Showing posts with label ফলাফল. Show all posts
Showing posts with label ফলাফল. Show all posts

Thursday, July 25, 2019

৪০তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় ফলাফল প্রকাশ



৪০তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ২০১৮ প্রকাশ করা হয়েছে প্রকাশিত ফলাফলে পাশ করছেন ২০ হাজার ২৭৭ জন প্রার্থী ফল আজ বৃহস্পতিবার বিকেলে উক্ত ফলাফল প্রকাশিত হয়েছে প্রকাশিত ফলাফল এখন পিএসসির ওয়েবসাইটের পাশাপাশি আমার প্রিয় বাংলাদেশ ব্লগেও পাওয়া যাচ্ছে
উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে
চলতি বছরের মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়
পিএসসির তথ্য অনুযায়ী, ৪০তম বিসিএসে আবেদন করেছিলেন লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। পরীক্ষা দিয়েছেন লাখ ২৭ হাজার প্রার্থী
গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে
৪০তম বিসিএসে মোট হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে
ক্যাডার অনুসারে, প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা

Wednesday, July 17, 2019

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০১৯ পুনঃনিরীক্ষণ পদ্ধতি



১৭ জুলাই ২০১৯ তারিখ প্রকাশিত হয়েছে ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। এবার সারাদেশে গড় পাশের হার ৭৩.৯৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। যারা কৃতিত্ত্বের সাথে পাশ করলো সবাইকে আন্তরিক শুভেচ্ছা। কিন্তু যারা এবার ভালো করতে পারেনি তাদের জন্যেই এই পোস্ট। 

ফলাফল পুনঃনিরীক্ষণ: 
জেএসসি, এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর দিন থেকে বাংলাদেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ড ফলাফল আশানুরুপ না হওয়াতে শিক্ষার্থীদের মনে যদি অনিশ্চয়তা থাকে তাদের অনিশ্চয়তা দূর করতে খাতা পুনঃনিরীক্ষণ এর সুযোগ দিয়ে থাকে যা ‘ফলাফল পুনঃনিরীক্ষণ’, ‘বোর্ড চ্যালেঞ্জ’, ‘ফলাফল পুনঃমূল্যায়ন’, ‘HSC Rescrutiny Process’ ইত্যাদি নামে পরিচিত। অনেকের ধারণা বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃমূল্যায়ন করে। কিন্তু আসলে এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হলো, নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয় মিলিয়ে দেখা হয়। 


ফলাফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি: 
ফলাফল পুনঃনিরীক্ষণ করতে শিক্ষা বোর্ডে যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্যে আবেদন করতে পারবেন। তার জন্যে যা যা লাগবেঃ 

  • টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। ( শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পুনঃমূল্যায়ন সম্ভব কিন্তু যাদের টেলিটক সিম নেই তাদের চিন্তার কিছু নেই, তারাও চাইলে অন্য কারো সিম ব্যাবহার করে অথবা ফলাফল পুনঃমূল্যায়ন এর আবেদন করে এ ধরণের কোন দোকান থেকেও আবেদন করতে পারবেন) 
  • মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালান্স ( প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১৫০ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে তাই এ ক্ষেত্রে খরচ পরবে ৩০০ টাকা ) 
  • আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন) 

আবেদনের পদ্ধতি: 

মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন- 

RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড 

উদাহরণঃ যশোর বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 259663 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101 

এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে। 

উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমনঃ 

RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101,102,107 

এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১৫০ টাকা করে চার্জ করা হবে এবং যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের একটি পত্রে কিংবা দুইটি পত্রে আবেদন করতে পারবেন। 

ফিরতি এসএমএস এ কত টাকা কেতে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ 

RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর) 

উদাহরনঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ 

RSC<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>01913XXXXXX 

এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে। 

Send করার পর ফিরতি SMS এ আবেদন Confirmation সংক্রান্ত একটি বার্তা আসবে। সেখানে Track নম্বর দেয়া থাকবে; যা আপনার আবেদন গ্রহণ করার Reference হিসেবে সংরক্ষণ করা যেতে পারে। 

উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 

আবেদনের সময়সীমাঃ 
এই প্রক্রিয়া সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরদিন থেকে এক সপ্তাহব্যাপী চলে। ২০১৯ সালের ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত চলবে। 


ফলাফল প্রকাশ: 
সাধারণত ফলাফল পুনঃনিরীক্ষণ এর ফলাফল মূল ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই প্রতি শিক্ষা বোর্ড এর নিজ নিজ ওয়েবসাইটে পিডিএফ আকরে প্রকাশ করে থাকে। এছাড়া আবেদনকারীর আবেদন করার সময় প্রদান করা ব্যক্তিগত মোবাইল নম্বরেও কেন্দ্রীয়ভাবে ফলাফল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

এইচ.এস.সি পরীক্ষার ফলাফল ২০১৯

Wednesday, May 22, 2019

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল ২০১৯

অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল ২০১৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান অনার্স ২য় বর্ষের রেজাল্ট ২০১৮ প্রকাশিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮-১৯ খ্রিস্টাব্দের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফল বৃহস্পতিবার (৩১ মে) প্রকাশ করা হতে পাবে বলে আশা করা যাচ্ছে
প্রকাশিত ফল SMS এর মাধ্যমে বিকাল টা থেকে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে NU H2 Roll লিখে 16222 নম্বরে Send করে এবং সন্ধ্যা টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.nu.ac.bd/results/ থেকে ফল জানা যাবে

 


ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট দেখতে

ইন্টারনেটের মাধ্যমে স্নাতক অনার্স ২য় বর্ষের রেজাল্ট দেখতে ভিজিট করতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.nu.ac.bd/results/ তারপর রেজাল্ট পাতার বাম পাসে সার্চ অপশন থেকে অনার্স ২য় বর্ষ পছন্দ করে সার্চ বক্সে আপনার রোল/ রেজিস্ট্রাশন নম্বর এবং পরীক্ষার বছর দিয়ে সার্চ করুন পেয়ে যাবেন আপনার অনার্স ২য় বর্ষের রেজাল্ট নিচে থেকে নিয়ে নিন অনার্স ফলাফল ২০১৯



এসএমএস এর মাধ্যমে রেজাল্ট পেতে
খুব সহজেই মোবাইলের এসএমএস এর মাধ্যমে পেতে পারেন আপনার অনার্স ২য় বর্ষের রেজাল্ট। এসএমএস এর মাধ্যমে অনার্স ২য় বর্ষের রেজাল্ট পেতে
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ NU স্পেস H2 স্পেস আপনার রেজিস্ট্রেশন/রোল নম্বর এবং পাঠিয়ে দিন ১৬২২২ এই নম্বরে
উদাহরণঃ NU H2 65784658

অনার্স ২য় বর্ষ রেজাল্ট ২০১৯ সংশোধন /পুনঃমূল্যায়ন নিয়মাবলীঃ
অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন অভিযোগ বা আপত্তি থাকলে রেজাল্ট সংশোধন /পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। ফলাফল সংশোধনের বা পুনঃমূল্যায়ন এর আবেদন করতে হবে জাতীর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এর মাধ্যমে। ফলাফল সম্পর্কিত কারও কোন আপত্তি থাকলে ফলাফল প্রকাশের পর ৩০ দিনের ভিতরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ফলাফল প্রকাশের ৩০ দিন পরে কারও কোন অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে না