বঙ্গোপসাগর 
প্রশ্ন: বাংলাদেশের উপকূলবর্তী উপসাগরের নাম কি? 
উত্তর: বঙ্গোপসাগর। 
প্রশ্ন: বঙ্গোপসাগর কোন্ মহাসাগরের অংশবিশেষ? 
উত্তর: ভারত মহাসাগর। 
প্রশ্ন: বঙ্গোপসাগরের সীমারেখা কি? 
উত্তর: উত্তরে বাংলাদেশ ও ভারত, পশ্চিমে ভারত ও শ্রীলংকা, দক্ষিণে ভারত মহাসাগর
এবং পূর্বে মিয়ানমার ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। 
প্রশ্ন: বঙ্গোপসাগরের ঠিক দক্ষিণে কোন দ্বীপ? 
উত্তর: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। 
প্রশ্ন: আন্তর্জাতিক মাপ অনুযায়ী বঙ্গোপসাগরের দক্ষিণ সীমানার পূর্ব ও পশ্চিম প্রান্ত
কোন্ বিন্দুতে? 
উত্তর: পূর্ব প্রান্ত সুমাত্রা দ্বীপের সর্ব উত্তর বিন্দু এবং পশ্চিম প্রান্ত শ্রীলংকার
সর্ব দক্ষিণ বিন্দু ডন্ড্রা হেড। 
প্রশ্ন: বঙ্গোপসাগরকে আন্দামান সাগর থেকে পৃথক করেছে কোন্ দ্বীপপুঞ্জ? 
উত্তর: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 
প্রশ্ন: ভৌগলিকভাবে বঙ্গোপসাগরের অবস্থান কি? 
উত্তর: ৫০ উত্তর ও ২২০ দক্ষিণ অক্ষাংশ এবং ৮০০
পূর্ব ও ১০০০ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। 
প্রশ্ন: বঙ্গোপসাগরা বাংলাদেশের কোন্ উপকূলে অবস্থিত? 
উত্তর: দক্ষিণ। 
প্রশ্ন: বঙ্গোপসাগরের গড় গভীরতা কত? 
উত্তর: ২,৬০০ মিটার বা ২.৬ কিমি। 
প্রশ্ন: বঙ্গোপসাগরের সর্বোচ্চ গভীরতা কত? 
উত্তর: ৫২৫৮ মিটার (অর্থাৎ ৫.২৫৮ কিমি)। 
প্রশ্ন: সোয়াচ অব নো গ্রাউন্ড কি? 
উত্তর: বঙ্গোপসাগরের একটি খাদ। 
বাংলাদেশের সমুদ্রসীমা 
প্রশ্ন: বাংলাদেশের মোট সমুদ্রসীমা কত? 
উত্তর: ১,১৮,৮১৩ বর্গকিমি। 
প্রশ্ন: বাংলাদেশ-ভারতের সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয় কবে? 
উত্তর: ৭ জুলাই ২০১৪। 
প্রশ্ন: বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন্ আদালতে?
উত্তর: স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস)। 
প্রশ্ন: বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে কত বর্গকিমি বাংলাদেশ
লাভ করে? 
উত্তর: ১৯,৪৬৭ বর্গকিমি। 
প্রশ্ন: বাংলাদেশ-মিয়ানমারের সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয় কবে? 
উত্তর: ১৪ মার্চ ২০১২। 
প্রশ্ন: বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন্ আদালতে?
উত্তর: সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (ITLOS), জার্মানি। 
বাংলাদেশের সমুদ্র সৈকত
প্রশ্ন: বিশ্বের  বৃহত্তম সমুদ্র সৈকত কোন্
দেশে অবস্থিত? 
উত্তর: বাংলাদেশে। 
প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? 
উত্তর: কক্সবাজার সমুদ্র সৈকত। 
প্রশ্ন: কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? 
উত্তর: ১২০ কিমি। 
প্রশ্ন: ‘সাগর কন্যা’ নামে পরিচিত কোন্ স্থান? 
উত্তর: কুয়াকাটা সমুদ্র সৈকত? 
প্রশ্ন: কুয়াকাটা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? 
উত্তর: খেপুপাড়া, পটুয়াখালী। 
প্রশ্ন: কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? 
উত্তর: ১৮ কিলোমিটার (প্রস্থ ৩ কিমি)। 
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র কোন্ সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়?
উত্তর: কুয়াকাটা সমুদ্র সৈকত? 
উত্তর: কক্সবাজারের প্রাচীন নাম কি? 
উত্তর: পালংকি (স্থানীয় ভাষায় প্যানোয়া)। 
প্রশ্ন: কক্সবাজারের নামকরণ করা হয় কার নামানুসারে?
উত্তর: ক্যাপ্টেন হিরাম কক্স-এর নামে (১৭৯৯ সালে)। 
প্রশ্ন: বাংলাদেশের পর্যটন রাজধানী কোনটি? 
উত্তর: কক্সবাজার। 
No comments:
Post a Comment