মেঘনা
মেঘনা নদী |
প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: মেঘনা (৩৩০ কিমি)।
প্রশ্ন: বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
উত্তর: মেঘনা (১৩,০০০ মিটার)।
প্রশ্ন: বাংলাদেশের গভীরতম নদী কোনটি?
উত্তর: মেঘনা (২৭ মিটার)।
প্রশ্ন: কুশিয়ারা ও পুরাতন সুরমা নদীদ্বয়ের মিলিত স্রোতের নাম কি?
উত্তর: কালনী।
প্রশ্ন: চাঁদপুরের পর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পদ্মা ও মেঘনার মিলিত ধারার নাম
কি?
উত্তর: মেঘনা।
প্রশ্ন: সুরমা ও কুশিয়ারা কোন্ নদীতে প্রবাহিত?
উত্তর: মেঘনা।
প্রশ্ন: কোন্ নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত?
উত্তর: মেঘনা।
প্রশ্ন: মেঘনা নদীর উৎস মুখ কোথায়?
উত্তর: কালনী নদী (অষ্টগ্রাম, কিশোরগঞ্জ)।
প্রশ্ন: মেঘনা নদীর প্রবাহিত জেলা কি কি?
উত্তর: কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ,
চাঁদপুর, লক্ষীপুর ও ভোলা।
প্রশ্ন: মেঘনা নদীর পতিত মুখ কোথায়?
উত্তর: বঙ্গোপসাগর (চরফ্যাশন, ভোলা)।
প্রশ্ন: মেঘনা নদীর পাড়ে অবস্থিত পৌরসভা/শহর/বন্দর কি কি?
উত্তর: মতলব, চাঁদপুর, হাইমচর পৌরসভা ও মনপুরা, আশুগঞ্জ, ভৈরব, নরসিংদী পৌরসভা।
প্রশ্ন: মেঘনার প্রধান উপনদী কি কি?
উত্তর: ধনু, সোমেশ্বরী, কংস, গোমতী প্রভৃতি। [সূত্র: শিশু বিশ্বকোষ চতুর্থ খণ্ড]
প্রশ্ন: মেঘনার শাখা নদী কি কি?
উত্তর: তিতাস, ডাকাতিয়া। [সূত্র: শিশু বিশ্বকোষ, ৪র্থ খণ্ড]
প্রশ্ন: বাংলাদেশে চির যৌবনা নদী কোনটি?
উত্তর: মেঘনা।
গঙ্গা
গঙ্গা নদী |
প্রশ্ন: বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত?
উত্তর: ২৪০ কিমি।
প্রশ্ন: গঙ্গা নদীর সর্বাধিক প্রস্থ কত?
উত্তর: ১৮০০ মিটার (হার্ডিঞ্জ ব্রিজ)।
প্রশ্ন: গঙ্গা নদীর সর্বাধিক গভীরতা (অবস্থানসহ) কত?
উত্তর: ২০ মিটার (হার্ডিঞ্জ ব্রিজ)।
প্রশ্ন: গঙ্গা নদীর প্রবেশ মুখ কোথায়?
উত্তর: শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ/গোদাগাড়ী (রাজশাহী)।
প্রশ্ন: গঙ্গা নদীর পতিত মুখ কি?
উত্তর: পদ্মা নদী (বেড়া, পাবনা)।
প্রশ্ন: বাংলাদশে প্রবেশের পর কোথায় গঙ্গা ব্রহ্মপুত্র-যমুনার সাথে মিলিত হয়েছে?
উত্তর: গোয়ালন্দ।
প্রশ্ন: গঙ্গা নদীর প্রবাহিত জেলা কোনগুলো?
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও পাবনা।
প্রশ্ন: গঙ্গা নদীর পাড়ে অবস্থিত পৌরসভা/শহর/বন্দর কি কি?
উত্তর: রাজশাহী সদর, পাকশী সদর ও ভেড়ামারা।
প্রশ্ন: বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে?
উত্তর: হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ।
প্রশ্ন: গঙ্গা নদীর একমাত্র উপনদীর নাম কি?
উত্তর: মহানন্দা।
প্রশ্ন: বাংলাদেশে গঙ্গার উল্লেখযোগ্য শাখা নদী কি কি?
উত্তর: ইছামতি, নবগঙ্গা, ভৈরব, কুমার, গড়াই-মধুমতি ও আড়িয়াল খাঁ।
প্রশ্ন: ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে কোন্ নদীর ওপর?
উত্তর: গঙ্গা।
প্রশ্ন: গঙ্গা নদীর পানিপ্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশ কি প্রস্তাব করেছে?
উত্তর: নেপালে জলাধার নির্মাণ।
পদ্মা
পদ্মা নদী |
প্রশ্ন: পদ্মা কোন্ নদীর শাখানদী?
উত্তর: গঙ্গা।
প্রশ্ন: গড়াই কোন্ নদীর শাখানদী?
উত্তর: পদ্মা।
প্রশ্ন: পদ্মা নদী কোথায় যমুনা নদীর সাথে মিলিত হয়েছে?
উত্তর: গোয়ালন্দ (রাজবাড়ি) ও শিবালয় (মানিকগঞ্জ)।
প্রশ্ন: পদ্মা নদীর উৎস মুখ কোথায়?
উত্তর: গঙ্গা নদী (শিবালয়, মানিকগঞ্জ)।
প্রশ্ন: পদ্মা নদীর পতিত মুখ কোথায়?
উত্তর: মেঘনা নদী [টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ), চাঁদপুর]।
প্রশ্ন: পদ্মা নদীর প্রবাহিত জেলাগুলো কি কি?
উত্তর: মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ি, মাদারীপুর, শরিয়তপুর ও ফরিদপুর।
প্রশ্ন: পদ্মা নদীর দৈর্ঘ্য কত?
উত্তর: ১১৫ কিমি।
প্রশ্ন: পদ্মা নদীর সর্বাধিক প্রস্থ কত?
উত্তর: ৫৭১১ মিটার (মাওয়া)।
প্রশ্ন: পদ্মা নদীর পাড়ে অবস্থিত পৌরসভা/শহর/বন্দর কি কি?
উত্তর: দৌলতদিয়া বন্দর, মাওয়া সদর, লৌহজং, সুরেশ্বর সদর, হরিরামপুর উপজেলা, আরিচাঘাট
ও পাটুরিয়া ঘাট।
প্রশ্ন: রাজা রাজবল্লভের কীর্তি পদ্মার ভাঙনের মুখে পড়ে ধ্বংস হয় বলে পদ্মা নদীর
অন্য নাম কি?
উত্তর: কীর্তিনাশা।
প্রশ্ন: পদ্মার প্রধান উপনদী কি কি?
উত্তর: মহানন্দা, পুনর্ভবা, কপোতাক্ষ। [সূত্র: শিশু বিশ্বকোষ, ৩য় খণ্ড]
প্রশ্ন: পদ্মার শাখা নদী কি কি?
উত্তর: ভৈরব, মাথাভাঙ্গা, কুমার, গড়াই, আড়িয়াল খাঁ নদ প্রভৃতি। [সূত্র: শিশু বিশ্বকোষ,
৩য় খণ্ড]
প্রশ্ন: পদ্মার প্রশাখা নদী কি কি?
উত্তর: মধুমতি, পসুর, কপোতাক্ষ নদ প্রভৃতি। [সূত্র: শিশু বিশ্বকোষ, ৩য় খণ্ড]
যমুনা
যমুনা নদী |
প্রশ্ন: যমুনা নদীর পূর্বনাম কি?
উত্তর: জোনাই।
প্রশ্ন: যমুনা নদীর উৎসমুখ কোথায়?
উত্তর: ব্রহ্মপুত্র নদ (দেওয়ানগঞ্জ, জামালপুর)।
প্রশ্ন: যমুনা নদীর পতিত মুখ কি?
উত্তর: পদ্মা নদী (শিবালয়, মানিকগঞ্জ)।
প্রশ্ন: যমুনা নদীর প্রবাহিত জেলাগুলো কি কি?
উত্তর: পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর ও গাইবান্ধা।
প্রশ্ন: যমুনা নদীর দৈর্ঘ্য কত?
উত্তর: ৯০ কিমি।
প্রশ্ন: যমুনা নদীর সর্বাধিক প্রস্থ কত?
উত্তর: ১২০০ মিটার (আরিচা)।
প্রশ্ন: যমুনা নদীর পাড়ে অবস্থিত পৌরসভা/শহর/বন্দর কি কি?
উত্তর: বাহাদুরবাদ বন্দর, ভূয়াপুর পৌরসভা, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ সদর ও আরিচাঘাট।
প্রশ্ন: যমুনার প্রধান উপনদী কি কি?
উত্তর: তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, সুবর্ণশ্রী প্রভৃতি। [সূত্র: শিশু বিশ্বকোষ,
৩য় খণ্ড]
প্রশ্ন: যমুনার শাখা নদী কোনটি?
উত্তর: ধলেশ্বরী [সূত্র: শিশু বিশ্বকোষ, ৩য় খণ্ড]।
প্রশ্ন: যমুনার প্রশাখা কোনগুলো?
উত্তর: বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা। [সূত্র: শিশু বিশ্বকোষ, ৩য় খণ্ড]
প্রশ্ন: যমুনার দীর্ঘতম এবং বৃহত্তম উপনদী কোনটি?
উত্তর: করতোয়া। [সূত্র: বাংলাপিডিয়া]
No comments:
Post a Comment