Thursday, February 14, 2019

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: গণিত মডেল টেস্ট-৬


গণিত মডেল টেস্ট-৬ 



১) নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
ক) ৮/৫ খ) ১০/১১ গ) ৯/১০ ঘ) ৫(২/৩)

২) একটি বৃত্তের ব্যাস ২৬ সে.মি. হলে এর পরিধি কত?
ক) ৮০.০২ সে.মি. খ) ৮১.৬৮ সে.মি. গ) ৮৮.০২ সে.মি. ঘ) ৮৬.০৫ সে.মি.

৩) কোন আসল ৩ বছরে মুনাফা আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, আসল কত?
ক) ৪০০০ খ) ৪৫০০ গ) ৪৩০০ ঘ) ৫০০০

৪) একটি সমান্তর ধারার ১ম পদ ১, শেষপদ ৯৯ এবং সমষ্টি ২৫০০ হলে ধারাটির সাধারণ অন্তর কত?
ক) ৪ খ) ২ গ) ৩ ঘ) ৬

৫) রকীব সাহেব ৩, ৭৩, ৮৯৯ টাকা ব্যাংকে রাখলেন। ৭(১/২) বছর পর তিনি আসল টাকার ১(১/৪) অংশ সুদ পেলেন। ব্যাংকের সুদের হার কত?
ক) ১২(১/২)% খ) ১৬(২/৩)% গ) ৮(১/৩)% ঘ) ১১(১/৯)%

৬) ১,১,২,৩,৫,৮,১৩,২১..... ধারার ১০ম পদটি কত?
ক) ৩৪ খ) ৫৫ গ) ৪৮ ঘ) ৬৪

৭) রম্বসের ক্ষেত্রেফল=
ক) কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক
খ) বাহুদ্বয়ের সমষ্টির গড় × উচ্চতা
গ) ১/২ × ভূমি × উচ্চতা
ঘ) কর্ণদ্বয়ের গুণফল

৮) একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মি. ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক) ৬৪৩ ব.মি. খ) ১৯২ ব.মি. গ) ৬৪ ব.মি. ঘ) ৩২৩ ব.মি.

৯) log10x=-2 হলে, x এর মান কত?
ক) 0.01 খ) 0.1 গ) 0.2 ঘ) 0.02

১০) কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
ক) ১/২(ভূমি × উচ্চতা) খ) দৈর্ঘ্য × প্রস্থ গ) ২(দৈর্ঘ্য + প্রস্থ) ঘ) ভূমি × উচ্চতা

১১) সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি 400 হলে, অপর সূক্ষ্মকোণের মান নিচের কোনটি?
ক) 400 খ) 450 গ) 500 ঘ) 600

১২) বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
ক) ৪ খ) ৯ গ) ১২ ঘ) ১৬

১৩) একটি সুষম পঞ্চভূজের প্রতিবাহুর দৈর্ঘ্য 4 সে.মি হলে, এর ক্ষেত্রফল কত?
ক) 27.528 বর্গ সে.মি. খ) 3.302 বর্গ সে.মি. গ) 56 বর্গ সে.মি. ঘ) 4.141 বর্গ সে.মি.

১৪) 2/(6 + 2) = ?
ক) 3+2 খ) 3-2 গ) 3+2 ঘ) 3-2

১৫) যদি Q/P = ¼ হয়, তবে (P+Q)/(P-Q) এর মান-
ক) 5/3 খ) 2/3 গ) 3/5 ঘ) 5/7

১৬) tanθ সমীকরণ হলো-
ক) sinθ.secθ খ) cosecθ.sinθ গ) cosθ.sinθ ঘ) cosθ.cosecθ

১৭) একটি ত্রিভুজের তিন বাহু a, b, c দেওয়া থাকলে এর ক্ষেত্রফল কত?
ক) A=√s(s-a)(s-b)(s-c) খ) A=(3a2/4) গ) (4/3)a2 ঘ) 2a

১৮) [2-3(2-3)-1]-1 = ?
ক) 5 খ) 1/5 গ) -5 ঘ) -1/5

১৯) বাবা ও ছেলের বয়সের সমষ্টি ৮০ বছর। ১০ বছর পূর্বে উভয়ের প্রভেদ ছিল ৩০ বছর। বাবা ও ছেলের বর্তমান বয়স কত?
ক) ৫৫, ২৫ খ) ৬৫, ১৫ গ) ৫০, ৩০ ঘ) ৬০, ২০

২০) 2x2-x-3 এর উৎপাদক কী কী?
ক) (2x+3)(x+1) খ) (2x+3)(x-1) গ) (2x-3)(x-1) ঘ) (2x-3)(x+1)



উত্তর: ১. ক, ২. খ, ৩. ক, ৪. খ, ৫. খ, ৬. খ, ৭. ক, ৮. ক, ৯. ক, ১০. ঘ, ১১. গ, ১২. খ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. ক, ১৬. ক, ১৭. ক, ১৮. খ, ১৯. ক, ২০. ঘ

No comments:

Post a Comment