সংক্ষিপ্ত বাক্যের রূপ (Forms of Small Speeches )
Just coming. আমি এই আসছি/মাত্র এসেছি।
Very well. বেশ / খুব ভালো।
It’s fine/Very good. ঠিক আছে।
As you like. আপনি যা বলেন / আপনার যেমন ইচ্ছে।
Anything else? আর কিছু? / আর কিছু বলার আছে?
That’s enough. থাক্ থাক্ যথেষ্ট হয়েছে।
Thanks for his honour. সম্মান দেখানোর জন্য ধন্যবাদ।
O. K. আচ্ছা।
Why not? কেন নয়? / কেন হবে না?
Not a bit. একটুও না।
Ta-Ta. আচ্ছা চলি।
See you tomorrow. কাল দেখা হবে।
Yes, by all means. হাঁ, হাঁ, নিশ্চয়ই।
Too much. অনেক হয়েছে।
Yes sir! হাঁ, জনাব।
No, not at all. কখনই নয়।
Never mind. তাতে কি হয়েছে।
Nothing more. কিছুই নেই।
Nothing special. তেমন/বিশেষ কিছু নয়।
Welcome! আসুন, আসুন!
Rest assured. আমার ওপর ভরসা করতে পারেন।
Good bye! বিদায়!
Bye-bye! আবার আসবেন।
Not the least! একটুও নয়!
আদেশসূচক বাক্য (Sentences denoting Command)
Stop. থামো।
Speak. বলো।
Listen. শোনো।
Wait here! এখানে অপেক্ষা করো।
Come here. এদিকে এসো।
Look here. এদিকে দেখো।
Take it. এই নাও।
Come near. কাছে আসো।
Wait outside. বাইরে অপেক্ষা করো।
Go up. উপরে যাও।
Go down. নিচে যাও।
Get down. নেমে যাও/নামো।
Be ready/Get ready. তৈরি হয়ে নাও।
Keep quiet. চুপ করো।
Be careful. সাবধান হও।
Go slowly. আস্তে আস্তে যাও।
Go at once. এখনই যাও।
Stop here. এখানে থামো।
Go straight. সোজা যাও।
Go away. এখান থেকে চলে যাও।
Clean properly. ভালো করে পরিষ্কার করো।
Don’t go. যেয়ো না।
Don’t forget. ভুলো না।
Don’t break it. এটা ভেঙো না।
Don’t trouble me. আমায় জ্বালাতন করো না।
No comments:
Post a Comment