Monday, March 23, 2020

করোনাভাইরাস: মাঠে নামছে সেনাবাহিনী


দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে এবার মাঠে নামছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সোমবার বিকেলে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, করোনার বিস্তার রোধে মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনীর অন্যান্য ইউনিট। আগামীকাল মঙ্গলবার থেকেই তারা মাঠ পর্যায়ে থাকবে।

এছাড়া ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সরকারি অফিস। এর মধ্যে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি রয়েছে। এ ছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি রয়েছে। ৫ এপ্রিল থেকে সরকারি অফিসগুলো খোলা থাকবে। 

এর আগে গতকাল রোববার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে পুরো দেশের সকল সুপারমার্কেট বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি। আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে ওষুধ, নিত্যপণ্য, কাঁচা বাজার এবং আগোরা, মীনা বাজার, স্বপ্নের মত সুপারশপ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এদিকে করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে মাদারীপুরের শিবচর উপজেলা ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

সবাইকে গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলা হয়েছে, যেকোনো সভা-সমাবেশ, মিছিল-মিটিং, ওয়াজ মাহফিল, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, বিবাহসহ জনসমাগম হয় এমন আয়োজন সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।

যাদের জ্বর, সর্দি-কাশি আছে তাদের মসজিদে যেতে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের আত্মীয়-স্বজনদেরও মসজিদে যেতে নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ৩৩ জন। সুস্থ হয়েছেন ৫ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৬২০ জনের।

No comments:

Post a Comment