ঘরে বসে ইংরেজি শিখি
:  Day 2
শিষ্টাচারের ইংরেজি রূপ
নিচের কথাগুলো মনে গেঁথে
রাখুন
Please                                  দয়া করে 
Welcome                              স্বাগতম 
Allow me                              আমাকে অনুমতি দিন 
Sorry                                     দুঃখিত 
Pardon me                            ক্ষমা করবেন 
It’s my pleasure                   আমি অনেক আনন্দিত
Thanks                                 ধন্যবাদ 
With great pleasure            অনেক আনন্দের সহিত
after you                               আপনার পরে 
excuse me                              ক্ষমা করবেন
no mention                             কোন বিষয় নয়
বিনয়সূচক কয়েকটি বাক্য:
আমি সময় নিয়েও না আসতে পারার জন্য দুঃখিত
I’m sorry, I
couldn’t make it that day. 
নির্ধারিত সময়ে না আসতে পারার জন্য আমি দুঃখিত
I’m sorry, I
couldn’t make it in time. 
দেরি হওয়ার জন্য মাফ চাইছি
I’m sorry,
I got little late. 
আমার তরফ থেকে ক্ষমা নেবেন
Please, beg my
apologies. 
ভুল হয়ে গেছে, মাফ করবেন
It was
all by mistake. Please excuse me. 
আমি অত্যন্ত দুঃখিত
I’m
very sorry. 
কাজে ব্যঘাত দিলাম, ক্ষমা চাইছি
Sorry to
have disturbed you. 
মাফ করবেন
I
beg your pardon. 
আপনি যদি অনুমতি দেন ত বলি
Allow me
to say. 
আপনি যদি একটু এদিকে নজর দেন
May
I have your attention please. 
এ সমস্ত আপনার জন্য
It’s
all yours. 
আমি কি কিছু বলতে পারি?
Will
you please permit me to speak. 
আমি কি আপনার কাজে সাহায্য করতে পারি?
Let me
also help you? 
একটু সরে বসবেন?
Will
you please move? 
একটু আস্তে বলবেন?
Will you please speak slowly?

No comments:
Post a Comment