয়াখালী (০.৪৯%)। 
প্রশ্ন: বরিশাল বিভাগের কোন্ জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার কম? 
উত্তর: ঝালকাঠি (-০.১৭%)। 
প্রশ্ন: বরিশাল বিভাগের জনসংখ্যার ঘনত্ব বেশি কোন্ জেলায়? 
উত্তর: ঝালকাঠি (৯৬৬ জন)। 
প্রশ্ন: বরিশাল বিভাগের জনসংখ্যার ঘনত্ব কম কোন্ জেলায়? 
উত্তর: পটুয়াখালী (৪৭৭ জন)। 
প্রশ্ন: বরিশাল বিভাগের সাক্ষরতার হার বেশি কোন্ জেলায়? 
উত্তর: ঝালকাঠি (৬৬.৭%)। 
প্রশ্ন: বরিশাল বিভাগের সাক্ষরতার হার কম কোন্ জেলায়? 
উত্তর: ভোলা (৪৩.২%)। 
প্রশ্ন: বরিশাল বিভাগের দারিদ্র্যের হার কত? 
উত্তর: ৩৯.৪%। [বাংলাদেশ খানা আয়-ব্যয় জরিপ ২০১০]
রংপুর বিভাগ 
প্রশ্ন: রংপুর বিভাগের প্রতিষ্ঠা কবে? 
উত্তর: ২৫ জানুয়ারি ২০১০ সালে। 
প্রশ্ন: রংপুর বিভাগের অবস্থান কি? 
উত্তর: ২৫০২০/ থেকে ২৬০৩৭/ উত্তর
অক্ষাংশ এবং ৮৮০৫০/ থেকে ৮৯০৫৩/ পূর্ব
দ্রাঘিমাংশ। 
প্রশ্ন: রংপুর বিভাগের সীমারেখা কি? 
উত্তর: উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য; দক্ষিণে জয়পুরহাট, বগুড়া ও জামালপুর জেলা;
পূর্বে ভারতের আসাম রাজ্য এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। 
প্রশ্ন: রংপুর বিভাগের আয়তন কত? 
উত্তর: ১৬,১৮৫ বর্গ কিলোমিটার। 
প্রশ্ন: রংপুর বিভাগের জনসংখ্যা কত? 
উত্তর: ১,৬৪,১২,২৮৭ জন। 
প্রশ্ন: রংপুর বিভাগের জেলা কতটি ও কি কি? 
উত্তর: ৮টি- রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, বুড়িগ্রাম, লালমনিরহাট
ও নীলফামারী। 
প্রশ্ন: রংপুর বিভাগের আয়তনে বৃহত্তম জেলা কোনটি? 
উত্তর: দিনাজপুর। 
প্রশ্ন: রংপুর বিভাগের আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি? 
উত্তর: লালমনিরহাট। 
প্রশ্ন: রংপুর বিভাগের জনসংখ্যার বৃহত্তম জেলা কোনটি? 
উত্তর: দিনাজপুর (৩১,০৯,৬২৮ জন)। 
প্রশ্ন: রংপুর বিভাগের জনসংখ্যার ক্ষুদ্রতম জেলা কোনটি? 
উত্তর: পঞ্চগড় (১০,২৬,১৪১ জন)। 
প্রশ্ন: রংপুর বিভাগের কোন্ জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি? 
উত্তর: পঞ্চগড় (১.৬৫%)। 
প্রশ্ন: রংপুর বিভাগের কোন্ জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার কম? 
উত্তর: গাইবান্ধা (১.০৬%)। 
প্রশ্ন: রংপুর বিভাগের জনসংখ্যার ঘনত্ব বেশি কোন্ জেলায়? 
উত্তর: রংপুর (১২০০ জন)। 
প্রশ্ন: রংপুর বিভাগের জনসংখ্যার ঘনত্ব কম কোন্ জেলায়? 
উত্তর: পঞ্চগড় (৭০৩ জন)। 
প্রশ্ন: রংপুর বিভাগের সাক্ষরতার হার বেশি কোন্ জেলায়? 
উত্তর: দিনাজপুর (৫২.৪%)। 
প্রশ্ন: রংপুর বিভাগের সাক্ষরতার হার কম কোন্ জেলায়? 
উত্তর: কুড়িগ্রাম (৪২.৫%)। 
প্রশ্ন: রংপুর বিভাগের দারিদ্র্যের হার কত? 
উত্তর: ৪২.৩%। [বাংলাদেশ খানা আয়-ব্যয় জরিপ ২০১০]
সিলেট বিভাগ 
প্রশ্ন: সিলেট বিভাগের প্রতিষ্ঠা কবে? 
উত্তর: ১ আগস্ট ১৯৯৫ সালে। 
প্রশ্ন: সিলেট বিভাগের সীমারেখা কি? 
উত্তর: উত্তরে ভারতের মেঘালয় রাজ্য; দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য; পূর্বে ভারতের
আসাম রাজ্য এবং পশ্চিমে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা।  
প্রশ্ন: সিলেট বিভাগের আয়তন কত? 
উত্তর: ১২,৬৩৬ বর্গ কিলোমিটার। 
প্রশ্ন: সিলেট বিভাগের জনসংখ্যা কত? 
উত্তর: ১,০২,৯৬,৯৯৫ জন। 
প্রশ্ন: সিলেট বিভাগের জেলা কতটি ও কি কি? 
উত্তর: ৪টি- সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার। 
প্রশ্ন: সিলেট বিভাগের আয়তনে বৃহত্তম জেলা কোনটি? 
উত্তর: সুনামগঞ্জ। 
প্রশ্ন: সিলেট বিভাগের আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি? 
উত্তর: হবিগঞ্জ। 
প্রশ্ন: সিলেট বিভাগের জনসংখ্যার বৃহত্তম জেলা কোনটি? 
উত্তর: সিলেট (৩৫,৬৭,১৩৮ জন)। 
প্রশ্ন: সিলেট বিভাগের জনসংখ্যার ক্ষুদ্রতম জেলা কোনটি? 
উত্তর: মৌলভীবাজার (১৯,৯৪,২৫২ জন)। 
প্রশ্ন: সিলেট বিভাগের কোন্ জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি? 
উত্তর: সিলেট (২.৯৫%)। 
প্রশ্ন: সিলেট বিভাগের কোন্ জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার কম? 
উত্তর: হবিগঞ্জ (১.৭২%)। 
প্রশ্ন: সিলেট বিভাগের জনসংখ্যার ঘনত্ব বেশি কোন্ জেলায়? 
উত্তর: সিলেট (৯৯৫ জন)। 
প্রশ্ন: সিলেট বিভাগের জনসংখ্যার ঘনত্ব কম কোন্ জেলায়? 
উত্তর: সুনামগঞ্জ (৬৫৯ জন)। 
প্রশ্ন: সিলেট বিভাগের সাক্ষরতার হার বেশি কোন্ জেলায়? 
উত্তর: সিলেট (৫১.২%)। 
প্রশ্ন: সিলেট বিভাগের সাক্ষরতার হার কম কোন্ জেলায়? 
উত্তর: সুনামগঞ্জ (৩৫.০%)। 
প্রশ্ন: সিলেট বিভাগের দারিদ্র্যের হার কত? 
উত্তর: ২৮.১%। [বাংলাদেশ খানা আয়-ব্যয় জরিপ ২০১০]
ময়মনসিংহ বিভাগ 
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগের প্রতিষ্ঠা কবে? 
উত্তর: ১৪ সেপ্টেম্বর ২০১৫ সালে। 
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগের সীমারেখা কি? 
উত্তর: উত্তরে গারো পাহাড় ও ভারতের মেঘালয় রাজ্য; দক্ষিণে টাঙ্গাইল ও গাজীপুর জেলা;
পূর্বে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা জেলা।
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগের আয়তন কত? 
উত্তর: ১০,৬৬৯ বর্গ কিলোমিটার। 
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগের জনসংখ্যা কত? 
উত্তর: ১,১৪,২৭,৭৬৫ জন। 
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগের জেলা কতটি ও কি কি? 
উত্তর: ৪টি- ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর। 
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগের আয়তনে বৃহত্তম জেলা কোনটি? 
উত্তর: ময়মনসিংহ। 
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগের আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি? 
উত্তর: শেরপুর। 
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগের কোন্ জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি? 
উত্তর: ময়মনসিংহ (১.২৮%)। 
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগের কোন্ জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার কম? 
উত্তর: শেরপুর (০.৫৯%)। 
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগের জনসংখ্যার ঘনত্ব বেশি কোন্ জেলায়? 
উত্তর: ময়মনসিংহ (১,১৬৩ জন)। 
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগের জনসংখ্যার ঘনত্ব কম কোন্ জেলায়? 
উত্তর: নেত্রকোনা (৭৯৮ জন)। 
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগের সাক্ষরতার হার বেশি কোন্ জেলায়? 
উত্তর: ময়মনসিংহ (৪৩.৫%)। 
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগের সাক্ষরতার হার কম কোন্ জেলায়? 
উত্তর: শেরপুর (৩৭.৯%)। 
No comments:
Post a Comment