Monday, July 20, 2020

ঘরে বসে ইংরেজি শিখি : Day 1


সাধারণ কথাবার্তায় সম্ভাষণের রূপ

ভোরবেলা থেকে দুপুর বারটা পর্যন্ত

সুপ্রভাত, দাদু

Good morning, grandpa!

সুপ্রভাত, বাবা

Good morning, dad!

সুপ্রভাত

Good morning!

 

বেলা বারটার পর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত

শুভ বিকাল, দাদু

Good afternoon, grandpa!

শুভ বিকাল, বাবা

Good afternoon, dad!

শুভ বিকাল!

Good afternoon!

 

বিকাল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত

শুভ সন্ধ্যা, দাদু

Good evening, grandpa!

শুভ সন্ধ্যা, বাবা

Good evening, dad!

শুভ সন্ধ্যা

Good evening!

 

রাত্রে বিদায় নেওয়ার সময়

শুভ রাত্রি

Good night!

সুখে নিদ্রা যাও!

Have a sweet dreams!

 

দিনে রাত্রে যে কোনো সময়ে

আজকের মত তাহলে আসি, স্যার

Good day to you, Sir!

 

যাওয়ার সময়

যাই, বাচ্চারা

Good bye, children!

যাচ্ছি/বিদায়

Bye, Bye!

বিদায়, প্রিয়

Farewell, my love!

আচ্ছা আবার দেখা হবে 

Hope to see you again!

 

মনে রাখতে হবে (To Remember)

বাংলাতে মধ্যম পুরুষের প্রকারভেদ হয় যেমন Ñ তুমি, তুই সম্মান দেখানোর জন্য আপনি কিন্তু ইংরেজিতে সকলের জন্য You (ইউ) ব্যবহার হয় যেমন Ñ

কি চাই আপনার? Ñ What do you want?

বাংলাতে যেমনসে না বলেআপনি বলা হয় ইংরেজিতে তেমন হয় না যেমন Ñ

উনি রাত্রে হয়ত আসতে পারেন – He may come at night.

* Grandfater এর সংক্ষিপ্ত রূপ Grandpa

* Father এর পরিবর্তে Dad বা Daddy রূপের প্রয়োগ হয়

* Grandmother এর সংক্ষিপ্ত রূপ Grandma

* Mother এর ক্ষেত্রে Mummy শব্দের প্রয়োগ হয়

ইংরেজিতে কাকা, মামা, খালু ফুপা সকলকেই Uncle (আঙ্কল) বলা হয় এবং চাচী, মামী, খালা, ফুপু সকলকেই Aunty (আন্টি) বলা হয়

যেকোনো ভদ্রলোককে সম্মান দেখিয়ে Sir (স্যার) বলা যেতে পারে

চাচাতো, মামাতো, খালাতো, ফুপাতো সকল ভাই-বোনকে Cousin (কাজিন) বলা হয়

* Husband (স্বামী) Ñকে সংক্ষেপে Hubby (হাবি) বলা হয় 

No comments:

Post a Comment