Showing posts with label কলেজ ভর্তি. Show all posts
Showing posts with label কলেজ ভর্তি. Show all posts

Tuesday, May 7, 2019

নটর ডেম কলেজে ভর্তি: ২০১৯-২০২০



নটর ডেম কলেজ, ঢাকা
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় নটর ডেম কলেজকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে।

১) নটর ডেম কলেজ নিজস্ব অনলাইন-এ ভর্তির আবেদন গ্রহণ করবে।
২) ভর্তির আবেদন ফরম পূরণ: ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের ৬ মে দিবাগত রাত ১২.০১ মিনিট হতে ১৩ মে রাত ১২ টা পর্যন্ত সরাসরি ওয়েবসাইট http://ndc.mbilladmission.com অথবা নটর ডেম কলেজের নির্ষ্ট ওয়েবসাইট www.notredamecollege-dhaka.com থেকে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। ভর্তির আবেদন করার নিয়মাবলি কলেজের ওয়েবসাইটে দেয়া আছে। ভর্তি প্রক্রিয়ার খরচ বাবাদ ২৬০ (ভর্তি প্রক্রিয়া বাপবদ ২৫৫/- + বিকাশ চার্জ ৫/-) টাকা অনলাইনে আবেদন করার সময় দিতে হবে। আবেদনকারী ১৪ মে দুপুর ১২ টা পর্যন্ত বিকাশে পেমেন্ট করার সুযোগ পাবে। পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে ফল পাওয়ার সাথে সাথে কলেজে এসে যোগাযোগ করতে হবে। হেলপ লাইন নম্বর: ০১৯৩৩৩২২৫৩১, ০১৯৩৩৩২২৫৩২, ০১৯৩৩৩২২৫৩৩ (সকাল ৮:০০ টা হতে বিকাশ ৪:০০ টা পর্যন্ত)। বিকাশের Biller ID # 01933322530

৩) ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) GPA-5.00, মানবিক বিভাগ GPA-3.00, এবং ব্যবসায় শিক্ষা বিভাগ GPA-4.00। এস.এস.সি-তে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না।

৪) বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA-4.50, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA-3.50

৫) আসন সংখ্যা: বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম-১৭৮০, ইংরেজি ভার্সন-৩০০, মানবিক বিভাগ-৪০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ-৭৫০

৬) লিখিত পরীক্ষার সময় ও কক্ষ: ভর্তির আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ১৬ মে দৈনিক যুগান্তর পত্রিকায় আবেদনের ID নম্বর অনুযায়ী লিখিত পরীক্ষার সময় ও কক্ষ নম্বর জানিয়ে দেওয়া হবে। ১৭ মে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কলেজের নির্দিষ্ট কক্ষে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

৭) এস.এস.সি-তে প্রাপ্ত জিপিএ ও ভর্তির লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী আসন সংখ্যার দেড় গুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

৮) এস.এস.সি-তে প্রাপ্ত জিপিএ, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে।

৯) ভুল তথা প্রদান করলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে।

১০) এস.এস.সি.’র সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর জন্য কোনো কোচিং-এর প্রয়োজন নেই।

বি.দ্র. যে সকল ছাত্র কলেজকর্তৃক নির্ধারিত ‘ইউনিফরম’ পরিধান ও নিয়মিত ক্লাস করতে চায় না এবং যারা ধূমপান করে তাদের আবেদন করার প্রয়োজন নেই।

Tuesday, March 5, 2019

বাংলাদেশের বিভিন্ন বোর্ডের সেরা কলেজসমূহ




ঢাকা বোর্ড : 

১. রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা; 

২. আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী; 

৩. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা; 

৪. ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা; 

৫. ভিকারুননিসা নূন কলেজ, রমনা, ঢাকা; 

৬. নটর ডেম কলেজ, মতিঝিল, ঢাকা; 

৬. শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা; 

৭. মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা; 

৮. ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ডেমরা, ঢাকা; 

৯. কিংস কলেজ, গুলশান, ঢাকা; 

১০. ক্যামব্রিয়ান কলেজ, গুলশান, ঢাকা। 

রাজশাহী বোর্ড : 

১. রাজশাহী কলেজ, বাউলিয়া, রাজশাহী; 

২. পাবনা ক্যাডেট কলেজ, পাবনা; 

২. রাজশাহী ক্যাডেট কলেজ, চারঘাট, রাজশাহী; 

২. জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, জয়পুরহাট; 

৩. গভ. এ এইচ কলেজ, বগুড়া; 

৪. বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শাহজাহানপুর, বগুড়া; 

৫. নিউ গভ. ডিগ্রি কলেজ, বাউলিয়া, রাজশাহী; 

৬. কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সাপার কলেজ, বাগাতিপাড়া, নাটোর; 

৭. সিরাজগঞ্জ গভ. কলেজ, সিরাজগঞ্জ; 

৮. শহীদ বুলবুল গভ. কলেজ, পাবনা; 

৯. আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া; 

১০. উল্লাপাড়া সায়েন্স কলেজ, সিরাজগঞ্জ। 

কুমিল্লা বোর্ড : 

১. কুমিল্লা ক্যাডেট কলেজ; 

২. ফেনী গার্লস ক্যাডেট কলেজ; 

৩. ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা; 

৪. হাজীগঞ্জ মডেল কলেজ, চাঁদপুর; 

৫. সোনার বাংলা কলেজ, বুড়িচং, কুমিল্লা; 

৬. কুমিল্লা ভিক্টোরিয়া গভ. কলেজ; 

৭. কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ; 

৮. আল-আমিন একাডেমি, চাঁদপুর; 

৯. ব্রাহ্মণবাড়িয়া গভ. কলেজ; 

১০. জুরানপুর আদর্শ কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। 

যশোর বোর্ড : 

১. ঝিনাইদহ ক্যাডেট কলেজ; 

২. সরকারি এম এম সিটি কলেজ, খুলনা; 

৩. ক্যান্টনমেন্ট কলেজ, যশোর; 

৪. মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা; 

৫. খুলনা পাবলিক কলেজ; 

৬. কুষ্টিয়া সরকারি কলেজ; 

৭. সরকারি এম এম কলেজ, যশোর; 

৮. শেখ আকিজ উদ্দিন হায়ার সেকেন্ডারি স্কুল, ঝিকরগাছা, যশোর; 

৯. বঙ্গবন্ধু সরকারি কলেজ, রূপসা, খুলনা; 

১০. সাতক্ষীরা সরকারি কলেজ। 

চট্টগ্রাম বোর্ড : 

১. ফৌজদারহাট ক্যাডেট কলেজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম; 

২. চট্টগ্রাম কলেজ; 

৩. সরকারি কমার্স কলেজ, ডবলমুরিং, চট্টগ্রাম; 

৪. সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রাম; 

৫. চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পাঁচলাইশ; 

৬. ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম; 

৭. ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম; 

৮. চট্টগ্রাম সরকারি গার্লস কলেজ; 

৯. কঙ্বাজার সরকারি কলেজ; 

১০. নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, বন্দর, চট্টগ্রাম। 

বরিশাল বোর্ড : 

১. বরিশাল ক্যাডেট কলেজ; 

২. অমৃতলাল দে কলেজ, বরিশাল; 

৩. বরিশাল সরকারি মহিলা কলেজ; 

৪. আমতলী কলেজ, বরগুনা; 

৫. সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল; 

৬. পিরোজপুর সরকারি গার্লস কলেজ, পিরোজপুর; 

৭. জনতা কলেজ, দুমকী, পটুয়াখালী; 

৮. বাবুগঞ্জ কলেজ, বরিশাল; 

৯. মাহিলারা ডিগ্রি কলেজ, গৌরনদী, বরিশাল; 

১০. পটুয়াখালী সরকারি মহিলা কলেজ। 

সিলেট বোর্ড : 

১. জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ; 

২. সিলেট ক্যাডেট কলেজ; 

৩. সিলেট এমসি কলেজ; 

৪. সিলেট গভ. ওমেনস কলেজ; 

৫. সিলেট কমার্স কলেজ; 

৬. স্কলারস হোম; 

৭. এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ; 

৮. বৃন্দাবন গভ. কলেজ; 

৯. দ্য বার্ডস রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ; 

১০. মৌলভীবাজার গভ. কলেজ। 

দিনাজপুর বোর্ড : 

১. ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর; 

২. রংপুর ক্যাডেট কলেজ; 

৩. হলি ল্যান্ড কলেজ, দিনাজপুর; 

৪. পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, রংপুর; 

৫. সৈয়দপুর গভ. টেকনিক্যাল কলেজ, নীলফামারী; 

৬. ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শহীদ মাহবুব সেনানিবাস, পার্বতীপুর, দিনাজপুর; 

৭. দিনাজপুর গভ. কলেজ; 

৮. কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, রংপুর; 

৯. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারী; 

১০. কারমাইকেল কলেজ, রংপুর। 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড 

১. দারুন্নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ডেমরা, ঢাকা; 

২. তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখা, গাজীপুর; 

৩. ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা; 

৪. তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, মহিলা শাখা, ডেমরা, ঢাকা; 

৫. মকরা ডিএসএন ফাজিল মাদ্রাসা, নাঙ্গলকোট, কুমিল্লা; 

৬. তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ী, ঢাকা; 

৭. ছারছীনা দারুসুন্নাত কামিল মাদ্রাসা, নেছারাবাদ (স্বরূপকাঠি), পিরোজপুর; 

৮. টুমচর সিনিয়র ফাজিল মাদ্রাসা, লক্ষ্মীপুর; 

৯. ধাপ সাতঘরা বাইতুল মোকাররম কামিল মাদ্রাসা, রংপুর; 

১০. জামিয়া ই-কাসেমিয়া কামিল মাদ্রাসা, নরসিংদী। 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 

১. পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ, দিনাজপুর; 

২. আবেদা নূর বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, চান্দিনা, কুমিল্লা; 

৩. সূর্যমুখী মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, রূপসা, খুলনা; 

৪. ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি, বুড়িচং, কুমিল্লা; 

৫. রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, রাজশাহী; 

৬. হাজীগঞ্জ মডেল কলেজ, চাঁদপুর; 

৭. আলহাজ শফিউদ্দীন মিয়া অ্যান্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল; 

৮. ধানিখোলা টেকনিক্যাল অ্যান্ড কমার্শিয়াল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ; 

৯. বামৈল হাই স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা; 

১০. বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ, টাঙ্গাইল।