| বাংলাদেশের নদ-নদী | 
প্রশ্ন: নদী কাকে বলে? 
উত্তর: পাহাড়, হ্রদ, প্রস্রবণ প্রভৃতি উচ্চ ভূমিতে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারার
মিলিত প্রবাহ নির্দিষ্ট প্রাকৃতিক খাত দিয়ে প্রবাহিত হয়ে যখন অপর কোনো জলাশয়, হ্রদ
বা সাগরে মিলিত হয় তখন ঐ প্রবাহকে নদী বলা হয়? 
প্রশ্ন: নদীর বিজ্ঞানসম্মত বিদ্যাকে কি বলে? 
উত্তর: পোটোমলোজি (Potamology)। 
প্রশ্ন: নদী প্রণালী বা নদী ব্যবস্থা গঠিত হয় কিভাবে? 
উত্তর: একটি নদী ও তার উপনদীসমূহ একত্রে মিলে। 
প্রশ্ন: মোহনা কাকে বলে? 
উত্তর: নদী যে স্থানে সমুদ্রে বা হ্রদে মিলিত হয়। 
প্রশ্ন: উপনদী কাকে বলে? 
উত্তর: নদীর চলার পথে যখন ছোট ছোট অন্যান্য নদী বা জলধারা এসে মিলিত হয় তখন তাকে
উপনদী বলে? 
প্রশ্ন: বাংলাদেশের নদীনালাকে কতটি নদীপ্রণালী বা নদী ব্যবস্থায় বিভক্ত করা হয়েছে?
উত্তর: চারটি (১. ব্রহ্মপুত্র-যমুনা, ২. গঙ্গা-পদ্মা, ৩. সুরমা-মেঘনা ও ৪. চট্টগ্রাম
অঞ্চলের নদীসমূহ)। 
প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম নদীপ্রণালী কোনটি? 
উত্তর: সুরমা-মেঘনা নদী প্রণালী (দৈর্ঘ্য ৬৬৯ কিমি)। 
প্রশ্ন: বাংলাদেশের নদ-নদীর মোট দৈর্ঘ্য কত? 
উত্তর: ২৪,১৪০ কিমি (প্রায়) [সূত্র: বাংলাপিডিয়া]। 
প্রশ্ন: বাংলাদেশের নদ-নদীর সংখ্যা কত? 
উত্তর: ৩১০টি [সূত্র: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পকেট পরিসংখ্যান বই
২০১৩]। 
প্রশ্ন: বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম কি? 
উত্তর: গোবরা (দৈর্ঘ্য ৪ কিমি)। 
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোথায়? 
উত্তর: হালদা নদী (চট্টগ্রাম)। 
প্রশ্ন: বাংলাদেশের উল্লেখযোগ্য নদ কি কি? 
উত্তর: কপোতাক্ষ নদ, ব্রহ্মপুত্র নদ ও আড়িয়াল খাঁ নদ প্রভৃতি। 
প্রশ্ন: বাংলাদেশের প্রধান ও বৃহত্তম নদীবন্দর কোনটি? 
উত্তর: নারায়ণগঞ্জ। 
আন্তঃসীমান্ত বা অভিন্ন নদী 
প্রশ্ন: প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের কতটি আন্তঃসীমান্ত বা অভিন্ন নদী রয়েছে?
উত্তর: ৫৭টি [যৌথ নদী কমিশন], ৫৮টি [বাংলাপিডিয়া]। 
প্রশ্ন: বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী কতটি? 
উত্তর: ৫৪টি [যৌথ নদী কমিশন], ৫৫টি [বাংলাপিডিয়া]। 
প্রশ্ন: আন্তঃসীমান্ত নদীর মধ্যে কোনটি ভুটান, ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত?
উত্তর: দুধকুমার। 
প্রশ্ন: মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদী কতটি? 
উত্তর: ৩টি (সাঙ্গু, মাতামুহুরী ও নাফ)। 
প্রশ্ন: ভারত, চীন এবং বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদের নাম কি? 
উত্তর: ব্রহ্মপুত্র। 
প্রশ্ন: নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদীর নাম কি? 
উত্তর: গঙ্গা। 
প্রশ্ন: বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে কোন্ কোন্ নদী?
উত্তর: পুনর্ভবা, আত্রাই প্রভৃতি। 
প্রশ্ন: বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদীর নাম কি? 
উত্তর: হাড়িয়াভাঙা নদী। 
যৌথ নদী কমিশন বাংলাদেশ 
প্রশ্ন: পানি সম্পর্কিত বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক স্বার্থ সংরক্ষণের জন্য গঠিত
কমিশনের নাম কি? 
উত্তর: যৌথ নদী কমিশন বাংলাদেশ (JRCB)। 
প্রশ্ন: বাংলাদেশ ও ভারতের মধ্যে কবে যৌথ নদী কমিশন গঠিত হয়? 
উত্তর: ১৯৭২ সালে। 
প্রশ্ন: JRCB – এর পূর্ণরূপ কি? 
উত্তর: Joint Rivers Commission Bangladesh. 
প্রশ্ন: যৌথ নদী কমিশন বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য কি? 
উত্তর: বন্যা নিয়ন্ত্রণে দুদেশের মধ্যে সহযোগিতা ও নদীগুলোর নাব্যতা বৃদ্ধি। 
জাতীয় নদী রক্ষা কমিশন 
প্রশ্ন: জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত হয় কবে? 
উত্তর: ৩ আগস্ট ২০১৪। 
প্রশ্ন: জাতীয় নদী রক্ষা কমিশন-এর কার্যক্রম শুরু হয় কবে? 
উত্তর: ৩ সেপ্টেম্বর ২০১৪। 
প্রশ্ন: জাতীয় নদী রক্ষা কমিশনের কার্যালয় কোথায়? 
উত্তর: ঢাকা। 
পিউবো র বাংলাদেশের নদ-নদী র ওপর যে সাত খন্ডের বইটি আছে যা কিভাবে পেতে পারি। ধন্যবাদ
ReplyDelete