প্রশ্ন: মাঠ পর্যায়ের প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ স্তর কোনটি? 
উত্তর: বিভাগ (Division)।  
প্রশ্ন: বিভাগের প্রধানকে কি বলা হয়? 
উত্তর: বিভাগীয় কমিশনার (Divisional Commissioner)। 
প্রশ্ন: প্রশাসনিক বিভাগ ও কমিশনার পদ সৃষ্টি করা হয় কবে? 
উত্তর: ১৮২৯ সালে। 
প্রশ্ন: ‘কমিশনার’ শব্দটি আইনিভাবে চালু হয় কবে? 
উত্তর: ১৮৩৬ সালে। 
প্রশ্ন: ‘কমিশনার’ শব্দটির আভিধানিক অর্থ কি? 
উত্তর: বিশেষ দায়িত্ব। 
প্রশ্ন: প্রশাসনিক বিভাগ সৃষ্টি করেন কে? 
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 
প্রশ্ন: ১৮২৯ সালে কতটি বিভাগ সৃষ্টি করা হয়? 
উত্তর: ৩টি। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী। 
প্রশ্ন: পাকিস্তান আমলে কোন্ বিভাগ সৃষ্টি করা হয়? 
উত্তর: খুলনা (১ অক্টোবর ১৯৬০)। 
প্রশ্ন: খুলনা বিভাগ সৃষ্টির পূর্বে খুলনা কোন্ বিভাগের অন্তর্ভূক্ত ছিল? 
উত্তর: রাজশাহী। 
প্রশ্ন: খুলনা বিভাগ সৃষ্টি করা হয়েছিল কোন্ চারটি জেলা নিয়ে? 
উত্তর: খুলনা, কুষ্টিয়া, যশোর এবং বরিশাল। 
প্রশ্ন: বরিশাল বিভাগ সৃষ্টির পূর্বে বরিশাল কোন্ বিভাগের অন্তর্ভূক্ত ছিল? 
উত্তর: খুলনা (খুলনা বিভাগের পূর্বে ছিল ঢাকার সাথে)। 
প্রশ্ন: সিলেট বিভাগ সৃষ্টির পূর্বে সিলেট কোন্ বিভাগের অন্তর্ভূক্ত ছিল? 
উত্তর: চট্টগ্রাম। 
প্রশ্ন: রংপুর বিভাগ সৃষ্টির পূর্বে রংপুর কোন্ বিভাগের অন্তর্ভূক্ত ছিল? 
উত্তর: রাজশাহী। 
প্রশ্ন: ময়মনসিংহ বিভাগ সৃষ্টির পূর্বে কোন্ বিভাগের অন্তর্ভূক্ত ছিল? 
উত্তর: ঢাকা। 
প্রশ্ন: বাংলাদেশে বর্তমানে কতটি বিভাগ রয়েছে? 
উত্তর: ৮টি – ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।
প্রশ্ন: বাংলাদেশের অষ্টম বিভাগ কোনটি? 
উত্তর: ময়মনসিংহ। 
প্রশ্ন: আয়তনে বৃহত্তম বিভাগ কোনটি? 
উত্তর: চট্টগ্রাম; ৩৩,৯০৯ বর্গকিমি বা ১৩,০৯২ বর্গমাইল। 
প্রশ্ন: আয়তনে ক্ষুদ্রতম বিভাগ কোনটি? 
উত্তর: ময়মনসিংহ; ১০,৬৬৯ বর্গকিমি বা ৪,১১৬ বর্গমাইল। 
No comments:
Post a Comment