যুক্তফ্রন্ট
প্রশ্ন: যুক্তফ্রন্ট কবে
গঠিত হয়?
উত্তর: ৪ ডিসেম্বর ১৯৫৩।
[সূত্র: উচ্চ মাধ্যমিক পৌরনীতি, ২য় পত্র]
প্রশ্ন: প্রথমে যুক্তফ্রন্ট
গঠিত হয় কোন চারটি দল নিয়ে?
উত্তর: আওয়ামী লীগ, কৃষক
শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল।
প্রশ্ন: যুক্তফ্রন্টের
নির্বাচনী প্রচারণা কত দফার ভিত্তিতে পরিচালিত হয়?
উত্তর: ২১ দফা।
প্রশ্ন: যুক্তফ্রন্ট সরকারের
মুখ্যমন্ত্রী হন কে?
উত্তর: এ কে ফজলুল হক।
প্রশ্ন: যুক্তফ্রন্টের
প্রতীক কি ছিল?
উত্তর: নৌকা।
প্রশ্ন: যুক্তফ্রন্ট সরকারের
শেখ মুজিবুর রহমান কোন্ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?
উত্তর: ১৪ মে ১৯৫৪ শেখ
মুজিবুর রহমান যুক্তফ্রন্ট মন্ত্রিসভার কৃষি, বন, সমবায় ও পল্লী মন্ত্রী নিযুক্ত হন।
৬ সেপ্টেম্বর ১৯৫৬ পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম ও দুর্নীতিদমন
দপ্তরের মন্ত্রী নিযুক্ত হন।
১৯৫৪ সালের প্রাদেশিক
নির্বাচন
প্রশ্ন: পূর্ব বাংলা প্রাদেশিক
গণপরিষদের আসন সংখ্যা কত ছিল?
উত্তর: ৩০৯টি (মুসলিম
আসন ২৩৭ এবং অমুসলিমদের জন্য সংরক্ষিত ৭২টি)।
প্রশ্ন: ১৯৫৪ সালের নির্বাচন
কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ৮-১২ মার্চ।
প্রশ্ন: ’৫৪-এর নির্বাচনে
যুক্তফ্রন্টের নির্বাচনী মেনিফেস্টো ২১ দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: বাংলাকে পাকিস্তানের
অন্যতম রাষ্ট্রভাষা করা।
প্রশ্ন: যুক্তফ্রন্ট গঠিত
হয় কবে?
উত্তর: ৪ ডিসেম্বর ১৯৫৩।
প্রশ্ন: ’৫৪-এর নির্বাচনে
যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
ছয় দফা আন্দোলন
প্রশ্ন: ‘ছয় দফা কর্মসূচী’
কি?
উত্তর: পাকিস্তান শাসনামলে
বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের ছয়টি দাবি তথা বাংলার কৃষক-শ্রমিক-মজুর-মধ্যবিত্ত
তথা আপামর মানুষের মুক্তির সনদ।
প্রশ্ন: শেখ মুজিব ছয়
দফা কর্মসূচী কবে, কোথায় ঘোষণা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬।
লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে। [সূত্র: www.allbd.org]
প্রশ্ন: পাকিস্তানের বিরোধীদলীয়
নেতারা কবে লাহোরে জাতীয় সম্মেলন আহ্বান করে?
উত্তর: ৫-৬ ফেব্রুয়ারি
১৯৬৬।
প্রশ্ন: ঐতিহাসিক ‘ছয়
দফা’ কে ঘোষণা করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান।
প্রশ্ন: ছয় দফা কোন্ তারিখে
আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে গৃহীত হয়?
উত্তর: ১৮ মার্চ ১৯৬৬।
প্রশ্ন: ছয় দফার দফাগুলো
কি কি?
উত্তর: ১. শাসনতান্ত্রিক
কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি, ২. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, ৩. মুদ্রা বা অর্থ সম্বন্ধীয়
ক্ষমতা, ৪. রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা, ৫. বৈদেশিক বাণিজ্যবিষয়ক ক্ষমতা
ও ৬. আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।
আগরতলা ষড়যন্ত্র মামলা
প্রশ্ন: শেখ মুজিবকে প্রধান
আসামী করে আগরতলা ষড়যন্ত্র মামলা কবে দায়ের করা হয়?
উত্তর: জানুয়ারি ১৯৬৮।
প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র
মামলা বিচারের জন্য গঠিত বিশেষ আদালতের বিচারপতি ছিলেন কে কে?
উত্তর: তিন সদস্যবিশিষ্ট
এ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন অবাঙালি বিচারপতি এস এ রহমান। অপর দুজন- মুজিবুর
রহমান খান ও মুকসুদুল হাকিম ছিলেন বাঙালি।
প্রশ্ন: কবে, কোথায় আগরতলা
ষড়যন্ত্র মামলার বিচার কাজ শুরু হয়?
উত্তর: ১৯ জুন ১৯৬৮ কুর্মিটোলা
সেনানিবাসে।
প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র
মামলার প্রধান আসামি কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান।
প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র
মামলার আসামি কতজন ছিল?
উত্তর: ৩৫জন।
প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র
মামলা কবে প্রত্যাহার করা হয়?
উত্তর: ২২ ফেব্রুয়ারি
১৯৬৯।
প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র
মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে পুলিশ হেফাজতে কবে গুলি করে হত্যা করা হয়?
উত্তর: ১৫ ফেব্রুয়ারি
১৯৬৯।
’৬৯-এর গণঅভ্যুত্থান
প্রশ্ন: পূর্ব পাকিস্তানে
গণঅভ্যুত্থান কত সালে হয়?
উত্তর: ১৯৬৯ সালে।
প্রশ্ন: ‘সর্বদলীয় ছাত্র
সংগ্রাম পরিষদ’ গণঅভ্যুত্থানে কত দফা কর্মসূচী ঘোষণা করে?
উত্তর: এগার দফা।
প্রশ্ন: ‘এগার দফা’ কখন
ঘোষণা হয়?
উত্তর: ১৪ জানুয়ারি ১৯৬৯।
প্রশ্ন: ’৬৯-এর গণঅভ্যুত্থানের
প্রত্যক্ষ ফলাফল কি ছিল?
উত্তর: আগরতলা ষড়যন্ত্র
মামলা প্রত্যাহার এবং আইয়ুব খানের ক্ষমতা হস্তান্তর।
প্রশ্ন: গণঅভ্যুত্থান
দিবস কবে?
উত্তর: ২৪ জানুয়ারি।
প্রশ্ন: কেন্দ্রীয় বা
সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
উত্তর: ৫ জানুয়ারি ১৯৬৯।
প্রশ্ন: পাকিস্তানের শাসনতান্ত্রিক
সমস্যা সমাধান করার জন্য কবে, কোথায় রাজনৈতিক নেতাদের গোলটেবিল বৈঠক ডাকা হয়?
উত্তর: ১০ মার্চ ১৯৬৯,
রাওয়ালপিণ্ডিতে।
প্রশ্ন: আইয়ুব কবে, কার
হাতে ক্ষমতা হস্তান্তর করেন?
উত্তর: ২৫ মার্চ ১৯৬৯;
আগা মাহম্মদ ইয়াহিয়া খানের হাতে।
প্রশ্ন: কবে ফিল্ড মার্শাল
আইয়ুব খান পদত্যাগ করেন?
উত্তর: ২৫ মার্চ ১৯৬৯।
প্রশ্ন: কে, কবে পূর্ব
পাকিস্তানের নাম ‘বাংলাদেশ’ করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান; ৫ ডিসেম্বর ১৯৬৯।
প্রশ্ন: ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের
পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
উত্তর: চিলেকোঠার সেপাই।
প্রশ্ন: আসাদ কবে শহিদ
হন?
উত্তর: ২০ জানুয়ারি ১৯৬৯।
প্রশ্ন: আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের
কোন্ বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: ইতিহাস বিভাগের।
প্রশ্ন: শহিদ আসাদের বাড়ি
কোথায়?
উত্তর: নরসিংদী জেলার
হাতিরদিয়ায়।
প্রশ্ন: শহিদ আসাদ দিবস
কবে?
উত্তর: ২০ জানুয়ারি।
প্রশ্ন: আসাদকে নিয়ে কোন
কবি কবিতা রচনা করেন এবং কবিতার নাম কি?
উত্তর: শামসুর রাহমান;
আসাদের শার্ট।
প্রশ্ন: মতিউর রহমান পুলিশের
গুলিতে নিহত হন কবে?
উত্তর: ২৪ জানুয়ারি ১৯৬৯।
প্রশ্ন: মতিউর রহমান কোন্
শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন?
উত্তর: ঢাকার বকশীবাজারের
নবকুমার ইনস্টিটিউটের।
’৭০-এর সাধারণ নির্বাচন
প্রশ্ন: পাকিস্তানের প্রথম
জাতীয় পরিষদ বা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ৭ ডিসেম্বর ১৯৭০
এবং কিছু আসনে ১৭ জানুয়ারি ১৯৭১।
প্রশ্ন: পূর্ব পাকিস্তানের
প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৭ ডিসেম্বর।
প্রশ্ন: পূর্ব পাকিস্তান
প্রাদেশিক পরিষদে আসন সংখ্যা ছিল কত?
উত্তর: ৩১০টি (এর মধ্যে
সংরক্ষিত ১০টি)।
প্রশ্ন: প্রাদেশিক পরিষদের
নির্বাচনের ফলাফল কি ছিল?
উত্তর: আওয়ামী লীগ ২৯৮
(সংরক্ষিত ১০টি সহ), পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ২, জামায়াত-ই-ইসলামী ১,
নিজাম-ই-ইসলামী-১, ন্যাপ (ওয়ালী খান) ১ ও স্বতন্ত্র ৭টি।[স্বতন্ত্র ৭ জন সদস্য পরবর্তীতে
আওয়ামী লীগে যোগ দেয়ায় আওয়ামী লীগের মোট সদস্য সংখ্যা হয় ৩০৫।]
প্রশ্ন: পাকিস্তান জাতীয়
পরিষদের মোট আসন সংখ্যা ছিল কত?
উত্তর: ৩১৩টি (এর মধ্যে
সংরক্ষিত ছিল ১৩টি)।
প্রশ্ন: পূর্ব পাকিস্তানে
জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল কত?
উত্তর: ১৬৯টি (এর মধ্যে
সংরক্ষিত ৭টি)।
প্রশ্ন: পশ্চিম পাকিস্তানে
জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল কত?
উত্তর: ১৪৪টি (৬টি সংরক্ষিত
আসনসহ)।
অপারেশন সার্চলাইট ও জ্যাকপট
প্রশ্ন: ‘অপারেশন সার্চলাইট’
কি?
উত্তর: পাক হানাদার বাহিনী
কর্তৃক বাংলাদেশিদের ওপর বর্বরোচিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞ।
প্রশ্ন: ‘অপারেশন সার্চলাইট’
কবে চালানো হয়?
উত্তর: ২৫ মার্চ ১৯৭১
(মধ্যরাতে)।
প্রশ্ন: অপারেশন জ্যাকপট
কি?
উত্তর: পাকিস্তান হানাদার
বাহিনীর বাংলাদেশে নৌপথের সৈন্য ও অন্যান্য সমর সরঞ্জাম পরিবহণের ব্যবস্থা বানচাল করা।
প্রশ্ন: অপারেশন জ্যাকপট
কবে পরিচালনা করা হয়?
উত্তর: ১৫ আগস্ট ১৯৭১।
No comments:
Post a Comment